Most-Popular

বারো মাসে তেরো পার্বণের ক্যালেন্ডার ২০১৯ সালের – অনলাইন ক্যালেন্ডার

বাঙালি মানেই উৎসবপ্রিয়। বাঙালির ঘরে ঘরে, বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে। পহেলা জানুয়ারি থেকে শুরু, শেষ হয় ২৫ শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনে। প্রত্যেকটা উৎসবই কিছু না কিছু মাঙ্গলিক বার্তা বহন করে। সেই কারণেই আমরা বাঙ্গালীরা খুবই নিয়ম নিষ্ঠা মেনে এইসব উৎসব অনুষ্ঠান পালন করে থাকি। কবে, কি অনুষ্ঠান? তারই একটা ক্যালেন্ডার আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই চোখ বুলিয়ে নিন।

জানুয়ারি, ২০১৯

মঙ্গলবার, পহেলা জানুয়ারি নতুন বছরকে স্বাগত জানাই, বিভিন্ন জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে।

মঙ্গলবার, ১৫ই জানুয়ারি পৌষ সংক্রান্তি অর্থাৎ পিঠেপুলি খাওয়া দিন। মকর সংক্রান্তির যোগ থাকায় দিন বড় এবং রাত্রি ছোট হয়।

বুধবার, ২৩শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী।

শনিবার, ২৬শে জানুয়ারী, প্রজাতন্ত্র দিবস। এই দিন, পতাকা উত্তোলনের মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা-জ্ঞাপন করা হয়।

ফেব্রুয়ারি, ২০১৯

রবিবার, ১০ই ফেব্রুয়ারী, বাগদেবী সরস্বতীর পূজা। শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে (সকাল ৭.৩.৫৭ থেকে দুপুর ১২.৩৫.৩৮) এই পূজা করা হয়।

বুধবার, ১৩ই ফেব্রুয়ারী, কুম্ভ সংক্রান্তি (পুণ্য কাল মুহূর্ত সকাল ০৬.১৩ থেকে সকাল ০৯.০৩ এবং মহাপুণ্য কাল মুহূর্ত সকাল ০৮.৩৯ থেকে সকাল ০৯.০৩)। ত্রিভেনীতে স্নান করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই দিনে।

বৃহস্পতিবার, ১৪ই ফেব্রুয়ারী, ভ্যালেন্টাইন্স ডে। এটা বিশ্বাস করা হয় যে সেন্ট ভ্যালেন্টাইন 226 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। ভ্যালেন্টাইন্স ডে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, ধর্মীয়, এবং বাণিজ্যিক প্রেমের উদযাপন।

মঙ্গলবার, ১৯ শে ফেব্রুয়ারী, মাঘী পূর্ণিমা( রাত ০১.১১ থেকে রাত ২১.২৩)। মাঘী পূর্ণিমাতে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সংগৃহীত বিন্দু প্রয়াগে লোকেরা পবিত্র স্নানের মতো কিছু অনুষ্ঠান পালন করে, ভিক্ষা দান করে, গরু দান করে।

শুক্রবার, ৮ই ফেব্রুয়ারী, গণেশ জয়ন্তী পূজা (সকাল ১০.৪৩ থেকে সকাল১২.৫৭)। গণেশের জন্ম বার্ষিকী হিসাবে এই দিনটি পালন করা হয়।

মার্চ, ২০১৯

সোমবার, ৪ঠা মার্চ, মহা শিবরাত্রি ব্রত। (সন্ধ্যা ৬.৪৩.৪৮ থেকে শেষ রাত্রি ৩.২৯.১৫)। চার প্রহর-এর মাধ্যমে এই পুজো অনুষ্ঠিত হয়।

শুক্রবার, ৮ই মার্চ, মহাপুরুষ রামকৃষ্ণের আবির্ভাব তিথি। আন্তর্জাতিক নারী দিবস হিসাবেও স্মরণীয়।

শুক্রবার, ১৫ ই মার্চ, মিনা সংক্রান্তি (পুণ্য কাল মুহূর্ত ০৫.৫৫ থেকে ১২.১৯ এবং মহাপুণ্য কাল মুহূর্ত ০৫.৫৫ থেকে ০৬.১৯)।মীনা সংক্রান্তির জমি দানের সময় অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বছরের বারোটি সংকীর্ণ দান-পুণ্য কার্যক্রমের জন্য অত্যন্ত পবিত্র।

বৃহস্পতিবার, ২১ শে মার্চ, ফেস্টিভাল অফ কালার্স অর্থাৎ হোলি। এই বিশেষ দিনটিতে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমরা ভোগ নিবেদন করে থাকি।

বৃহস্পতিবার, ২৮ শে মার্চ, শীতলা অষ্টমী (২৭ শে মার্চ রাত ২০.৫৫ থেকে ২৮ শে মার্চ রাত ২২.৩৪)।বাসোদা পূজা, দেবী শীতলাকে উৎসর্গ করা হয় এবং হোলির পর কৃষ্ণ পক্ষ অষ্টমী পালন করা হয়। বসোদাকে শীতল অষ্টমী নামেও পরিচিত।

এপ্রিল,২০১৯

শনিবার, ৬ই এপ্রিল, চৈত্র নবরাত্রী (প্রতিপদ তিথি ৫ই এপ্রিল দুপুর ১৪.২০ থেকে ৬ই এপ্রিল দুপুর ১৫.২৩)। চৈত্রের সময় নবরাত্রী দেবী-স্বভাগ্না মীনা সূর্যোদয়ের সময় প্রবাহিত হয় এবং উপযুক্ত হলে আমরা ঘাতথাপণ মুহুর্তের জন্য এটি গ্রহণ করি।

রবিবার, ১৪ই এপ্রিল, রাম নবমী ( রাম নবমী পূজা মুহূর্ত সকাল ১০.২১ থেকে সকাল ১২.৫২)। চৈত্র মাসের শুক্লা পক্ষে নবমী তীর্থিতে রাম জন্মগ্রহণ করেন। প্রতি বছর এই দিন পালনকর্তা রাম-এর জন্মদিন হিসাবে পালন করা হয়।

সোমবার, ১৫ই এপ্রিল, বাংলা নববর্ষ (সংক্রান্তি মুহূর্ত ১৪ই এপ্রিল দুপুর ১৪.২৫)। পয়লা বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন।

শুক্রবার, ১৯শে এপ্রিল, হনুমান জয়ন্তী এবং চৈত্র পূর্ণিমা ( পূর্ণিমা তিথি ১৮ই এপ্রিল সন্ধ্যা ১৯.২৬ থেকে ১৯ শে এপ্রিল বিকেল১৬.৪১)। চৈত্র মাসে পূর্ণাঙ্গ দিনে হানুমান জয়ন্তী পালন করা হয়। হানুমান, যিনি ভ্যানার ঈশ্বর নামেও পরিচিত, এই দিনে জন্মগ্রহণ করেন এবং হানুমান জন্মের স্মৃতিতে হানুমান জয়ন্তী উদযাপন করা হয়। লর্ড বিষ্ণুর অত্যন্ত বিনীত রূপ পালনকর্তা সত্যনারায়ণকে পূজা করেন এবং পূর্ণিমা দিনে সত্যনারায়ণ উপবাস পালন করেন।এই দিনটিকে গুড ফ্রাইডে হিসেবেও অভিহিত করা হয়।

মে, ২০১৯

বুধবার ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়।

মঙ্গলবার, ৭ই মে, অক্ষয় তৃতীয়া। (সকাল.০৫.৩৬.০৭ থেকে দুপুর ১২.১৭.৫৫)। নারায়ন পূজার থেকে শুরু করে দোকানের হালখাতা বা গুরুদেবের অনুষ্ঠান, এই শুভ দিনটিতে আমরা করে থাকি। পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বার্ষিকী স্থানীয় বাংলা ক্যালেন্ডার অনুসারে এই দিনটিতে পালন করা হয়।

রবিবার, ১২ই মে, আন্তর্জাতিক মাতৃ দিবস হিসেবে পালিত হয়।

শনিবার, ১৮ই মে, বুদ্ধ পূর্ণিমা ( ১৮ই মে ভোর০৪.১০ থেকে ১৯শে মে ভোর০২.৪১)। বৈশাখ মাসের এই সময় বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী হিসাবে পালিত হয়।

জুন, ২০১৯

বুধবার, ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। ৪৬ তম বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। ইদ আল-ফিতর এই দিনেই পালিত হয়, এটি একটি প্রধান মুসলিম উৎসব এবং ইসলামী ক্যালেন্ডারের দশম মাস (হিজরী) শাওয়ালের প্রথম দিনে এটি সারা বিশ্বে পালিত হয়।

রবিবার, ১৬ই জুন, ফাদার্স ডে। বিশ্বজুড়ে পিতামাতাদের সম্মানের জন্য পালন করা হয় এই দিনটি।

শুক্রবার, ২১ শে জুন, আন্তর্জাতীক যোগা দিবস। এবছর ৫ম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন।

জুলাই, ২০১৯

বুধবার, ৩রা জুলাই, পূর্ণ সূর্যগ্রহণ। কলকাতায় দৃশ্য নয়।

বৃহস্পতিবার ৪ঠা জুলাই, রথদ্বিতীয়া ( ৩রা জুলাই রাত ২২.০৫.৫৮ থেকে ৪ঠা জুলাই সন্ধ্যা ১৯.১১.০০)। শ্রীধাম পুরীতে রথযাত্রা উৎসব, হুগলি জেলার মাহেশে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মেলা প্রভৃতি এই দিনটিতে পালিত হয়।

মঙ্গলবার, ১৬ই জুলাই, গুরু পূর্ণিমা ( ১৬ই জুলাই রাত ০১.৫০.২৪ থেকে ১৭ই জুলাই ভোর ০৩.১০.০৫)। শ্রীশ্রী সত্যনারায়ণ ব্রত, ব্যাস পুজো, গৃহ প্রবেশ, গুরুদেবের অনুষ্ঠান সংঘটিত হয়।

আগস্ট, ২০১৯

রবিবার, ৪ই আগস্ট, ফ্রেন্ডশিপ ডে। ৯০তম বন্ধুত্ব দিবস উদযাপন। ভারতে, ফ্রেন্ডশিপ ডে আগস্ট মাসের প্রথম রবিবারে উদযাপিত হয় এবং নব্বই দশকের থেকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

সোমবার, ৫ই আগস্ট, নাগপঞ্চমী ( দিবা ০৫.৪৪.২৭ থেকে ০৮.২৫.২৭)। শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা।

সোমবার, ১২ই আগস্ট, বাক্রিদ ঈদ বা ঈদ আল-আধা। এটি মুসলমান ধর্মালম্বীদের অনুষ্ঠান।

বৃহস্পতিবার, ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবস এবং রাখী পূর্ণিমা( ভোর ০৫.৪৯.৫৯ থেকে সন্ধ্যা ১৮.০১.০২)। এই দিন আমাদের দেশ স্বাধীন হয়। আর রাখি পূর্নিমা মানেই রাখি বন্ধন উৎসব।

শনিবার, ২৪ শে আগস্ট, কৃষ্ণ জন্মাষ্টমী। ( ২৩ শে আগস্ট দিবা ০৮.০৯.০০ থেকে ২৪ শে আগস্ট ৮.৩২ অষ্টমী স্থিতিকাল)। এটি শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি।

সেপ্টেম্বর, ২০১৯

সোমবার, ২রা সেপ্টেম্বর, গণেশ চতুর্থী ( ভোর ০৪.৫৬ থেকে ৩রা সেপ্টেম্বর রাত ০১.৫৩) বা গণেশ এর আবির্ভাব তিথি।

বৃহস্পতিবার, ৫ই সেপ্টেম্বর, টিচার্স ডে। ৫৮তম টিচার্স ডে উদযাপন। শিক্ষক দিবস শিক্ষকদের সম্মানে নিবেদিত একটি দিন। এই দিনেই ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, ভারত রত্ন প্রাপ্ত ডক্টর সার্বভাল্লি রাধাকৃষ্ণন এর জন্মবার্ষিকী।

শুক্রবার ৬ই সেপ্টেম্বর, রাধা অষ্টমী ( ৫ই সেপ্টেম্বর রাত ২০.৪৯ থেকে ৬ই সেপ্টেম্বর রাত ২০.৪২,অষ্টমীর স্থিতিকাল)। শ্রী শ্রী রাধার আবির্ভাব তিথি হিসাবে এই দিনটি পালিত হয়।

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, মহরম-একটি মুসলমান পর্ব।

মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, কন্যা সংক্রান্তি (পূর্ণ কাল মুহূর্ত ১৩.১৮ থেকে ১৭.৩৪ এবং মহা পুন্য কাল মুহূর্ত ১৩.১৮ থেকে ১৩.৪২)। প্রতিটি সংক্রান্তি মুহূর্তের আগে বা পরে, সংক্রান্তি সম্পর্কিত কার্যক্রমের জন্য শুদ্ধ বলে মনে করা হয়।

রবিবার, ২৮ শে সেপ্টেম্বর, মহালয়া ( অমাবস্যা তিথি ৩.৪৬ থেকে ২৩.৫৬)।পশ্চিমবঙ্গে মহালায়, উৎসবের সূচনাকে চিহ্নিত করে। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে পৃথিবীতে দেবী দুর্গা অবতীর্ণ হয়েছিল।

অক্টোবর, ২০১৯

বুধবার, ২রা অক্টোবর, ১৫০তম মহাত্মা গান্ধীর জন্ম বার্ষিকী।

বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, মহাপঞ্চমী (২রা অক্টোবর দিবা ১১.৪০ থেকে ৩রা অক্টোবর ১০.১২)।

শুক্রবার, ৪ঠা অক্টোবর, মহাষষ্ঠী ( ৩রা অক্টোবর ১০.১২ থেকে ৪ঠা অক্টোবর ৯.৩৫)। কাল্পম্ভভা পশ্চিমবঙ্গে দুর্গা পূজার অনুষ্ঠান শুরু করে। একই দিনে, দেবী দুর্গাকে বিলভা গাছ বা কালশে বসবাসের আমন্ত্রণ জানানো হয়।

শনিবার, ৫ই অক্টোবর, মহাসপ্তমী ( ৪ঠা অক্টোবর ৯.৩৫ থেকে ৫ই অক্টোবর ৯.৫১)। মহা সপ্তম দিবসে দেবী দুর্গা নবপাত্রিকা নামে পরিচিত নয়টি গাছের একটি গোষ্ঠীতে আহ্বান করা হয়।

রবিবার, ৬ই অক্টোবর, মহা অষ্টমী ( ৫ই অক্টোবর দিবা ৯.৫১ থেকে ৬ই অক্টোবর দিবা ১০.৫৪)। দুর্গা পূজা দ্বিতীয় দিন। মহা অষ্টমী পূজার সময় দেবী দুর্গের সমস্ত নৃত্য উপাসনা করা হয়। দুর্গা পূজার সময় অল্পবয়সী মেয়েদের পূজা, কুমারী পূজা নামে পরিচিত।

সোমবার, ৭ই অক্টোবর, মহা নবমী ( ৬ই অক্টোবর দিবা ১০.৫৪ থেকে ৭ই অক্টোবর ১২.৩৮)। বাংলায় মহা নবমী প্যারা-বিদ্ধ নিয়ম অনুযায়ী পালন করা হয়। মহা নবমীর দেবী দুর্গকে, মহিশাসুরমর্দিণী হিসাবে পূজা করা হয়।

মঙ্গলবার, ৮ই অক্টোবর, মহা দশমী ( ৭ই অক্টোবর ১২.৩৮ থেকে ১৪.৫০)। বেশিরভাগ ভারতীয় রাজ্য মুহুরাতের উপর ভিত্তি করে বিজয়া দশমী পালন করে।

রবিবার, ১৩ই অক্টোবর, কোজাগরী লক্ষ্মী পুজো ( ১৩ই অক্টোবর রাত্রি ১২.৩৬ থেকে ১৪ই অক্টোবর রাত্রি ২.৩৮)। আশ্বিন মাসে পূর্ণিমা তিথির লক্ষ্মী পূজা, কোজাগরী পূজা নামে পরিচিত এবং এটি সাধারণত বাংলার লক্ষ্মী পূজা নামেও সমৃদ্ধ।

শনিবার, ২৬শে অক্টোবর, ধনত্রেদশী ( পূজা মুহূর্ত বিকেল ৪.৫৯ থেকে ৭.৩২)। পাঁচ দিন দীর্ঘ দিওয়ালি উৎসবের প্রথম দিন। ধনতন্ত্রের দিনটিও আয়ুর্বেদের দেবীর জন্মবার্ষিকী ধনওয়ন্তারী ত্রিদসী বা ধনভন্ত্রী জয়ন্তী হিসাবে পালন করা হয়।

রবিবার, ২৭শে অক্টোবর, দীপাবলি, কালীপুজো ( অমাবস্যা তিথি ২৭শে অক্টোবর ১২.২৩ থেকে ২৮শে অক্টোবর দিবা ৯.০৮)। দিওয়ালি দিবসে মানুষকে সকালে ঘুম থেকে উঠতে হবে এবং পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে এবং পারিবারিক দেবদেবীদের উপাসনা করতে হবে। এই দিনটিতে অনেকের বাড়িতে লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হয় ( লক্ষ্মী পূজার মুহূর্ত ১৮.০৭ থেকে ১৯.৩১)

মঙ্গলবার, ২৯শে অক্টোবর, ভাই ফোঁটা (ভাই দোজ টিকা মুহুর্ত ১২.২৭ থেকে ১৪.৪২)। এই দিনে বোনেরা তাদের ভাইদের জন্য টিকা অনুষ্ঠান সম্পাদন করে দীর্ঘ ও সুখী জীবন প্রার্থনা করে এবং ভাই তাদের বোনদের উপহার দেয়।

নভেম্বর, ২০১৯

শনিবার, ২রা নভেম্বর, ছট পুজো ( শাশ্বী তিথি শুরু ১লা নভেম্বর রাত্রি ১২.৫১ থেকে ২রা নভেম্বর রাত্রি ১.৩১)। সূর্য, শক্তি ও জীবনশক্তি দেবতার উপাসনা, সমৃদ্ধি ও উন্নতির জন্য ছাট পূজা করা হয়।

মঙ্গলবার, ৫ই নভেম্বর, জগদ্ধাত্রী পুজো ( নবমী তিথি শুরু ৫ই নভেম্বর রাত্রি ৪.৫৭ থেকে ৬ই নভেম্বর সকাল ৭.২১)। পশ্চিমবঙ্গে, জগদ্ধাত্রী পূজার দিনে সাত্ত জগদ্ধাত্রী দেবী পূজা করা হয়।

বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, শিশু দিবস।৫৬ তম শিশু দিবস উদযাপন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন ভারত উদযাপন করে শিশু দিবস হিসাবে। শিশুদের অধিকার তাদের অধিকার সম্পর্কে এবং শিশুদের কল্যাণকে উৎসাহিত করতে, সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এটি উদযাপন করা হয়।

ডিসেম্বর, ২০১৯

বুধবার, ২৫শে ডিসেম্বর, বড়দিন হিসাবে পালিত হয়। ক্রিসমাস একটি বার্ষিক উৎসব।

যিশু খ্রিস্টের জন্ম স্মরণ করে, ২৫ ডিসেম্বর বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের মধ্যে একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উদযাপন হিসাবে পালন করা হয়।

সোমা দাস

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago