Personal Care

টলিউডের অভিনেত্রীদের ডেলি স্কিন কেয়ার টিপস?

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পাওয়ার ইচ্ছা প্রত্যেকের মনের মধ্যেই থাকে। কিন্তু ত্বককে সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল করার জন্য ঠিক কী কী টিপস ফলো করা উচিত তা অনেকেই জানেন না। আজকের দাশবাসের বন্ধুদের জন্য তাই আমি টলিউডের জনপ্রিয় তারকাদের বিউটি টিপস নিয়ে হাজির। টলিউডের জনপ্রিয় অভিনেত্রীরা ত্বক ও চুলের পরিচর্যার ক্ষেত্রে কী কী করেন চলুন জেনে নিই।

১. টলিউড অভিনেত্রী নুসরত জাহানের বিউটি টিপসঃ

টলিউড অভিনেত্রী নুসরত জাহান তার সৌন্দর্যের জন্য সব সময় চর্চিত হন। ২০১০ এর ফেয়ার ওয়ান মিস কলকাতাতে বিজয়ী হ‌ওয়া নুসরত টলিউডের শত্রু সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে প্রথম চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। পরবর্তীকালে খোকা ৪২০, খিলাড়ির মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী।

ক. অভিনেত্রীর ত্বকের পরিচর্যাঃ

ডেলি স্কিন কেয়ার রুটিনের ক্ষেত্রে অভিনেত্রী ত্বককে পরিষ্কার করার পিছনে সবথেকে বেশি গুরুত্ব দেন। তিনি বলেন, ত্বককে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল রাখবার জন্য অবশ্যই ত্বকে টোনিং, ময়েশ্চারাইজিং এবং সানস্ক্রিন লাগানো উচিত, তিনি এইগুলোই করেন নিজেকে সুন্দর করে তুলবার জন্য।

অভিনেত্রী আরো বলেন যে সানস্ক্রিন সবসময় লাগানো উচিত। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা যে বর্ষায় সানস্ক্রিন এর কোন প্রয়োজন হয় না, সব সময় সানস্ক্রিন লাগানোর প্রয়োজনীয়তা আছে। এছাড়া তিনি ঠোঁটে রঙিন লিপবাম লাগান‌ ও মাশকারার ব্যবহার করেন। তিনি মনে করেন রঙিন লিপবাম তার চেহারা কে আরো বেশি সুন্দর করে পরিস্ফুট করে তোলে।

খ. অভিনেত্রীর চুলের পরিচর্যাঃ

চুলের যত্নের ক্ষেত্রে অভিনেত্রী বলেন, বৃষ্টিতে ভিজলে চুলে অবশ্যই শ্যাম্পু করা উচিত। এছাড়া চুলে তেল গরম করে তা লাগানো উচিত। এর ফলে চুল সুন্দর হয় ও চুলের উজ্জ্বলতা ফিরে আসে।

২. রুক্মিণী মৈত্রঃ

টলিউডের আরেক অভিনেত্রী হলেন রুক্মিণী মৈত্র। ইনি একসময় মডেলিং করতেন, পরবর্তীতে চ্যাম্প ছবির মধ্য দিয়ে টলিউডে জায়গা করে নেন।

ক. অভিনেত্রীর ত্বকের পরিচর্যাঃ

তিনি তার ডেইলি স্কিন কেয়ার রুটিন সম্পর্কে বলেছেন যে তিনি প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করেন। বছরের প্রত্যেকটা সময় তিনি সানস্ক্রিন ব্যবহার করেন। তার কথায়, “আমি সারা বছর সানস্ক্রিন ব্যবহার করি।” এছাড়া তিনি ডে ক্রিম এবং নাইট ক্রিম ‌ও ব্যবহার করেন। নিজের শুষ্ক ত্বককে হাইড্রেট করবার জন্য তিনি ডে ক্রিম ও নাইট ক্রিমের ব্যবহার করেন।

গ্ল্যামার ওয়ার্ল্ডের এই অভিনেত্রী কিন্তু সবসময় মেকাপ করতে পছন্দ করেন না। তার যখন কোন কাজ থাকেনা বা তিনি বাড়িতে থাকেন তখন সম্পূর্ণভাবে তিনি মেকআপ ছাড়া থাকেন। কারণ তিনি মনে করেন এতে ত্বক ভালো থাকবে। কাজ না থাকলে সচরাচর তিনি খুব একটা মেকাপ পছন্দ করেন না, তিনি ভ্রু তে ব্রাশ করেন, কিছু হালকা পাউডার মুখে ব্যবহার করেন এবং রঙিন লিপবাম ব্যবহার করে থাকেন। এছাড়া তিনি যখন বাইরে যান তখন একটু মাশকারা লাগান।

খ. অভিনেত্রীর চুলের পরিচর্যাঃ

চুলের যত্নের ক্ষেত্রে অভিনেত্রী বলেন, “আমি সপ্তাহে তিন দিন শ্যাম্পু করি এবং দুই সপ্তাহে একবার তেল দিয়ে থাকি।” অভিনেত্রী নিজের ফ্যাশন টিপস সম্পর্কে বলেন যে তিনি রঙিন পোশাক পরতে পছন্দ করেন।

৩. ঋতুপর্ণা সেনগুপ্তঃ

নব্বইয়ের দশকে প্রসেনজিৎ , অভিষেক ও চিরঞ্জিতের সাথে জুটি বেঁধে কাজ করা এই অভিনেত্রী আজ‌ও সমানতালে টলিউডে কাজ করে চলেছেন হিরোইনের ভূমিকায়। দীর্ঘকাল ধরে গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজের জায়গাকে পাকা করে রেখেছেন তিনি নিজের সৌন্দর্যের কারণেই। কী সেই সৌন্দর্যের গোপন রহস্য?

ক. ত্বকের পরিচর্যাঃ

তিনি তার ডেলি স্কিন কেয়ারের ক্ষেত্রে বলেন,তিনি রোজ মুখ পরিষ্কার করেন। এছাড়া তিনি টোনিং এবং ময়েশ্চারাইজিং এর উপর বিশেষভাবে গুরুত্ব দেন। তিনি মনে করেন যে সুন্দর ভাবে মেকআপ করার পর সবশেষে সুন্দরভাবে মেকাপ তুলে ত্বক পরিষ্কার রাখাটাও একটি গুরুত্বপূর্ণ টিপস। স্পেশাল টিপস হিসেবে অভিনেত্রী বলেন, “আমি গোলাপজল রাখি নিজের সাথে, এবং মাঝে মধ্যে নিজেকে ফ্রেশ করবার জন্য মুখে সেটা স্প্রে করে থাকি।”

প্রাক্তন সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের কথায়,“রোজকার দিনে আমি শুধু সানস্ক্রিন ব্যবহার করি। আমি ঠোঁটে কিছুটা লিপস্টিক দিই আর কিছুটা কাজল ব্যবহার করি চোখে। আমি যতটা সম্ভব মেকআপ না করার চেষ্টা করি অথবা হালকা মেকাপ থাকে। ন্যূনতম মেকআপের একটা আলাদা জাদু আছে।”

খ. অভিনেত্রীর চুলের পরিচর্যাঃ

চুলের যত্নের ক্ষেত্রে অভিনেত্রী বলেন, “সপ্তাহে আমি তিনবার শ্যাম্পু করি এবং শ্যাম্পু করার পর চুলে অবশ্যই কন্ডিশনার ইউজ করি। এছাড়া চুলের যত্ন নেওয়ার জন্য আমি তেল গরম করে চুলে ম্যাসাজ করি। এই হলো আমার সারা বছরের চুলের যত্নের রুটিন। বর্ষাকালে চুল পড়া এড়াতে মাঝেমধ্যে হেয়ার স্পা করি”

অভিনেত্রী ও ফ্যাশন টিপস এর ক্ষেত্রে উজ্জ্বল রং এর কাপড়-চোপড় পরতে পছন্দ করেন। কারণ তিনি মনে করেন উজ্জ্বল রঙ নিস্তেজ আবহাওয়াকেও উজ্জ্বল করে তোলে।

৪. মিমি চক্রবর্তীঃ

ছোটপর্দায় স্টার জলসার গানের ওপারে ধারাবাহিক থেকে শুরু করে বড় পর্দায় বোঝেনা সে বোঝেনার মতো সিনেমা করে সকলের আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছিলেন মিমি। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীও তার সৌন্দর্যের জন্য সকলের নজর কাড়েন।

ক. অভিনেত্রীর ত্বকের পরিচর্যাঃ

ত্বককে সুস্থ রাখার জন্য প্রচুর পরিমাণে জল পান করার কথা বলে থাকেন। তিনি মনে করেন, সুস্থ ও সুন্দর ত্বকের জন্য প্রচুর পরিমাণে জল পান করা প্রয়োজন। এছাড়া ডেলি স্কিন কেয়ার রুটিনের ক্ষেত্রে তিনি তার সানস্ক্রিনের ব্যবহারের কথা যেমন বলেছেন তেমনি তার অ্যালোভেরা জেল ব্যবহার করার কথাও বলেছেন।

অভিনেত্রী বলেন,“শ্যুটিং না করলে আমি মেক আপ কিট থেকে দূরেই থাকি। শুধু রঙিন লিপ বাম আর লোড মাস্কারা ব্যবহার করি।”

খ. অভিনেত্রীর চুলের পরিচর্যাঃ

অভিনেত্রী চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে বলেন,“ আমার মা ঘরে অনেক রকম চুলের তেল তৈরি করেন ও আমি সপ্তাহে একবার রাতে এটি ব্যবহার করি। পরেরদিন অ্যালোভেরা ভিত্তিক শ্যাম্পু দিয়ে আমি চুল ধুয়ে ফেলি। তারপর আমি চুলের কন্ডিশনার ইউজ করি।”

৫. প্রিয়াঙ্কা সরকারঃ

টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী চিরদিনই তুমি যে আমার সিনেমা করে সকলের মনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। এই সিনেমার সাফল্যের পর অভিনেত্রীকে আর পিছু ফিরে তাকাতে হয়নি।

ক. অভিনেত্রীর ত্বকের পরিচর্যাঃ

প্রিয়াঙ্কা সরকার নিজের ডেলি স্কিন কেয়ার রুটিন এর ক্ষেত্রে বলেছেন,“আমি ভিতর থেকে যত্ন নিতে বিশ্বাস করি।”‌ অর্থাৎ তার মনে হয় ভেতর থেকে যদি কেউ যত্ন নেয় তবেই তার ত্বক এবং চুল সুন্দর হয়ে উঠবে। এই প্রসঙ্গে অভিনেত্রী আরো বলেন, “ আমি ভিটামিন সি এবং ডি সমৃদ্ধ খাবার খেয়ে থাকি, কারণ এটি আমাকে সুন্দর ত্বক ও সুন্দর চুল পেতে সাহায্য করে। ত্বক ও চুলের ক্ষেত্রে আমি প্রাকৃতিক পণ্য ব্যবহার করে থাকি।”

গ্ল্যামার ওয়ার্ল্ডের এই অভিনেত্রীও কাজ না থাকলে নো মেক-আপ লুকেই থাকতে বেশি পছন্দ করেন। কাজ না থাকলে তিনি ঠোঁট একটু রঙিন লিপবাম দেন আর চোখ একটু মাস্কারা।

খ. অভিনেত্রীর চুলের পরিচর্যাঃ

প্রিয়াঙ্কা নিজের চুলের যত্ন নেওয়া প্রসঙ্গে বলেন, “আমি চুলে গরম তেল দিয়ে মেসেজ করি এবং আমি একদিন অন্তর চুল শ্যাম্পু করে থাকি। এছাড়া আমি রাসায়নিক পণ্য ও ড্রায়ার ব্যবহার থেকে বিরত থাকি।” অভিনেত্রী স্টাইল স্টেটমেন্টের ক্ষেত্রে লিনেনের পোশাক পরতে পছন্দ করেন।

Sangita Chowdhury

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago