Most-Popular

আজকের দিনে আসল শিক্ষা – মানি ম্যানেজমেন্টের শিক্ষা

আজকের যুগে দাঁড়িয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হল ‘মানি ম্যানেজমেন্ট’। মানি মেনেজমেন্ট কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। আমরা মেয়েরা অনেকটা এগিয়ে যাওয়ার পড়েও আজও এই মানি ম্যানেজমেন্টের জায়গায় অনেকটাই পিছিয়ে।

শুধু মেয়েরা কেন, অনেক পুরুষও মানি ম্যানেজমেন্ট করতে জানেন না। আর এই কথাটাই প্রমাণ করেছে পেটিএম-এর একটি সমীক্ষা। আর এই সমীক্ষাই দেখিয়েছে সময় এসেছে এটা বোঝার যে মানি আর মেয়ে দুই প্রান্তে রাখার বিষয় নয়।

কী ছিল ওই সমীক্ষায়?

পেটিএম ৩০ জন নানা বয়সের, নানা পেশার মানুষদের নিয়ে একটি সমীক্ষা করে। সেখানে তাঁদের কিছু প্রশ্ন করা হয়। বলা হয় প্রশ্নের উত্তর হ্যাঁ হলে তাঁরা যেন সামনে এগিয়ে আসেন, আর উত্তর না হলে যেন পিছিয়ে যান। শুরুর দিকে কিছু সাধারণ প্রশ্ন ছিল, যেমন বয়স দশ হওয়ার আগে সাইকেল চালাতে শিখেছি কিনা, স্কুলে মিউজিক শিখেছি কিনা, স্পোর্টসে অংশগ্রহণ করেছি কিনা, নিজের পোশাক নিজে ইস্ত্রি করেছি কিনা, অন্যের জন্য চা বানিয়েছি কিনা, এইসব।

ভিডিও ক্রেডিটঃ পেটিএম

খুব মজার সঙ্গেই এগিয়ে যাচ্ছিল সম্পূর্ণ ব্যাপারটা। রান্নার প্রশ্নে যেমন অনেক পুরুষ এগিয়ে এলেও মহিলারা অনেকেই পিছিয়ে যান। আর এই সব প্রশ্নের উত্তরে ওই এগিয়ে-পিছিয়ে যাওয়াও খুব একটা ব্যাপক ভাবে হচ্ছিল না। এবার এল প্রথম ‘মানি’ অর্থাৎ টাকা সংক্রান্ত প্রশ্ন, আপনারা যারা নিজের ঘরের বিল নিজে দেন এগিয়ে আসুন। তারপর?

শুরু হল আসল মজা!

এবারের প্রশ্নগুলো শুরু করল ব্যাপক পার্থক্য ওই সমীক্ষায় অংশ নেওয়া মানুষদের মধ্যে। প্রশ্ন এল, আজকের গোন্ডের দাম জানেন কারা? এগিয়ে আসুন জানলে, না হলে পিছিয়ে যান। নিজের স্যালারির ব্রেক-আপ ঠিক করে জানেন? আপনাকে সই করতে বলা ফাইনান্সিয়াল ডকুমেন্টে ঠিক কি কি লেখা আছে বোঝেন? নিজের নামে গাড়ি কিনেছেন কারা অন্যের সঙ্গে আলোচনা না করে? ইন্সিওরেন্স পলিসি অন্যের সঙ্গে আলোচনা না করে কিনেছেন কারা?

বাজেট দেখেন, বোঝেন? মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন? মিউচুয়াল ফান্ড আর এসআইপির মধ্যে তফাৎ বুঝলে আগে আসুন, না হলে পিছিয়ে যান। নিজের রোজগারের টাকা কাউকে জিজ্ঞেস না করে ম্যানেজ করতে পারেন? নিজের ইনকাম ট্যাকা নিজে জমা করেন? এবার বলা হল যারা সামনে একদম এসেছেন তাঁরা পিছনে তাকিয়ে দেখুন। দেখা গেল মাত্র পাঁচ থেকে ছয় জন সামনে এসেছেন এবং তাঁরা পুরুষ। প্রশ্নগুলো কিন্তু ভাল করে দেখার মতো।

কী পেলাম?

এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন যারা তাঁরা কেউ ডাইরেক্টর কোনও সংস্থার, হোম মেকার, ফ্যামিলি বিজনেস সামলাচ্ছেন এমন কম বয়সী তরুণী, ম্যানুফ্যাকচারিং বিজনেস সামলানো মধ্যবয়সী মহিলা ও পুরুষ, ফ্যামিলি বিজনেস সামলানো মা আর ছেলে, স্ট্র্যাটেজিস্ট, কলেজ স্টুডেন্ট সকলেই বেশিরভাগ মানি ম্যানেজমেন্টের প্রশ্নে পিছিয়ে গেছেন। তাঁদের মানি ম্যানেজমেন্ট কোথাও না কোথাও কোনও পুরুষ করেন, যদিও সেই মহিলারা ‘স্বাবলম্বী’। এই মানুষদের সকলের মত একটাই- ছোট থেকে যদি শেখানো হত কিকরে টাকা গুছিয়ে রাখা যায়, তাহলে ভাল হত। ছোট থেকে যদি মেয়েদের মানি ম্যানেজ করা শেখানো হত ভাল হত।

এবার আমরা কি শিখব?

মায়েদের ভূমিকা সন্তানের বড় হওয়ার নেপথ্যে অনেক বড়, বরাবরই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মায়েদের ভূমিকা আরও বেড়ে গেছে। শুধু লেখাপড়া করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে এই শিক্ষা যথেষ্ট নয়। অর্থ রোজগার করলেই স্বাবলম্বী হওয়া যায় না, নিজের অর্জিত অর্থ নিজে ম্যানেজ করতে পারাই স্বাবলম্বী হওয়া বোঝায়।

ফাইনান্সিয়াল টার্ম জানতে দিন

সন্তান কলেজে উঠলেই তাঁকে বাজেট দেখতে দিন। বাজেটের অজানা ‘টার্ম’ গুগুলে সার্চ করতে দিন। শুরুতে আপনিও সাহায্য করুন। কলেজের শেষ সময়ে এলে তাঁকে বোঝান কিকরে স্যালারি ব্রেক আপ বুঝতে হয়। পি.এফ এ কত টাকা দেওয়া হয়, ট্রাভেল অ্যালাওয়েন্স আর বেসিক স্যালারি কি, বেসিকের কত শতাংশ ডি.এ হয়, সব দরকার পড়লে নিজের স্যালারি স্লিপ দেখিয়ে বোঝান। মিউচুয়াল ফান্ড নিয়ে জানতে দিন।

ঘরেই টাকা সামলাতে দিন

বাড়ির বিল সন্তানকে পে করতে দিন অনলাইনে। মাসের শুরুতে আপনার ছেলে বা মেয়েকে বলুন ওই মাসের একটা বাজেট করতে। কি কি লাগতে পাড়ে, কোন খাতে কত টাকা লাগতে পারে ভাবতে বলুন। এতে সংসার কিকরে চলছে সেই বিষয়ে যেমন জ্ঞান হবে, তেমনই টাকা কীভাবে ভাগ করতে হয় সেটা বুঝবে।

নিজস্ব রোজগার যেন থাকে

১৮ বছর হয়ে গেলেই নিজে কিছু করতে বলুন। টিউশনি করতে বলুন, পাশে কিছু করতে বলুন। আপনাদের অর্থের দরকার না হলেও সন্তানকে অর্থ রোজগার করতে দিন আর ব্যাঙ্কে ঠিক করে টাকা রাখতে দিন। নিজে অ্যাকাউন্ট খুলতে দিন। এতে ফাইনান্স, ব্যাঙ্কিং নিয়ে বেসিক জ্ঞান হয়ে যাবে।

ঘরের কাজ করা মানে শুধু রুটি করা, রান্না করা নয়, বরং বাড়ির ট্যাক্স কত সেটা জানাও যে দরকার, সেটা বোঝান। আর অবশ্যই এই শিক্ষা মা হিসেবে ছেলে ও মেয়ে দু’জনকেই দিন। মা হিসেবে ঘর থেকেই কিন্তু আপনাকে জেন্ডার ইকুয়ালিটির শিক্ষাটা শুরু করতে হবে। আজকের দিনে এগিয়ে যাওয়ার জন্য এই শিক্ষা থাকা খুব দরকার।

Nandini Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago