গৃহ ও জীবনযাপন

বাথরুমের জল যাওয়ার নেট বা জালি পরিষ্কার চকচকে করার টিপস

প্রায়ই দেখা যায় বাথরুমের জালিতে ময়লা আটকে গেছে, জালি নোংরা হয়ে কালো দেখাচ্ছে, বা জালি থেকে দুর্গন্ধ আসছে। ভয়াবহ অবস্থা তখন হয় যখন জালি দিয়ে পানি সহজে নামতে চায় না। ফলাফল? বাথরুম ভেসে একাকার। বাড়িতে একা থাকুন বা পরিবার নিয়ে, নিশ্চয়ই বাথরুমের এই দুরবস্থা বেশিদিন সহ্য করবেন না।

যদি অতিথির চোখে বাথরুমের এই বেগড়বাই অবস্থা ধরে পড়ে তখন? চিন্তার কোন কারণ নেই, আপনার এবং আপনার বাথরুমের মানসম্মান বাঁচানোর জন্য আজকে নিয়ে এসেছি বাথরুমের জল যাওয়ার নেট বা জালি পরিষ্কার চকচকে করার টিপস। 

১. ড্রেইন ক্লিনারঃ

বাথরুমের জালি পরিষ্কার করার জন্য ড্রেইন ক্লিনার কিনতে পাওয়া যায়। অ্যালকালাইন-বেইজড এই ক্লিনারে থাকে সোডিয়াম হাইড্রক্সাইড সহ আরো নানা ধরণের রাসায়নিক পদার্থ। এই কেমিক্যালগুলো হিটের মাধ্যমে জালির ও ড্রেনের ময়লা গলিয়ে ফেলে। 

যদি কমার্শিয়াল ড্রেইন ক্লিনার দিয়ে জালি পরিষ্কার করতে চান, তাহলে ব্যবহারের আগে অবশ্যই নির্দেশিকাটি ভালো করে পড়ে নিবেন। প্যাকেটের গায়ে ব্যবহারবিধি লেখা থাকবে। আর ক্লিনার ব্যবহারের আগে অবশ্যই প্রোটেকটিভ আই গ্লাস আর গ্লাভস পড়ে নিবেন। 

কেমিক্যাল-বেইজড ড্রেন ক্লিনার দ্রুত ময়লা পরিষ্কার করে কিন্তু সেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। অন্যদিকে এনজাইম-বেইজড ক্লিনার পরিবেশবান্ধব এবং ড্রেইন পাইপের ক্ষতি করে না। কিন্তু এটি জালিতে লেগে থাকা ময়লা পরিষ্কার করতে সময় নেয়৷ 

২. DIY ড্রেইন ক্লিনারঃ 

সাবান-শ্যাম্পুর ফেনা, চুল, খরজলের উপাদান জালির ছিদ্রে জমে যাওয়া আটকাতে ঘরেই বানিয়ে নিতে পারেন ড্রেইন ক্লিনার। নিচের স্টেপগুলো ফলো করুন। 

স্টেপ ১  

বাথরুম শুকনো করে নিন। অন্তত দুই-তিন ঘন্টা বাথরুমে ফ্যান চালিয়ে রাখুন এবং ভেন্টিলেটর খুলে রাখুন। সম্ভব হলে যে বাথরুমটি পরিষ্কার করবেন সেটি পুরো একদিন ব্যবহার করা বন্ধ রাখুন। 

স্টেপ ২ 

হাতে গ্লাভস ও মুখে মাস্ক পড়ে নিন। 

স্টেপ ৩ 

একটি ৬ ইঞ্চি সাইজের লোহার তার নিয়ে এর এক প্রান্ত বাঁকিয়ে গোল আংটার মতো করে নিন। এই আংটা জালিতে আটকে থাকা চুল, সুতা টেনে বের করতে সাহায্য করবে। তবে তার এমন মোটা হতে হবে যাতে ছিদ্রে অনায়াসে ঢোকানো যায়। জালির ছিদ্র যদি বেশি ছোট হয় তাহলে চিকন লোহার তার নিতে হবে।

স্টেপ ৪ 

এবারে লোহার তার দিয়ে আটকে থাকা চুল টেনে উপরের দিকে তুলে আনুন। ভুলেও চুল ঠেলে জালির ভিতরে ফেলবেন না। টয়লেট বা কমোডেও ফেলবেন না।  এতে ড্রেইন ব্লকেজের সম্ভাবনা থাকে। তার দিয়ে জালিতে লেগে থাকা সাবান বা স্লাইমও খুঁচিয়ে ক্লিন করতে পারবেন। পুরনো টুথব্রাশ দিয়ে ঘষলে বেশি ভালো হয়। সব ময়লা পলিথিন ভরে মুখ আটকে ডাস্টবিনে ফেলে দিন। 

স্টেপ ৫ 

১ কাপ বেকিং সোডা জালিতে ঢেলে সাথে সাথে ১ কাপ হোয়াইট ডিস্টিলড ভিনেগার ঢেলে দিন। চাইলে বেকিং সোডা আর ভিনেগার একসাথে মিশিয়ে ঢালতে পারেন। ড্রেইন আটকে থাকলে পানি উপচে জালি দিয়ে এসে বাথরুম ভাসিয়ে ফেলবে। তাই ভিনেগার ও সোডার এই মিক্সচার দরকার। 

স্টেপ ৬ 

একটি পুরনো কাপড় কয়েক ভাঁজ করে নিন। ভিনেগার-সোডা ঢালার পরে জালির মুখ কাপড় দিয়ে ঢেকে ইট দিয়ে চাপা দিয়ে দিন। কারণ সোডা ও ভিনেগার ড্রেইনে যাওয়ার পর বিক্রিয়া করে ময়লাসুদ্ধ উপচে উপরে উঠে আসবে। কাপড় চাপা দিয়ে রাখলে বাথরুম নোংরা হবে না। 

স্টেপ ৭ 

২০ থেকে ৩০ মিনিট পরে কাপড় সরিয়ে ফুটন্ত গরম পানি জালিতে ঢেলে দিন। এতে করে ক্লিনিং  সলিউশন ও ময়লা সুয়ারেজ লাইন দিয়ে বেরিয়ে যাবে। অন্তত চার-পাঁচবার গরম পানি ঢালতে হবে যাতে ময়লা পুরোপুরি নিষ্কাশিত হয়। যদি ড্রেইন পাইপ পিভিসি ম্যাটেরিয়ালের হয় তাহলে ফুটন্ত গরম পানির পরিবর্তে ট্যাপের বা শাওয়ারের গরম জল দিতে হবে। 

৩. ড্রেইন ক্যাচার 

বাথরুমের জালিতে চুল জমলেই বিশ্রী একটা ব্যাপার হয়ে যায়। তাই চুল আটকে বাথরুম ওভারফ্লো হয়ে যাওয়ার আগে জালিতে ড্রেইন ক্যাচার বা হেয়ার ক্যাচার লাগিয়ে নিন। এটি  জালিতে বসে শুধু চুল জমা হওয়া নিয়ন্ত্রণ করবে কিন্তু জালি ক্লগড বা ব্লকড করবে না। তবে প্রতিবার গোসলের পরে ড্রেইন ক্যাচার থেকে চুল সরানো বাধ্যতামূলক। 

হেয়ার ক্যাচার দুই ধরণের আছে। একটি হচ্ছে ইন্টার্নাল হেয়ার ক্যাচার, যেটি জালির মুখে ঢোকানো যায়। আরেকটি হচ্ছে এক্সটার্নাল ক্যাচার, যেটি খুব সহজে জালির উপরে বসানো যায়। এক্সটার্নাল ক্যাচারের দাম কম আর পরিষ্কার করা তুলনামূলকভাবে সহজ। 

৪. প্রসাধনী পাল্টে ফেলুন 

বাথরুমের জালি ব্লক হওয়ার জন্য চুলের পাশাপাশি প্রসাধনীও সমানভাবে দায়ী। কিছু প্রসাধনী আছে যেগুলো জালির ছিদ্রে লেগে জমে থাকে, ড্রেইন ব্লক করে, এবং দুর্গন্ধ ছড়ায়। ওটমিল-বেইজড, এক্সফোলিয়েটিং ম্যাটেরিয়াল, ঘন লোশন জাতীয় সাবান বা বডি ওয়াশ যতটা সম্ভব কম ব্যবহার করবেন। এগুলোও কিন্তু ড্রেইন ক্যাচার দিয়ে ড্রেইনে যাওয়া থেকে আটকানো সম্ভব। পাশাপাশি বারবার জালিতে পানি ঢেলে জালি পরিষ্কার এবং ড্রেইন ব্লক প্রতিরোধ করা যায়। 

৫. DIY ওডর রিমুভার 

সুয়েজ গ্যাস, ব্যাকটেরিয়া, মোল্ড ইত্যাদি কারণে জালি থেকে দুর্গন্ধ আসে। বহুদিন ধরে অব্যবহৃত বাথরুম বা জালিতে জমে থাকা সাবান পানি এই সমস্যা তৈরি করে। ঘরে থাকা উপাদান দিয়ে এই দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সহজেই দূর করতে পারবেন। 

স্টেপ ১ 

জালি খুলে ২ চা চামচ ক্লোরিন ব্লিচ মেশানো পানিতে ১০ মিনিট ডুবিয়ে রাখুন। 

তবে জালিটা যদি স্টেইনলেস স্টিলের হয় তাহলে ভুলেও ব্লিচ করবেন না। মাইল্ড ডিটারজেন্ট মেশানো পানি বা শুধু কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলেও হবে। এরপর স্বাভাবিক পানিতে ধুয়ে নরম শুকনো কাপড় দিয়ে পরে মুছে নিবেন। জালি পরিষ্কার চকচকে দেখাবে। 

ক্রোমিয়াম-প্লেটেড জালির জন্য বেকিং সোডার পেস্ট বা লেবুর রস ব্যবহার করতে পারেন। ১০ মিনিট পরে মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে ফেলবেন। অ্যাব্রেসিভ স্পঞ্জ বা স্ক্রাবার দিয়ে ঘষবেন না। 

স্টেপ ২ 

২ কাপ গরম পানিতে আধা কাপ লিকুইড ক্লোরিন ব্লিচ মিশিয়ে ড্রেইন পাইপে ঢালুন এবং ১ ঘন্টা রেখে দিন। যেহেতু ব্লিচ ব্যবহার করছেন, আগে থেকে মাস্ক ও গ্লাভস পড়ে নেয়া ভালো। 

স্টেপ ৩

বারবার গরম জল ড্রেইনে ঢেলে পরিষ্কার করুন। জালি পুনরায় লাগিয়ে নিন। 

আফরোজ হেলাল

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago