Most-Popular

বাস্তু অনুযায়ী কোন দিকে মাথা রেখে ঘুমোনো উচিত এবং কেন?

উত্তর দিকে মাথা করে শুতে নেই। এই কথাটা বাড়ির বড়দের মুখে কে না শোনেননি। কিন্তু আমরা অনেকেই নেহাতই কুসংস্কার বলে উড়িয়ে দিই বিষয়টা। কিন্তু বাড়ির বড়রা একদিক থেকে এটা ঠিকই বলেন। কি অবাক হচ্ছেন? না, কোন অন্ধ কুসংস্কারে বিশ্বাস করতে বলছি না। আসলে এর রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। আসলে ঠিক কোনদিকে মাথা রেখে ঘুমোলে ভালো, জেনে নেওয়া যাক।

বাস্তু শাস্ত্র মতে ভুল দিকে মাথা করে শুলে জীবনে নানা সমস্যা তো হতেই পারে। সাথে ঘুমের ব্যাঘাতও ঘটে। অন্যদিকে সঠিক দিকে মাথা দিয়ে শুলে, ঘুমও যেমন ভালো হয়, তেমন জীবনও সুন্দর হয়। আবার আর্থিক দিকও সচ্ছল হয়। বিজ্ঞানীরাও বলছেন, আসলে পৃথিবীর উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে দুটি চৌম্বক ক্ষেত্র। এর মধ্যে উত্তর দিকটা চুম্বকের পজিটিভ দিক। আর দক্ষিণ দিকটা চুম্বকের নেগেটিভ দিক। আমাদের শরীরেও থাকে চুম্বক ক্ষেত্র। মাথার দিকে পজিটিভ ও পায়ের দিকে নেগেটিভ ক্ষেত্র। আর চুম্বকের নিয়ম অনুযায়ী, পজিটিভ পোলগুলি পরস্পর পরস্পরকে প্রতিরোধ করে যেটা একদমই ভালো না। আর বিপরীত দিকে সেটা হয় না। তাই উত্তর দিকে মাথা করে শুতে বারণ করা হয়। কিন্তু বাস্ত মতে কোন দিকে মাথা করে ঘুমোনো উচিত দেখুন।

উত্তর দিকে মাথা

বাস্তু মতেও উত্তরদিকে শোয়া একদমই ভালো নয়। কারণ এই দিকে মৃতদেহকে মাথা দিয়ে শোয়ানো হয়। তাই এই দিকটা মাথা দিয়ে শোয়ার ক্ষেত্রে একদমই শুভ নয়। এইদিকে মাথা করে দীর্ঘদিন ঘুমোলে, কোনো বড় রোগব্যাধিতে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে, যেটা সহজে সারবার নয়। আবার এই দিকে মাথা দিয়ে ঘুমোনোর কারণে, জীবনের অনেক ভালো কিছু থেকে বঞ্চিত হতে পারেন।

দক্ষিণ দিকে মাথা

বাস্তু মতে, উত্তরের তুলনায় দক্ষিণ দিকে মাথা করে ঘুমোনো অনেক ভালো। এটা অনেক ক্ষেত্রে শুভও বটে। যেমন, এইদিকে মাথা করে শুলে, সম্পদ, সুখ ও সমৃদ্ধি বাড়ার সম্ভাবনা থাকে এবং ঘুমও ভালো হয়। ঘুমের মান ভালো হয়।

পূর্বদিকে মাথা

বাস্ত মতে, দক্ষিণে মাথা আধ্যাত্মিকতা ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। তাই স্টুডেন্টদের এই দিকে মাথা করে ঘুমোনো ভালো। এতে তাদের মনোযোগ, বুদ্ধি, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। সঙ্গে একটা আধ্যাত্মিক চেতনা প্রকাশ পায়। ভালো মন্দের জ্ঞান হয় যেগুলো ছাত্র জীবনে একান্ত দরকার পড়ে।

পশ্চিমদিকে মাথা

বাস্তু মতে, যারা জীবনে নাম যশ চায় তাদের পশ্চিম দিকে মাথা করে ঘুমোনো উচিত। কারণ এই দিকটি সেই জন্যই। এই দিকে মাথা করে শুলে, নাম, যশ, খ্যাতি, সমৃদ্ধি অর্জন করার সম্ভাবনা থাকে। ব্যক্তি অনেক সম্মানের হয়ে উঠতে পারে সকলের কাছে।

দক্ষিণ পশ্চিম দিকে মাথা

বাস্তু মতে এই দিকটি সবচেয়ে শক্তিশালী দিক ও শুভ দিক। কারণ এই দিকে পজিটিভ শক্তি সঞ্চিত হয়। এটা সবচেয়ে বেশী পজিটিভ শক্তির দিক। তাই এই দিকে মাথা করে শুলে জীবনে পজিটিভিটি বাড়ে। তাই এই দিকটি বাস্তু মতে বেশ শুভ।

তাহলে জেনে গেলেন, বাস্তু মতে কোন কোন দিকগুলি ঘুমোনোর জন্য ভালো। এবার লেখাটি পড়ে আজ থেকেই সঠিক দিকে মাথা দিয়ে ঘুমোতে শুরু করুন। তবে শুধু যে বিভিন্ন দিকে মাথা দিয়ে ঘুমোলেই জীবনে সুখ আসবে তা নয়। জীবনে সুখী থাকতে পরিশ্রম তো অবশ্যই করতে হবে। জীবনকে সেইভাবেই তৈরি করতে হবে। এগুলো জাস্ট আপনাকে সাহায্য করবে মাত্র।

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago