শীতের মরশুম মানেই, একগুচ্ছ বিবাহ অনুষ্ঠান। আর, শীতের বিবাহ অনুষ্ঠান মানেই, প্রচুর পরিমাণ সাজগোজ এবং একটি চমৎকার মেকআপ। আর, এই মেকআপ যদি হয় ঘরে বসে, তাহলে তো কোন কথাই নেই!
হ্যাঁ, আজকে দাশবাস আপনাদেরকে সেই কথাই জানাবে যে, কিভাবে বিয়ের অনুষ্ঠানের বেসিক মেকআপ, কোন পার্লারে না গিয়ে, বাড়িতে বসেই খুব সহজে করা যায়। চলুন তাহলে, কথা না বাড়িয়ে আমরা জেনে নেই, এই বেসিক মেকআপ এর মূল রহস্য।
চোখ-কে আকর্ষণীয় এবং দীপ্তিময় করে তুলতে আইশ্যাডো-এর ভূমিকা অপরিহার্য। পোশাকের সঙ্গে মানানসই করে একটু হাইলাইট করে নিন।
এবার মোটা করে একটু আইলাইনার লাগান। পটল-চেরা চোখ করতে আপনি কাজলের সাহায্য নিতেই পারেন। চোখ দুটোকে মায়াবী করতে ফলস ল্যাশসের সাহায্য নিন। এবার একটু মাস্কারা, ব্যাস !
আই-ব্রো পেন্সিল ব্যবহার করে ভ্রু-র শেপ দিন। হালকা কাজল কিংবা শ্যাডো-বেশ দেখাবে।
উচু নাকের অধিকারিনী হতে, কে না চায় বলুন তো? তবে যাদের নাক একটু নিচু বা চাঁপা, তারাও কিন্তু নিরাশ হবেন না। নাকের দুপাশে ডিপ কালারের ফাউন্ডেশন, হাতের আঙ্গুলের সাহায্যে, উপরের দিক বেস করে মিশিয়ে দিন এবং নাকের ওপরের অংশে হালকা কালারের ফাউন্ডেশন ব্যবহার করুন। কথা দিতে পারি, আপনার নাক কাটা যাবে না।
প্রথমেই, আপনার ঠোট-টি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লিপবাম লাগান এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এবার লিপলাইনার দিয়ে সুন্দর করে ঠোঁটটি এঁকে নিন।ড্রেসের কালার অনুযায়ী লিপস্টিকের কালার পছন্দ করুন। রাতে লিপ-গ্লসও ব্যবহার করতে পারেন।
পুরো মেকওভারি কমপ্লিট হয় ব্লাশনের স্পর্শে। পিচ রঙের ব্লাশন ব্যবহার করুন, ভালোই লাগবে। যদিও বা ব্লাশনের রং নির্ভর করে আপনার পোশাক, লিপস্টিক এবং আইশ্যাডোর ওপরে।
ব্লাশার ব্রাশ দিয়ে, ডিম্বাকৃতি মুখে হাড়ের সব থেকে উঁচু জায়গায়, চৌকোনা মুখে চোয়ালে দুই পাশে এবং গোলাকৃতি মুখে হাড় থেকে গালের উপরের দিকে সঠিকভাবে ব্রাশ করুন। আপনার মেক-আপ রেডি।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
আপনি কি বেসিক মেকাপ শেখান? কোন কোর্স আছে কি? নিজের জন্য শিখতে চাই।
না আমি শেখাই না। দুঃখিত।