ফ্যাশন

বাঙালির ৬টি মূল গহনা যা বিয়েতে পরে

বাঙালির বিয়ে মানেই জমিয়ে খাওয়া দাওয়া,আত্মীয়স্বজন মিলে জমিয়ে আড্ডা, পরনিন্দা পরচর্চা, ভালো ভালো শাড়ি আর গয়নার ফ্যাশন প্যারেড। সেজে এ বলে আমায় দেখ আর ও বলে আমায় দেখ। সব মিলিয়ে যেন জমজমাট বলিউড সিনেমার সেট।

আর এই সবকিছু যাকে ঘিরে সে হলো বিয়ের কনে। তাই বিয়ের রাতে তার সাজগোজ বিশেষ করে গয়নার দিকে কিন্তু সবার নজর থাকে। আপনি যতই টমবয় টাইপ হন আর একেবারে লাজুকলতাটি হন, বিয়ের রাতে গয়নার প্রতি ভালবাসা কিন্তু সবার মনেই প্রবল হয়ে ওঠে।

সামনেই তো বিয়ের মরশুম তাই বলছি এখনো যদি গয়নাগাটি কেনা না হয়ে থাকে তাহলে আজকের লেখাটি পরে ফেলুন। বাঙালির ট্র্যাডিশনাল ৬টি গহনা যা কিন্তু আপনার সাজকে কমপ্লিট করবে তার সন্ধান দেব আমরা।

১. টিকলি

চোখের বালি মুভিতে কনে রূপে ঐশর্য রাই এর সাজ আপনার মনে আছে কি? টায়রা ও টিকলিতে কেমন সুন্দর লাগছিল দেখতে। টায়রা ও টিকলি কিন্তু বাঙালির ট্র্যাডিশনাল গয়না যা বহু যুগ ধরেই বিয়ের সাজের একটি মূল গয়না। আজকাল কিন্তু টায়রা না পরলেও বিয়েতে টিকলি বা মাংটিকা পরা কিন্তু সকলেই পছন্দ করছেন।

২. নথ

এই গহনাটি আজকাল সাংঘাতিক ভাবে প্রচলিত হয়ে পড়েছে। এই নথ ও কিন্তু আগেকার দিনে শুধু বিয়েতেই নয়, বাঙালি বধুরা নিয়মিত বাড়িতেও পরিধান করতেন।এই গহনাটি কিন্তু আপনার সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। প্রাচীন কালে নথের মাপ অনুযায়ী বঙ্গবধুর স্টেটাস মাপা হত। মানে বনেদি এবং সম্ভ্রান্ত বংশের বধুরা বেশ বড় নথ পরিধান করতেন।

৩. ঝুমকো

ঝুমকো ছাড়া বাঙালি বধুটির সাজ কল্পনাও করা যায় না। এই ট্র্যাডিশন কিন্তু এখনো বাঙালির বিয়েতে মেন্টেন করা হয়েছে। মানে এখনো বাঙালি মেয়েরা তাদের বিয়ের সময় কানে ঝুমকো পরতে বেশ পছন্দ করে।

ঝুমকোর মতই কানপাশাও অপর একটি প্রচলিত ট্র্যাডিশনাল গয়না যা বিয়ের সময় মেয়েরা পরতে পছন্দ করে। এখন কিন্তু এই ঝুমকো এবং কানপাশার নানা রকম ভ্যারিয়েশন আপনি আপনার পছন্দমতো পেয়ে যাবেন।

৪. সীতাহার এবং চোকার বা চিক

উফ! এরকম একখানা হার গলায় থাকলে আর কিছুই চাই না। বাঙালি ট্র্যাডিশনাল গয়নার কথা উঠলে সীতাহারকে কোনো মতেই কিন্তু বাদ দেওয়া চলে না। এই সীতাহারও কিন্তু প্রাচীন কালে শ্বশুরবাড়িতে নববধুটির স্টেটাস সিম্বল রূপে ধরা হত। চোকার বা চিক বা কন্ঠহার কিন্তু সীতাহারের মতনই ট্র্যাডিশনাল গয়না। এটিও সাধারণত বিয়ের সময় বিয়ের কনেকে পরতে দেখা যায়।

৫. বালা

কান এবং গলার পর হাতদুটিকে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়ার জন্য যে গয়নাটি মায়েরা প্রাচীন কাল থেকেই বিয়েতে তাদের মেয়ের জন্য বানিয়ে চলছেন তা হলো বালা। সোনার বালা হাতে না পরলে বধুটির হাত দুটি যেন খালি খালি লাগে।

৬. চুড়

শুধু বালা দিয়ে তো আর হাত দুটি ভর্তি করা যায় না। তার জন্য বাঙালির সম্ভারে যে আরেকটি গয়না আছে যা প্রায় সব বিবাহিত মহিলাদের হাতেই নানা অনুষ্ঠানে দেখা যায় তা হলো চুড়।

গয়না কি আর বলে শেষ করা যায়, তাও আবার বিয়ের গয়না। তবে এই ৬টি গয়নায় কিন্তু মূলত বিয়েতে বাঙালি বধুরা সেই প্রাচীনকাল থেকেই নিজেদের সাজিয়ে তুলতে পছন্দ করে থাকেন। আপনার বাড়িতে আপনার প্রিয়জনের যদি বিয়ে থাকে তাহলে এমন একটি গয়না কিন্তু আপনি গিফ্ট করার জন্য কিনে ফেলতে পারেন।

অন্বেষা দত্ত লাহিড়ী

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago