আসছে আসছে করে এত প্ল্যান প্রোগ্রামের পর শেষমেশ আপনার প্রিয় বান্ধবীর জন্মদিনটি এসেই গেল।আর বান্ধবী বলে কথা,তাঁকে একটা দারুণ দেখে ঢাসু গিফট তো আপনার দিতেই হবে।এমনই গিফট,যা দেখে আপনার বান্ধবী চমকেও যাবেন,আর তাঁর মুখের অমন তৃপ্তির হাসিটি দেখে আপনার মনটাও খুশিতে ভরে যাবে!তাই দেখে নিন আপনার বান্ধবীর জন্মদিনে উপহার দেওয়ার জন্য ১৫টি দারুণ গিফটের তালিকা।
দারুণ দেখতে এই ট্রেন্ডি গ্রিন ব্যান্ডের ডিজাইনার ফাঙ্কি লুকের রিস্টওয়াচ আপনার বান্ধবীর হাতে কিন্তু দারুণ মানাবে।বিশেষ করে তিনি যদি একটু হাটকে স্টাইল করতে পছন্দ করেন।দামও কিন্তু কম,ফলে পকেটে টানও পড়বে না তেমন।
দাম ১৭৯/-
দারুণ দেখতে এই ওয়াল ক্লক আপনার বান্ধবীর ঘরের দেওয়ালে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগবে।আর এই ঘড়িটা এমনই দেখতে যে,যে কারুরই পছন্দ হবেই।
দাম ৫৯৫/-
আপনার বান্ধবী কি খুব সাজতে ভালবাসেন?তাহলে নিশ্চিন্তে ল্যাকমের এই ম্যাট লিপ কালার গিফট করতে পারেন।বার্থ ডে গিফট হিসেবে দারুণ একটা লিপস্টিক পেলে তিনি খুব খুশি হবেন নিশ্চয়ই!আর তাছাড়া আপনার বান্ধবীর পছন্দের রঙটি জেনে তো এবার অ্যামাজন থেকে যেটা ইচ্ছে তাঁকে গিফট করতেই পারেন।
দাম ৪৮০/-
অফারে দাম ৩৮২/-
টিবেটান ডিজাইনের এই পেনড্যান্ট আপনার স্টাইলিশ বান্ধবীর জন্য। ক্যাজুয়াল ইন্ডিয়ান ওয়্যারের সাথে কিন্তু এই নেকলেস এবারে দারুণ ইন ফ্যাশনে।তাই তাঁর এই ধরণের সাজে রুচি থাকলে এটা গিফট করতেই পারেন।
দাম ৯০০/-
অফারে দাম ৩৯৯/-
তাঁর যদি জন্মদিন হয় ডিসেম্বরে,তাহলে এই কফি মাগটা কিন্তু বেস্ট অপশন হতে পারে।আর যদি ডিসেম্বর মাসে না হয়,তাহলে মাস অনুযায়ী নাহয় সিলেক্ট করে নিন।অ্যামাজনে তো সবরকমই পাবেন।এরকম একটা দারুণ মেসেজ কফি মাগে দেখে আপনার বান্ধবী আনন্দে গদগদ হবেনই।
দাম ৪৯৯/-
অফারে দাম ২৯৯/-
প্রেমের জায়গা প্যারিস,আর কে না জানে প্রেমের প্রতীক হিসেবে আইফেল টাওয়ারকেও দিব্যি মনে করা হয়।তা আপনি আপনার বান্ধবীকে তাঁর জন্মদিনে প্যারিসে আইফেলের সামনে হাজির না করাতে পারতেই পারেন। কিন্তু আইফেল টাওয়ারের এই দারুণ স্ট্যাচুটা বার্থ ডে গিফট হিসেবে তো দিতেই পারেন।
দাম ২২৯/-
ফাঙ্কি দেখতে মজাদার কফি মাগ।বার্থ ডে গিফট হিসেবে কিন্তু এটা একটা দারুণ চয়েস হতেই পারে।আপনার বাজেটের মধ্যেই অ্যামাজন থেকে পেয়ে যাবেন।
দাম ৬৯৯/-
অফারে দাম ৪৯৯/-
আপনার বান্ধবী কি নিত্য নতুন সাইড ব্যাগ কিনতে ভালবাসেন?এক একটা জামার সাথে তাঁর কি এক একটা ব্যাগ চাই?তাহলে এই ফ্যাশনেবল পার্টি স্লিং ব্যাগটা গিফট করুন তাঁকে।পছন্দের রঙে তো আরামসেই পেয়ে যাবেন।
দাম ১০০০/-
অফারে দাম ৫৯৯/-
টেডি বিয়ার কার না পছন্দের?নিশ্চিন্তে আপনার বান্ধবীকে এই মিষ্টি দেখতে টেডি বিয়ারটা গিফট করে ফেলুন তাই।
দাম ১৬৯০/-
অফারে দাম ৫৪৯/-
বই কিন্তু খুব ভালো একটা বার্থ ডে গিফট হতেই পারে।আর আপনার বান্ধবী যদি বইয়ের পোকা হন,তাহলে তো গিফটটা জমে যেতেই পারে।অ্যামাজন থেকে যেকোনো একটা বই,যা আপনার বান্ধবী বেশ কয়েকদিন ধরেই কিনবেন কিনবেন করছেন,দেখে অর্ডার দিয়ে দিন।তারপর নির্দিষ্ট দিনে গিফট র্যাপ করে তাঁকে দিয়ে দিলেই হবে।
এই গিফট কিন্তু এক্কেবারে ইউনিক গিফট।দেখতেও দারুণ।আর তার সাথে ল্যাম্পের ওপর লেখাটাও দারুণ।তাই বান্ধবীকে চমকে দিতে চাইলে এই নতুন ধরণের গিফট ল্যাম্প গিফট করে ফেলুন।আপনার চয়েসে তিনি খুশি হবেনই।কথা দিচ্ছি।
দাম ১২৯৯/-
অফারে দাম ৯৯৯/-
ডিজাইনার রোজ গোল্ডের এই ক্রিস্ট্যাল ব্রেসলেট আপনি আপনার বান্ধবীর বিশেষ দিনে তাঁকে উপহার দিতে পারেনই।খুবই কিউট দেখতে।
দাম ১৯৯৯/-
অফারে দাম ২৮৫/-
বার্থ ডে গিফট হিসেবে সুন্দর একটা পেন কিন্তু মারকাটারি একটা গিফট হতে পারে।তার ওপর এই পেনের সাথে আপনি একটা ক্যালেন্ডার কি চেনও পেয়ে যাবেন।বাজেটের মধ্যে এই পেন কিনতে অ্যামাজনে অর্ডার দিন আজই।
দাম ৪৯৯/-
অফারে দাম ২৯৯/-
আপনার ছোটবেলার বান্ধবীর কি জন্মদিন?তাহলে তাঁকে এই টাচি মেসেজ ওয়ালা কফি মাগটা গিফট করে ফেলুন অনায়াসে।সুন্দর এই মেসেজটা তাঁর আপনার কাছ থেকে পাওয়া অন্যতম মেমোরেবল অ্যান্ড বেস্ট বার্থ ডে গিফট হবেই।
দাম ১৮৩/-
ভিন্টেজ ক্লাসিক লুকের এই ডিজাইনার ওয়াল ক্লক আপনার বান্ধবীকে কিন্তু সবসময় আপনার কথা মনে করিয়ে দেবে।তাই বাজেটের মধ্যে থাকতে এই ঘড়িটা আপনার পছন্দের জনকে তাঁর বিশেষ দিনে উপহার দিতেই পারেন।
দাম ৫৯৫/-
গোটা অ্যামাজন খুঁজে আপনার বান্ধবীর জন্য বেস্ট বেস্ট গিফট কিন্তু নিয়ে এলাম আমরা।এবার আপনার বাজেট গিফটটা পছন্দ করে তাঁকে বিশেষ দিনে গিফট করার দায়িত্ব কিন্তু আপনার নিজেরই!
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…