আজকাল লাল টুকটুকে বেনারসি ছাড়াও গোলাপি, কমলা, নীল রঙের শাড়ি পাওয়া যায় অনায়সে। নিজের বিয়ে ছাড়া যে বেনারসি পরা যাবে না এমন মাথার দিব্যি কেউ দেয় নি! তাই, আজকের শাড়ির সুন্দর সম্ভার থেকে বেছে নিন নিজের জন্য একটি বেনারসি শাড়ি।
গোলাপি রঙের সোনালী জরির কাজ করা বেনারসি হ্যান্ডলুম ওভেন শাড়ি যেকোনো অকেসানে আপনাকে স্পট লাইটে এনে দেবে। এত গর্জাস শাড়ি যে আলাদা করে হেভি জুয়েলারি পরার প্রয়োজন নেই।
বেনারসি শাড়ি মানেই আভিজাত্যে ভরা একটা অনুভব। আর এই শাড়ির মধ্যে আপনি সেটি পাবেনই। গোটা শাড়ি জুড়ে রয়েছে সোনালী সুতোর কাজ, যা শাড়িটিকে আলাদা উজ্জ্বলতা এনে দিয়েছে।
লাইট কালারের বেনারসির সন্ধানে থাকলে এই শাড়িটি দেখতে মিস করবেন না। এত মিষ্টি রঙের বেনারসি সচরাচর দেখা যায় না। তাই পছন্দ হলে কিনতে দেরি করবেন না।
মহারাষ্ট্রের জনপ্রিয় শাড়ি প্যাঠনি। আর সেই স্টাইলে বানানো এই সুন্দর বেনারসি শাড়ি। যার সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কাজ সকলের পছন্দের। কাপড় কোয়ালিটি খুবই উন্নত মানের। নির্দ্বিধায় কিনতে পারেন।
পীচ নামক একটি ফল আছে। সেই ফলের যে কালার সেই কালারের বেনারসি শাড়ি। পীচ কালার। এই রঙ খুবই আনকমন। শাড়ির আঁচলে সুন্দর লেস ওয়ার্ক করা। এই একই রঙের ব্লাউজ পিস রয়েছে শাড়ির সাথে যা নিজের পছন্দের ব্লাউজ ডিজাইন দেখে বানিয়ে নেওয়া যাবে।
বেনারসি শাড়ি নিয়ে কথা হচ্ছে একটা লাল টুকটুকে বেনারসি না থাকলে কি আর কালেকশান সম্পূর্ণ হয়। তাই আপনাদের জন্য এই শাড়িটি পেশ করলাম। লাল ও সবুজ রঙের সুন্দর মেলবন্ধন রয়েছে পুরো শাড়ি জুড়ে।
এমবয়ডারি ওয়ার্ক করা বেনারসি শাড়ি। ছবির মতই সুন্দর শাড়িটি। কমলা ও নীল রঙের এত সুন্দর শাড়ি সহজে মার্কেটে পাবেন না হলফ করে বলতে পারি।
ওভেন স্টাইল শাড়ি আজকাল সুপার হিট। সেই স্টাইলে বানানো এই বেনারসি শাড়িটি। সিম্পল অথচ ক্লাসি। অকেসানে পরার জন্য পারফেক্ট।
সাউথের ফেমাস শাড়ি কাঞ্জিভরম স্টাইলে বেনারসি পরার ইচ্ছে থাকলে দেখুন এটি। আরও অন্যান্য রঙে পেয়ে যাবেন এই শাড়িটি। তবে আমার এই গোলাপি রঙের বেনারসি শাড়িটি বেশি পছন্দ হয়েছে। রাজরানীর মত দেখতে লাগবে পরলে।
কমলা রঙের ওভেন শাড়ি, যাতে রয়েছে জরির সূক্ষ্ম কাজ। এই শাড়ির আঁচলেও সুন্দর লেস ওয়ার্ক করা। রঙ, শাড়ির কোয়ালিটি সবদিক দিয়ে ১০০% গ্যারান্টি রয়েছে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…