সন্তান ঘরে আসলে আমাদের সবার আগে চিন্তা আসে মাথায় যে, সেই সন্তানের নাম কী রাখা যায়। এখন একটা নতুন ট্রেন্ড হয়েছে। সকলেই প্রায় বাবা-মা’র নামের সঙ্গে একটা মিল রেখে নাম রাখতে চান নিজের ছোট্ট ছেলে বা মেয়েটির।
এখন ধরুন আপনি দেখলেন আপনাদের বাচ্চার নামের প্রথম অক্ষর হচ্ছে ‘চ’। কী কী নাম রাখবেন চ দিয়ে ভাবছেন তো? সব সময়ে যে হাতের কাছে নামের অভিধান থাকবে তা তো নাও হতে পারে। কিন্তু হাতের নাগালে সবও সময়ে পেয়ে যাবেন দাশবাসকে। তাই আর দেরী না করে দেখে নিন আপনাদের জন্য কত্ত সুন্দর সুন্দর নামের তালিকা নিয়ে এসেছি ইংরেজির ‘C’ বাংলার ‘চ’ অক্ষর দিয়ে।
এই নামের অর্থ লক্ষ্মী। লক্ষ্মীর এই নাম আপনাদের জানা ছিল না এটা আমি জানি। কন্যা সন্তান তো লক্ষ্মীরই প্রতীক। তাই মেয়ে হলে চ দিয়ে এই নাম রাখতে পারেন।
চঞ্চরী মানে ভ্রমর। নামটি কিন্তু বেশ নতুন।
আপনারা হয়তো চন্দ্রিমা নামটি শুনেছেন, কিন্তু চন্দ্রিকা নামটা শুনেছেন? আশা করি শোনেননি। এই নামের অর্থ জ্যোৎস্না। আপনার মেয়েও জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে ছড়িয়ে পড়ুক, এমনটা চাইলে এই নাম দিতেই পারেন।
নামটা শুনে একটু আগেকার দিনের মতো মনে হলেও একটা স্মার্ট টাচ আছে কিন্তু। এর অর্থ ছবির মতো সুন্দর।
অর্থ চৈত্রের মতো কোমল। চৈত্র মাস বসন্ত কাল। বসন্তের মতো সুন্দর হোক আপনার সন্তান এই ইচ্ছে নিয়ে এই ছোট্ট সুন্দর নাম রাখতে পারেন।
চকোরী একটি পাখির নাম। বলা হয় চকোর আর চকোরী এই দুই পাখি নাকি শুধু চাঁদের আলো পান করে বেঁচে থাকে। বেশ ইন্টারেস্টিং না ! নামটা কিন্তু অনায়াসে রাখা যায়।
অনেকটা আত্মজার কাছাকাছি নাম। এই নামের অর্থ হল চিত্ত থেকে জাত যে বা যে আপনার মনের খুব কাছে।
নামেই এর অর্থ খুবই স্পষ্ট। চাঁদের মতো স্নিগ্ধ আলো এই নামের অর্থ।
নামটা পরিচিত খানিক হলেও রাখতে পারেন। বেশ সুন্দর এই নাম, অর্থ চাঁদের মতো।
এতোদিন এই নামটি নিতেন একটি বিশেষ আর্ট হিসেবে। এবার আপনার মেয়ের নামও রাখতে পারেন।
চয়ন করে যে বা ফুল তোলে যে সেই হল চয়নিকা। মিষ্টি সরল এই নামটি রাখতে পারেন।
এই নামের অর্থ মনের খুব কাছের বা মনের খুব প্রিয় একজন মানুষ।
এটি খুব সুন্দর নাম। এর অর্থ চলা অর্থাৎ গতি।
যা চিরন্তন সেখান থেকেই এসেছে চিরন্তনী। খুব একটা শোনা যায় না এই নাম।
মানে বলার অপেক্ষা রাখে না। নাম হিসেবে এটি কিন্তু খুব খুব ইউনিক।
এই নামটা কিন্তু বেশ নতুন। এর মানে কি জানেন? চিতাবাঘ। আপনার পুত্র সন্তান বাঘের মতো বলশালী আর ব্যক্তিত্বসম্পন্ন হোক চাইলে এই নামটি অবশ্যই রাখতে পারেন।
এই নামের অর্থ আপনারা সবাই জানেন, প্রদীপ। কিন্তু নামটি খুব একটা কাউকে রাখতে দেখা যায় না। আপনি কিন্তু আপনার ছোট্ট ছেলের নাম রাখতেই পারেন চিরাগ। বেশ উজ্জ্বল একটি নাম।
বৌদ্ধ বিহার বা চৈত্যের কথা আমরা পড়েছি ইতিহাস বইতে। চৈত্য নামটা কেমন বলুন তো! ছোট্ট কিন্তু বেশ ওজনদার না! একটা অদ্ভুত শান্তি আছে নামটার মধ্যে। আপনার ছোট্ট ছেলের নাম এটি রাখতেই পারেন।
এটিও একদম না শোনা একটি নাম। এর অর্থ হল সুন্দর চোখ আছে যার। এই নামটি রেখে কিন্তু আপনি অন্যদের তাক লাগিয়ে দিতে পারেন।
চিন্তা করা শুধু নয়, চিন্তন মানে কোনও সৃজনশীল কথা ভাবা। সৃজনশীলতার সঙ্গে আপনার ছেলের নাম থাকুক চাইলে এই নাম রাখতে পারেন।
চাঁদের মতো প্রভা বা আলো যার, এটিই এই নামের অর্থ।
খুবই সাধারণ নাম কিন্তু সহজ আর স্নিগ্ধ নাম।
প্রাচীন ভারতের একটি বিশেষ দার্শনিক গোষ্ঠী। নামটা কিন্তু বেশ ভারী আর সুন্দর।
প্রাচীন ভারতের এক বিখ্যাত মুনির নাম।
চিকুর মানে আমরা সকলেই জানি, চুল। নাম হিসেবে কিন্তু নতুন।
ভেষজ এক বিশেষ ওষুধ যাকে বলা হয় চূর্ণক। খুব একটা নাম হিসেবে কিন্তু শোনা যায় না।
চক্র যার পাণি বা হাতে, অর্থাৎ বিষ্ণু। আজও কিন্তু নামটা ভালো চলবে।
সমুদ্র আর আকাশের সীমারেখাকে বলে চক্রবাল। একটু কঠিন নাম কিন্তু বেশ জমকালো।
যে নতুন নতুন করে উদ্ভূত হয়, চির নতুন যে। সুন্দর নাম এটি।
এর অর্থ চৈতন্য। আজকের দিনে চৈতন্য নামটি খুব একটা না চললেও চেতন কিন্তু চলতেই পারে।
তাহলে নাম নিয়ে আর কোনও চিন্তা রইল না আপনাদের। বাড়িতে নতুন সদস্যের প্রথম উপহার হোক দাশবাসের বাছাই করে দেওয়া সুন্দর নাম থেকে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…