আপনার মেয়ের নাম নিয়ে সমস্যায় পড়েছেন? হতেই পারে পরিবারের ঐতিহ্য মেনে মেয়ের নামটাও আপনি চাইছেন ‘ব’ দিয়েই হোক। এদিকে চাইছেন ইউনিক কোনো নামও হোক আপনার মেয়ের। আর নিজের মেয়ের নামটা মনপসন্দ না হলে কি চলে বলুন তো!
তাই আজকের আর্টিকলে হদিশ দিলাম ২৫টি ইউনিক নাম যা ‘ব’ বা ‘B’ দিয়ে শুরু।
আপনার মেয়ের এই নামটি রাখতেই পারেন। সংস্কৃত সাহিত্যের বিখ্যাত নায়িকা হলেন বাসবদত্তা।
নামের অর্থ হল পৃথিবী। শুনতেও বেশ সুন্দর। ভেবে দেখতে পারেন।
কে না চায় সন্তান বড় হয়ে বিনয়ী, শান্ত, ভদ্র হোক! এই নামের অর্থ হল বিনয়ান্বিত।
ইতিহাস প্রসিদ্ধ নদীর নাম। নদীর বা ঐতিহাসিক রাজ্যের নামে নাম রাখার রেওয়াজ তো আছেই জানেন। ভেবে দেখুন।
এই নামটিও কিন্তু বেশ। নামের মানে হল তুলসী। পবিত্র এই গাছের নামেও নাম রাখা যেতেই পারে।
এটি একটি প্রাচীন শহরের নাম।
বেশ ইউনিক নাম কিন্তু। এর মানে আত্মহারা।
এই নামের মানে বরণ করা। আপনার সদ্যোজাত সন্তানকে এই নামে বরণ করে নিলে কিন্তু বেশ হয়।
বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে বলুন তো! এই নামটিও তো রাখতে পারেন!
এর মানে লতা। অর্থটি বেশ সুন্দর আর শুনতেও কিন্তু বেশ!
রবীন্দ্র সঙ্গীতে শোনা পরিচিত শব্দ না? অর্থ হল– রজনী বা রাত্রি। এই নামও রাখতে পারেন।
খুব পরিচিত একটি রাগের নাম।আপনার সদ্যোজাত সন্তানকে এই নামেও ডাকতে পারেন।
আপনার সন্তান নিশ্চয় শিক্ষা-দীক্ষায় অনেক এগিয়ে যাবে। এই নামটিরও অর্থ বিদ্যার দেবী সরস্বতী। ভেবে দেখুন।
বিজয়া হল দুর্গার অষ্টশক্তির একটি শক্তি। সুন্দর নাম কিন্তু।
এই নামের মানে অপ্সরা। আপনার কন্যা সন্তানের জন্য উপযুক্ত কিন্তু।
আমাদের সবার এই পছন্দের ঋতুটিই বা নামের তালিকা থেকে বাদ যায় কেন!
এই নামটিও বেশ ইউনিক আর শ্রুতিমধুর। এর অর্থ চিত্র ভান্ড।
একটু ভারী নাম। কিন্তু তাতে কি? এর অর্থ বলা যেতে পারে জয়ী বা জয়শ্রী।
বেশ ইউনিক আর সুন্দর নাম। এর মানে তো বুঝতেই পারছেন– পুজো করা।
ইনি হলেন পুরানে বর্নিত দক্ষের স্ত্রী। নাম হিসেবে এটিও দেখতে পারেন।
বৈশাখ মাসে যদি আপনার সন্তানের জন্ম হয় বা ওই মাসটি যদি আপনার সন্তানের জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই নামটি এক্কেবারে ঠিকঠাক। বৈশাখ মাস অর্থেই এটির ব্যবহার।
প্রাচীন নগর রাজ্য হিসেবে এই নাম ইতিহাসে মেলে। আপনার কন্যার নাম হিসেবেও কিন্তু বেশ মানানসই হতে পারে।
নাম শুনেই বুজতে পারছেন এর মানে আগুনের শিখা। আর শুনতেও বেশ ভালো এই নাম।
এর মানে হল বিজয় পতাকা বা বিজয় ধ্বজা। সদ্যোজাত শিশুটিকে এই নামে ডাকলে কেমন হয়, ভেবে দেখুন।
প্রাচীন নদীর নাম এটি। আপনার কন্যা শিশুর নাম হিসেবে কিন্তু বেশ শ্রতিমধুর।
‘ব’ দিয়ে একগাদা নামের তালিকা আমরা হাজির করলাম আপনার সামনে।দেখুন এর মধ্যে থেকেই হয়তো পেয়ে যাবেন আপনার ছোট্ট সোনার জন্য পছন্দের নামটি।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…