বাতাসে পুজো পুজো গন্ধ বলে দিচ্ছে বাঙ্গালীর সেরা উৎসব প্রায় চৌকাঠে আগত। আজ মহালয়ার সূচনা দিয়ে দেবীপক্ষের শুরু হয়ে গিয়েছে যথারীতি। পুজোর জন্য সেজে উঠছে গোটা বাংলা, সাজতে হবে আমাদেরও। অষ্টমী মানেই পুজোর স্পেশাল দিন। আর এই দিন হয়ে উঠতে হবে অনন্যা।
কিন্তু বাইরের ধুলো, রোদ্দুর, ধোঁয়াতে ত্বকের অবস্থা হয়ে উঠেছে খুব খারাপ? কাজ সামলে পার্লার যাওয়ার সময়টুকুও নেই? চিন্তিত হবেন না, আমাদের রান্নাঘরের তাকেই সাজানো রয়েছে বহুদিনের বিউটি সলিউসান। শুধু মেশান, মাখুন আর ঝলমলে হয়ে উঠুন পুজোর ঠিক আগেই।
মুখের কালো ছোপ আর ট্যান থেকে মুখকে মুক্ত করতে এই প্যাকটির জুরি মেলা ভার। সপ্তাহে তিনদিন ব্যাবহার করলে মুখ উজ্জ্বল হবেই হবে।
উপকরণ
১ টেবিল চামচ বেসন
১ টেবিল চামচ টক দই
১ চা চামচ লেবুর রস
১ চা চামচ হলুদ গুঁড়ো
সমস্ত সামগ্রী একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রেখে দিন ২০ মিনিট।
তারপর অল্প উষ্ণ গরম জলে হাতের হাল্কা চাপে ঘষে তুলে ফেলুন প্যাকটি।
বেসন মুখের নোংরা এবং ডেড স্কিন তুলে দেবে, হলুদ ও দই তুলবে সান ট্যান, দেখবেন একবার ব্যবহারেই মুখ কেমন চকচক করছে।
মুলতানি মাটির ব্যবহার সাজগোজের কাজে বহুযুগ ধরে চলে আসছে । তৈলাক্ততা এবং ব্রণ যাদের সারাবছরের স্কিন প্রবলেম তাদের জন্য মোক্ষম এই ফেস প্যাকটি।
উপকরণ
১ টেবিলচামচ মুলতানি মাটির গুঁড়ো
২ টেবিলচামচ গোলাপ জল
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ চন্দন গুঁড়ো বা বাটা
১ চা চামচ লেবুর রস
সমস্ত উপকরণ ভাল ভাবে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট।
শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাকটি রোজ ব্যবহার করা যেতেই পারে।
তবে যাঁদের ত্বক শুষ্ক তারা লেবুর বদলে ব্যবহার করুন দুধ। মুখ উজ্জ্বল হবার সঙ্গে সঙ্গে ব্রন দূর হবে এই প্যাকে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…