Most-Popular

অনুষ্কা শর্মার বিয়ের মেকাপ টিপস আপনিও ট্রাই করতে পারেন

অনুষ্কা শর্মার বিয়ের ছবি এতদিনে নিশ্চয়ই দেখা হয়ে গেছে? ড্রেস থেকে মেকাপ সবই নিশ্চয়ই খুব ভালোভাবে লক্ষ্য করেছো নিশ্চয়ই। বিশেষ করে বিয়ের দিন অনুষ্কার মেকাপ ছিল চোখে পরার মত। অন্যান্য দিনের থেকে একদম আলাদা। হবে নাই বা কেন অনুষ্কা শর্মা বলে কথা। অনুষ্কার হার্টথ্রব  যে সব ফিমেল ফ্যানরা, অনুষ্কা শর্মার মতই বসতে চলেছ বিয়ের পীড়িতে, মনে মনে তো নিশ্চয়ই ভাবছ, ইস আমাকেও যদি ওই দিন  অনুষ্কা শর্মার  মত এতো সুন্দর লাগে দেখতে! মেকাপটা যদি তার মত করা যেত কি ভালোই না হত ব্যাপারটা। চিন্তা নেই এজন্যই আছে দাশবাস। জীবনের সবচেয়ে স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলতে, রইল অনুষ্কা শর্মার বিয়ের মেকাপ টিপস।

 

স্টেপ ১ঃ মুখ পরিষ্কার  

পারফেক্ট মেকাপের প্রথম শর্ত হল। মুখ পরিষ্কার। আগে মুখ ভালো করে অবশ্যই পরিষ্কার করে নেওয়া দরকার। এটা ছাড়া মেকাপের পারফেক্ট লুকটা কোনোদিনই আসেনা। তাই কোন ভালো কিলঞ্জার দিয়ে মুখ পরিষ্কার করে নিন।

স্টেপ ২ঃ অ্যাই ব্র

এবার মেকাপ শুরু করুণ অ্যাই ব্র দিয়ে। এক্ষেত্রে ব্যবহার করুণ অ্যাই ব্র ব্রাশ। প্রথমে অ্যাইস্যাডো বক্স থেকে ডার্ক গ্রে বা ব্ল্যাক অ্যাইসড রঙটা নিয়ে সেটা দিয়ে হাইলাইট করে নিতে হবে।অ্যাইস্যাডো বক্সে যে অ্যাইস্যাডো ব্রাশ আছে সেটা দিয়ে অ্যাই ব্র তে লাগান। আরপর অ্যাই ব্র হাইলাইট করুণ অ্যাই ব্র জেল দিয়ে। জেল অ্যাই ব্র কে একদম ঠিক ভাবে সেট রাখবে। ব্রাশে জেল দিয়ে ব্রাশ দিয়ে অ্যাই ব্র কম্বিং করে নিন।

স্টেপ ৩ঃ প্রাইমার

বিয়ের দিন পর পর নানা নানা নিয়ম। তাই অনেকটা সময়ের ব্যাপার। আর এজন্যই মেকাপকে মুখে অনেকক্ষণ ধরে রাখও খুব দরকার। মেকাপ একটু উঠে গেলে কিন্তু দেখতে বাজে লাগবে। তাই প্রাইমার লাগিয়ে নিন প্রথমে যেটা মেকাপকে অনেকক্ষণ পর্যন্ত ঠিক রাখবে।

স্টেপ ৪ঃ কন্সিলার

ক্রিম কন্সিলার হলে, ব্রাশে করে নিয়ে প্রথমে অ্যাই ব্র এর চারপাশে লাগাতে হবে। মানে অ্যাই ব্র এর ওপরে ও নীচে।স্টিক কন্সিলার হলেও অসুবিধা নেই, সেটা দিয়ে অ্যাই ব্র এর এপাশ থেকে ওপাশে প্রথমে লাইন টেনে নিন। তারপর আসতে আসতে ব্লেণ্ড করে দিন মেকাপ স্পঞ্জ দিয়ে। তারপর মুখের সমস্ত দিকে কন্সিলার লাগিয়ে নিন। নিজের স্কিন টোন অনুযায়ী কন্সিলার আগে লাগিয়ে নিতে হবে।

স্টেপ ৫ঃ  ফাউণ্ডেশন

এবার ফাইণ্ডেশন। নিজের ক্সিন টোনের সাথে ম্যাচ করছে এরম শেড দরকার। অনুষ্কা শর্মার মেকাপে  এখানে দুটো শেড ব্যবহার করা হয়েছে। প্রথমে হালকা শেড ফাউণ্ডেশন দিয়ে পুরো মুখে ভালো করে কভার করা হয়েছে। তারপর একটু ডার্ক শেড ফাউণ্ডশন। ডার্ক শেডটা কিন্তু পুরো মুখে নয়, মুখের কিছু অংশে হাইলাইট করতে হবে। যেমন গালের পিছন দিকটা করে। আর কপালের দুপাশে এবং একদম ওপরে। মানে হেয়ার লাইনের ঠিক নীচটায় জাস্ট হালকা করে ডার্ক শেডটা ব্যবহার করা হয়েছে। ডার্ক শেড কিন্তু খুব বেশি ভালো লাগবে না। জাস্ট ব্রাইট লুকটাকে আরও ফুটিয়ে তোলার জন্য ডার্ক শেডটা লাগাবেন।

স্টেপ ৬ঃ অ্যাইস্যাডো

চোখের তলায় একটু কন্সিলার লাগিয়ে নিতে হবে।চোখের তলার কালো ভাবকে একদম দূর করার জন্য।এবং চোখের ওপরের পাতায়, যেখানে অ্যাইস্যাডো পড়বে সেখানেও একটু কন্সিলার লাগিয়ে নিতে হবে। এতে চোখের ওপরের পাতায় একদম কালো ভাব থাকবে না। কারণ ওই পিঙ্ক রসি গ্লো ফুটিয়ে তুলতে কিন্তু চোখে কালো ভাব থাকলে চলবে না। কন্সিলার সব দিকে ভালো ভাবে লাগিয়ে, এবার ট্রান্সুলেন্ট পাউডার দিয়ে কন্সিলারকে ভালো ভাবে বসিয়ে নিতে হবে। চোখের ওপরের পাতায়ও ট্রান্সুলেন্ট পাউডার দিয়ে কন্সিলার বসিয়ে দিন ভালো করে। এবার অ্যাইস্যডো লাগানোর পালা। এক্ষেত্রে একদম হালকা পিঙ্ক অ্যাইস্যাডো পুরো চোখে লাগিয়ে ফেলতে হবে। তারপর হালকা ব্রাউন শেড চোখের পাতার একদম ওপরে, মানে অ্যাই ব্র এর ঠিক নীচে হালকা করে। এটা শুধু ওইটুকু অংশে লাগাবেন, পুরো চোখে কিন্তু নয়।

স্টেপ ৭ঃ ট্রান্সুলেন্ট পাউডার  

এবার ট্রান্সুলেন্ট পাউডার পুরো মুখে কভার করে ফেলতে হবে। এতে একটু সোনালী চকচকে আভাও আসবে, আবার এটা ফাউণ্ডেশন আর কন্সিলারকে মুখে ভালোভাবে বসতে সাহায্য করবে। এরপর ব্লাশন। ওইদিন একটু ব্লাশ তো করতেই হবে। গালে কিন্তু পিঙ্ক গ্লো ফুটে উঠেছে। তাই হালকা পিঙ্ক শেড। রসি পিঙ্ক ধরনের শেড মানাবে। অনুষ্কা শর্মার মত পিঙ্ক গ্লো আনতে।

স্টেপ ৮: অ্যাই পেনসিল

এবার গাঢ় ব্ল্যাক অ্যাই পেনসিল দিয়ে পুরো চোখ কভার করে ফেলতে হবে। অনুষ্কা শর্মার মেকাপে ব্ল্যাক অ্যাই পেনসিল দিয়েই পুরো চোখটা কভার করা হয়েছে। চোখের ওপরের পাতায় ও নীচের পাতায় ব্ল্যাক অ্যাই পেনসিলকে কাজে লাগানো হয়েছে। পেনসিলের পর এবার ব্ল্যাক অ্যাইসডো। ব্ল্যাক অ্যাইসডো দিয়ে চোখের নীচের লাইনে, মানে কাজল পরার জায়গায় হাইলাইট করা হয়েছে। তারপর ট্রান্সুলেন্ট পাউডার জাস্ট একটু নিয়ে,ভুরুর শেষের অংশে লাগানো হয়েছে।

স্টেপ ৯: মাস্কারা

মাস্কারা ওপরের পাতায় ঘন করে, এবং নীচের পাতায় হালকা করে লাগাতে হবে।

স্টেপ ১০: লিপস্টিক

লিপস্টিকের ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়েছে ন্যুড শেড। প্রথমে ঠোঁটে লিপবাম বা ভিটামিন ই ওয়েল লাগিয়ে নিন। তারপর ন্যুড শেড লিপস্টিক লাগিয়ে নিন। তারপর লাগিয়ে নিন ন্যুড পিঙ্ক লিপ গ্লস। ব্যাস সাজ রেডি। তাহলে অনুষ্কার মত সাজতে রেডি তো? ব্যাস এই স্টেপ গুলো পর পর মেনে সেজে ফেলো।

 

 

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago