শহুরে জীবনে আমাদের প্রতিদিন একরাশ ধোঁয়া-ধুলো বালি নিয়েই দিন কাটাতে হয়। যার ফলে ত্বক ও চুল তার স্বাভাবিক জেল্লা হারায়। দিনে দিনে পরিস্থিতি এতটাই জটিল হয়ে যাচ্ছে যে, আপনি চাইলেও দূষণকে এড়াতে পারবেন না।
জানলে অবাক হবেন, দূষণ থেকেই কিন্তু আপনার ত্বক এবং চুলের অধিকাংশ ক্ষতি হয়ে থাকে। তাই সঠিক মেকআপ ও স্কিন কেয়ার টিপস মেনে চললে তবেই চরম দূষণের হাত থেকে ত্বককে বাঁচানো সম্ভব।
১) ত্বকের প্রয়োজন ডিপ ক্লিনজিং
- ত্বকের গভীরে জমে থাকা ধূলিকণা, ক্ষতিকারক সীসা এই সবকিছুই আপনার ত্বকের মারাত্মক ক্ষতি করে। এরজন্য ত্বকের প্রয়োজন ডিপ ক্লিনজিং।
- ত্বকের প্রাকৃতিক অয়েল ধরে রাখতে ব্যবহার করুন সালফেট-মুক্ত অ্যালোভেরা অ্যাক্টিভেটেড চারকোল ডিপ পোর ডিটক্স ফেস ওয়াশ। রুক্ষ-শুষ্ক, তৈলাক্ত, কম্বিনেশন স্কিন এবং সাধারন স্কিনের জন্যও এটি প্রযোজ্য।
- অ্যাক্টিভেটেড চারকোল এবং লেবুর খোসার নির্যাস ত্বকে গভীরে ডিটক্সিফাই করতে সাহায্য করে। এর বিশেষ ফর্মুলা ত্বকের গভীর থেকে ধুলো-ময়লা টেনে বের করতে সাহায্য করে।
- পাশাপাশি ডিপ ক্লিংজিং এর জন্য ব্যবহার করতে পারেন পন্ডস পিম্পল কেয়ার ফেস ওয়াশ (অ্যাক্টিভেটেড চারকোল মিশ্রিত), যা খুব মোলায়েমভাবে ত্বকের মৃত কোষগুলিকেও টেনে বের করতে সাহায্য করে।
Buy Here
২) ফেসিয়াল সিরাম
- সিরাম ত্বকের ডিপ নারিশমেন্টের জন্য বিশেষভাবে সাহায্য করে।
- তবে যারা প্রতিদিন বাইরে বেরোন, তাদের কিন্তু নিয়ম করে সিরাম অ্যাপ্লাই করা উচিত।
- আর এরজন্য আদর্শ হল, কায়া অ্যানটক্স ভিটামিন সি ফর্মুলা।
- এটি একটি নন-অয়েলি, জেল বেসড ফর্মুলা, যা, পরিবেশ দূষণের হাট থেকে বাঁচানোর পাশাপাশি ফ্রি ব়্যাডিক্যাল ড্যামেজ এবং ত্বকের কালোভাব দূর করতেও বিশেষভাবে সাহায্য করে।
Buy Here
৩) ডে ক্রিমের যত্ন
- সারাদিন বাইরে কাটানোর জন্য ত্বকের ওপর একটা মোটা ধুলোর আস্তরণ পড়ে। তা দূর করতে একটা ডে-ক্রিম ব্যবহার করা খুবই দরকার।
- ত্বকের ওপর দূষণের প্রভাব কমাতে স্পা অব দ্য ওয়ার্ল্ড জাপানিজ ক্যামেলিয়া ক্রিম ব্যবহার করুন, যা একেবারই চটচটে নয় এবং যা খুব সহজেই ত্বকের গভীরে মিশে গিয়ে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
- তবে পিকনিক বা অন্য কোনও আউটিং-এ বেরোনোর সময়, যখন ত্বক সারাদিন দূষণের সম্মুখীন হবে, তখন ল্যাকমে নাইন টু ফাইভ ন্যাচরাল ডে ক্রিম এস পি এফ ২০ ব্যবহার করুন।
- অ্যালো নির্যাস সমৃদ্ধ এই ডে-ক্রিম ত্বককে দূষণের সঙ্গে লড়াই করতে বিশেষ এবং ত্বককে ডিহাইড্রেট রাখতে বিশেষভাবে সাহায্য করে।
Buy Here
৪) শীট মাস্ক হয়ে উঠুক ঢাল
- আপনি যদি ত্বকের যত্ন নেওয়ার ব্যপারে খুব অলস হন, তাহলে শীট মাস্ক আপনার জন্য আদর্শ।
- দূষণ প্রতিরোধ করতে ব্যবহার করুন ডিয়ার প্যাকার হোম রেমিডি মাস্ক- চারকোল পাউডার, অ্যানিস অয়েল, বেসিল অয়েল সমৃদ্ধ এই মাস্ক ত্বকের মধ্যে জমে থাকা ধূলিকণা চুম্বকের মতো টেনে বের করে ত্বককে গভীরে পুষ্টি যোগাতে সাহায্য করে।
- কোনও বাহ্যিক বর্ণ, গন্ধ এবং অন্যান্য মারাত্মক কেমিকেল বর্জিত এই শীট মাস্ক ত্বকের ওপর দূষণের প্রভাবকেও হ্রাস করে এবং তাৎক্ষণিকভাবে ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে।
৫) দূষণ রোধে সানস্ক্রিন
Buy Here
- যেকোনও যানবাহনের দূষণ ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই বাইক হোক বা চার চাকার গাড়ি, বা বাসে-ট্রামে যাতেই যাতায়াত করুন না কেন, দূষণের হাত থেকে বাঁচতে টুপি, স্কার্ফ কোনওটাই যথেষ্ট নয়।
- তাই প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে ল্যাকমে সান এক্সপার্ট আলট্রা ম্যাট এসপিএফ ৫০ পিএ +++ ব্যবহার করুন।
- এটি পরিবেশের দূষণের পাশাপাশি সূর্যের অতিবেগুনী রশ্মিকে রুখতে সাহায্য করে।
- যার ফলে আপনার ত্বক থাকবে ড্যামেজ-ফ্রি। প্রসঙ্গত, এই সানস্ক্রিনটি নন-স্টিকি ফর্মুলা মেনে তৈরি, যা ত্বকের ওপর ব্যবহার করলে ত্বক চটচট করে না।
- সেইসঙ্গে আপনার মুখে একটা ম্যাট ফিনিশিং লুক দেয়।