কলকাতা

টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের জার্নি

হইচই এ ব্যোমকেশের হাত ধরে অনির্বাণ ভট্টাচার্য এখন প্রতিটি টিনএজের হার্টথ্রব বলা চলে। ব্যোমকেশ বক্সির চরিত্রে যিনি এখন ওয়েব দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছেন। যদিও এর আগে তাকে আমরা অনেক ছবিতেই দেখেছি, কিন্তু ওয়েব দুনিয়ায় এখন ব্যোমকেশের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্যর জনপ্রিয়তা সবকিছুকে ছাপিয়ে গেছে বলাই বাহুল্য।

সেই নাটকের মঞ্চ থেকে আজ টলিউডের প্রথম সারিতে। প্রত্যেক মুঠোফোনে। কীভাবে শুরু হয়েছিল টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠার জার্নি? চলুন আজ জানি ব্যোমকেশ বক্সির জীবনের কিছু কথা।

স্কুলজীবন

মেদিনীপুরের ছেলে অনির্বাণ ভট্টাচার্যের স্কুল জীবন কাটে সেখানেই। কিন্তু অভিনয়ের প্রতি তার বিশেষ ঝোঁক ছিল, তাই তিনি ২০০৪’এ কলকাতায় চলে আসেন থিয়েটার নিয়ে পড়াশোনা করতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। নাটকে স্নাতকোত্তর করেন এখান থেকেই। ২০০৯সালে তরুণ শিল্পী বৃত্তি পান ভারত সরকারের সাংস্কৃতিক বিভাগ থেকে।

অভিনয় জগতে প্রবেশ

তিনি অভিনয় জগতে প্রবেশ করেন নাটকের মাধ্যমে। ২০০২ থেকে ২০১০ সালের মধ্যে বিভিন্ন মঞ্চ নাটকে তিনি অভিনয় করেন। এরপর বেশ কিছুদিন নাটক পরিচালনাও করেন তিনি।

এই ভাবেই নাটকে কাজ করতে করতে ২০১৫’তে জি বাংলা অরিজিনালসের হাত ধরে সিনেমার জগতে পা রাখেন অনির্বাণ ভট্টাচার্য। ‘কাদের কুলের বউ’, ‘যদি বল হ্যাঁ’ এইসব সিনেমার হাত ধরে শুরু হয় তার যাত্রাপথ।

এরপর ২০১৬’তে অপর্ণা সেনের পরিচালনায় ‘আরশিনগর’ ছবিতে পার্শ্ব চরিত্রে তার অভিনয় সবার নজর কেড়েছিল। তারপরই অরিন্দম শীলের পরিচালনায় ২০১৬তে ‘ঈগলের চোখ’ ছবিতে একদম অন্যরকম একটি চরিত্রে অসাধারণ অভিনয় করে হিট হয়েছিলেন। এই সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য পুরষ্কারও আসে তার ঝুলিতে।

ব্যাস আর ফিরে তাকাতে হয়নি। এই ভাবেই বিভিন্ন ছবিতে অসাধারণ অভিনয় দিয়ে ধীরে ধীরে ক্রমশ টলিউডের অন্যতম ও জনপ্রিয় মুখ হয়ে উঠতে শুরু করেন। উমা, এক যে ছিল রাজা, বিবাহ অভিযান, গুমনামি, দ্বিতীয় পুরুষ সহ তার ঝুলিতে রয়েছে অসংখ্য ছবি। করোনার বছরেও মুক্তি পেয়েছিল ‘ড্রাকুলা স্যার’ সেখানেও মুখ্য চরিত্রে তিনি দর্শকের মন জয় করেছেন।

ওয়েব দুনিয়ায় পা

২০১৭’তে পরিচালক সায়ন্তন ঘোষাল ও সৌমিক চট্টোপাধ্যায়ের হাত ধরে ওয়েব দুনিয়ায় পা রাখেন অনির্বাণ ভট্টাচার্য। এবং প্রথম সিজনেই বাজিমাত করেন। সকলের মন জয় করেন। এরপর প্রতিটা সিজনেই তিনি ব্যোমকেশ বক্সির চরিত্রে তৈরি করেছেন এক আলাদা পরিচয়। ব্যোমকেশ ছাড়াও ‘মানভঞ্জন’ ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। এছাড়াও সামনে মুক্তি পাবে আরও ওয়েব সিরিজ ও ছবি।

গায়কও বটে!

তবে তিনি শুধু অভিনেতা নন। অভিনয় বা পরিচালনার পাশাপাশি তার আরেকটি পরিচয় আছে। সেটা হল তিনি একজন খুব ভালো গায়কও বটে। যদিও এই পরিচয়টা অনেকেরই অজানা।

ইতিমধ্যেই প্লে ব্যাকও করে ফেলেছেন তিনি। ২০১৮তে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘শাহজাহান রিজেন্সি’ ছবিতে তিনি প্লে ব্যাক করেছেন। এই সিনেমার জনপ্রিয় গান “কিচ্ছু চাইনি আমি” গানটিতে কণ্ঠ দিয়েছেন। এছাড়াও ‘ড্রাকুলা স্যার’ ছবিতেও ‘প্রিয়তমা’ গানটিতে তিনি কণ্ঠ দিয়েছেন। এবং প্রশংসাও পেয়েছেন। টিনএজের কাছে আরও আরও বেশী করে জনপ্রিয় হয়ে উঠেছেন।

সম্প্রতি বিয়েও সেরে ফেলেছেন তার বহুদিনের নাট্য বন্ধু মধুরিমা গোস্বামীর সাথে। তাঁদের সুখী দাম্পত্য জীবনের কামনা করি। প্রার্থনা করি এভাবেই অনির্বাণ ভট্টাচার্যকে আমরা আরও নিত্য নতুন বিভিন্ন ভূমিকায় দেখতে পাবো।      

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago