মেকআপ করতে শুরু করেছেন সবে। এমন সময় আয়নার দিকে চোখ পড়তেই মেজাজটা বিগড়ে গেল। ভালো করে মেকআপ করবেন কি,আপনার নাকের ডগায় বা গালের পাশে এই বড় একটা বিচ্ছিরি আঁচিল। উটকো আপদের মতোই!
ভাবুন তো, অ্যাত্তো বড় একটা কালো আঁচিল, তাকে না যায় ঢাকা, না যায় তোলা, ফলে যাই মেকআপ করুন না কেন, যতই চোখকে বা ঠোঁটকে প্রাণপণে হাইলাইট করার চেষ্টা করুন না কেন, সবার নজর কিন্তু আপনার ওই আঁচিলের দিকেই থাকবে।
তার থেকে আসুন আজ জেনে নিই পাঁচটি দারুণ ক্রিমের খবর, যা আপনার আঁচিল সরিয়ে আপনাকে আগের অবস্থায় ফেরত নিয়ে যাবে।
আপনার মুখের বা শরীরের যে কোনো অংশের অবাঞ্ছিত আঁচিলকে যদি তাড়াতাড়ি ভ্যানিশ করতে চান, তাহলে এই ক্রিমের সাহায্য আপনাকে নিতেই হবে। আপনার আঁচিলে যদি এই ক্রিম আপনি লাগাতে শুরু করেন, তাহলে তা কালো থেকে আস্তে আস্তে ধূসর রঙের হতে শুরু করবে, এবং তারপর হালকা হতে হতে মিলিয়ে যাবে।তাছাড়া এই ক্রিম ব্যবহার করলে কোনোরকম ব্যথা বা জ্বালা কিছুই হবে না। দাম হয়তো একটু বেশীই। কিন্তু আঁচিল তাড়ানোর পার্মানেন্ট সলিউশনে এটা কিন্তু এক নম্বর ক্রিম।
আপনার শরীরের যে কোনো অংশের আঁচিলকে যদি ‘নো মোর’করতে চান, তাহলে ‘নেভি নো মোরে’র শরণাপন্ন হয়ে যান। এই ক্রিমের স্পেশাল অরগানিক আর হারবাল উপাদান আপনার আঁচিলকে খুব তাড়াতাড়িই সরাতে পারে। আর শুধু আঁচিল নয়, আপনার মুখে যদি ব্রণর সমস্যা লেগেই থাকে, তাহলেও এই ক্রিম অনায়াসেই ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।
নাম শুনেই বুঝতে পারছেন, এই ক্রিম পুরোপুরি হারবাল উপাদান দিয়ে তৈরি। আর কেমিক্যাল না থাকায় ত্বকের জন্যও ক্ষতিকর নয়। আর এই ক্রিমের বিশেষ ফর্মুলা আপনার আঁচিলকে খুব সহজে আর ৭দিনে তাড়াতে পারে। এই ক্রিম আপনি নিশ্চিন্তে ব্যবহারও করতে পারেন, কারণ কোনো জ্বালা,যন্ত্রণা ছাড়াই এটা আপনার আঁচিল সরাতে পারে। আর এই ক্রিম যদি নিয়ম করে ব্যবহার করতে পারেন, তাহলে ১৫-২০ দিনের মধ্যেই আপনার আঁচিল সমস্যার পার্মানেন্ট সমাধান হবেই। গ্যারান্টি।
অবাঞ্ছিত আঁচিল যদি সহজে তাড়াতে চান, তাহলে এই ক্রিম ব্যবহার করুন। ডারমাটেন্ড খুব তাড়াতাড়ি আর ন্যাচারাল ভাবে আঁচিলকে দূর করে। তবে হ্যাঁ, এই ক্রিম কিন্তু ডাক্তারকে না জিজ্ঞেস করে ব্যবহার করবেন না। আর নিয়ম করে যদি ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আঁচিল কয়েকদিনেই হাওয়া হয়ে গেছে।
আপনার বিচ্ছিরি আঁচিলকে যদি তাড়াতাড়ি দূরে সরাতে চান, তাহলে এই ক্রিম ব্যবহার করুন। এই ক্রিম বিশেষ অরগানিক আর হোমিওপ্যাথি উপাদান দ্বারা তৈরি, যা আঁচিলকে সহজেই ভ্যানিশ করে আর মোটে ৩-৪ সপ্তাহেই আঁচিলের দাগকেও দূর করে। এই ক্রিমটা যে কোনো ধরণের ত্বকেই আপনি ব্যবহার করতে পারেন। আর কোনো ইরিটেশন বা চুলকানিও হয় না।
তাহলে অবাঞ্ছিত আঁচিল যদি আপনার থেকেও থাকে,তাহলে এবার থেকে আর চাপ নেবেন না। ওপরের যে কোনো একটা ক্রিম নিয়ম করে ব্যবহার করুন আর আপনার বিচ্ছিরি আঁচিলকে টাটা বলুন। দেখবেন তারপর নিজেকে কেমন ফুরফুরে লাগছে!
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
Very Good