নিখুঁত, দাগ হীন, ত্বক কোন মানুষ না পেতে চায়! কিন্তু প্রত্যেক সপ্তাহে বিউটিশিয়ানের কাছে দৌড়ানো কোনো মানুষের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না l প্রথমত, সব সময় সময় করে উঠতে পারা যায় না, আর এখন আবার করোনা পরিস্থিতি l তাই বিউটিশিয়ানের কাছে গেলে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা l
আমরা সেই আমাদের ঠাকুমা – দিদিমা দের সময় থেকে ই আলমনড এর উপকারিতা সম্বন্ধে জেনে আসছি l এটি একটি এমন জিনিস যেটি বাজারে খুব সহজেই মেলে l কিন্তু তার আগে আমাদের জানতে ফেস প্যাক জিনিস টা কী? এটি কে আমরা খাই না গায়ে মাখি! আমাদের ত্বক হচ্ছে আমাদের পাঁচটি ইন্দ্রিয় র সব থেকে বড় অর্গান আর এই ত্বক নানা কারণে ক্ষতিগ্রস্ত হয় l
ত্বক ক্ষতিগ্রস্ত হওয়ার প্রধান কারণ ই হল তেল, ধুলো, ময়লা, বালি, প্রভৃতি বায়বীয় উপাদান l যা আমাদের ত্বক এর সঙ্গে মিশে ত্বক কে ক্ষতিগ্রস্ত করে তোলে l সহজ ভাষায় বলতে গেলে ফেস প্যাক হচ্ছে এমন একটি প্রোডাক্ট যা ত্বক এর সমস্ত সমস্যা র সমাধানে খুবই কার্যকরী l এটি ত্বক এর সঙ্গে মিশে ত্বক এর ময়শচারাইজ ভাব কে বজায় রাখতে সাহায্য করে l তার সাথে সাথে আমাদের হারিয়ে যাওয়া রূপ সৌন্দর্য কে ফিরিয়ে আনে l
‘স্কিন টাইপ’ বলে একটা কথা আছে l প্রত্যেক টি মানুষের স্কিন এর ধরণ সাধারণত তিন টাইপ এর হয়ে থাকে l যথাক্রমে – ড্রাই স্কিন, অয়েলি স্কিন, এবং মিক্সড স্কিন l তাই আমাদের এর টাইপ এর উপর নির্ভর করে ফেস প্যাক নির্বাচন করা উচিত বা বাড়িতে বানানো উচিত সারাদিনের সাংসারিক কাজকর্ম ও পরিশ্রমের ফল সব থেকে বেশি পড়ে আমাদের মুখে l
তাছাড়া এখন করোনা আবহে একটানা ‘ ওয়ার্ক ফ্রম হোমকরতে গিয়ে সারাদিন কম্পিউটার, ল্যাপটপ এর সামনে বসে থাকতে হয়, যা আমাদের শরীরে ওবেসিটি আনছে, এবং যথেচ্চাচারে আমাদের ত্বক এর ক্ষতি করছে l এই সমস্ত সমস্যা সমাধানের জন্য আমরা ফেস প্যাক ব্যবহার করতেই পারি l এর মধ্যে থাকা উপাদান গুলি আমাদের ত্বক এর লোমকুপ মধ্য দিয়ে ত্বক এ প্রবেশ করে l ত্বক কে সজীব ও প্রাণবন্ত করে রাখে l মোটামুটি ১০ থেকে ৩০ মিনিট পর্যন্ত এই ফেস প্যাক ত্বক এ লাগিয়ে রাখা হয়l
আলমনড এ প্রচুর পরিমাণে পুষ্টি যুক্ত উপাদান থাকে l যা আমাদের স্কিন কে নারিশ করে ভিটামিন, প্রোটিন ও মিনারেলস দিয়ে l সেই প্রাচীন কাল থেকে মেয়ে রা বরাবর বাদাম ফেস প্যাক এ বিশ্বাসী l এই ফেস প্যাক আমাদের ত্বক কে বুড়োতে দেয় না l আলমনড এর প্রচুর উপকারিতা রয়েছে l এটি বেশ কিছু কসমেটিক প্রোডাক্ট এর কোর উপাদান হিসেবে ও ব্যবহৃত হয় l আসুন তাহলে আজকে আমি আপনাদের আমার এই আর্টিকেল এর মাধ্যমে জানাব আলমনড এর পাঁচ গুরুত্বপূর্ণ ঘরোয়া ফেস প্যাক এর ব্যাপারে l
চার – পাঁচটি আলমনড সামান্য দুধে সারা রাত ধরে ভিজিয়ে রেখে দিন l পরদিন সকালে আলমনড এর খোসা দুধ আর আলমনড এর একটি মিশ্রণ বানিয়ে নিন l দু ঘন্টা র মতোন মুখে লাগিয়ে পরে বসে থাকুন l পরে ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিন l ত্বক এতে বেশ উজ্জ্বল হবে l সপ্তাহে এক থেকে দু বার এই ফেস প্যাক টি ট্রাই করুন, দেখবেন তফাৎ চোখে পড়বে l
তিন – চার টি আলমনড গুঁড়ো করে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে প্যাক তৈরি করে নিনl এবার ওই মিশ্রণটিকে মুখে লাগান l মুখে অন্তত পক্ষে নূন্যতম ভাবে ১০ থেকে ২০ মিনিট রাখতে হবে l এরপর ঠান্ডা জল দিয়ে মুখ টি ভালোভাবে ধুয়ে নিন l ভালো ফল পেতে সপ্তাহে দু বার অন্তত এই মিশ্রণ টি ট্রাই করুন l
যে সমস্ত মেয়ে দের ড্রাই স্কিন, তাদের এই ফেস প্যাক টি কার্যকরী হতে পারে l প্রথমে চার টি আলমনড কে ভালোভাবে বাটবেন l এর সাথে ওটমিল ও দুধ মিশিয়ে নেবেন পরিমাণ অনুযায়ী l মানে মিশ্রণ টা আপনি যতো টা বানাতে চান l এই প্যাক আপনার ডেড সেল গুলো কে সরিয়ে দেয় এবং আপনার স্কিন কে পুষ্টি দেয় l এছাড়া আলমনড এর সাথে কলা দিয়েও আ
আমাদের বয়স বাড়ার সাথে সাথে, আমাদের ত্বক এর ও বয়স বাড়তে শুরু করে l কিন্তু যদি সঠিক সময়ে এই বিষয় টি কে গুরুত্ব দিই, তাহলে আমরা আমাদের স্কিন কে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারব l আগের মতোই কয়েকটি আলমনড কে আগের দিন রাত্রে ভালো ভাবে ভিজিয়ে রাখতে হবে l তারপর পরের দিন এর সঙ্গে অলিভ অয়েল ও দই মেশাবেন l ভালো ফল পেতে এই ফেস প্যাক টি সপ্তাহে দু বার ব্যবহার করুন lপনারা এই প্যাক টি তৈরি করতে পারেন l
এই উপাদান গুলো দিয়ে একটি ফেস প্যাক তৈরি করুন l দারুচিনির গুঁড়ো এক চিমটি দেবেন l এটি আন্টি ব্যাকটেরিয়াল l এটি ত্বক এর নানা সমস্যা র সমাধান করে l
তাহলে আপনারা জানতে পারলেন আলমনড এর পাঁচটি উপকারী ফেস প্যাক সম্পর্কেl এগুলি খুব সহজেই ঘরে তৈরি করা যেতে পারে l এদের মধ্যে কোন ফেস প্যাকটি ব্যবহার করে আপনি উপকৃত হলেন, তা আমাদের অবশ্যই জানাবেন, আমাদের পেইজ এ কমেন্ট করার মাধ্যমে l আপনাদের মূল্যবান মতামত এর অপেক্ষায় রইলাম l লেখা টি পড়ে ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের পেইজ টি ফলো করতে ভুলবেন না l
ভালো থাকবেন, সুস্থ থাকবেন l
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…