Most-Popular

গ্রিক বিশেষজ্ঞদের দাবি ইনিই বিশ্বের সবচেয়ে সুন্দরী, কি রহস্য রয়েছে তাঁর রূপে!

সৌন্দর্যকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? বলা ভাল যে, কে কতকানি সুন্দর তা যদি আপনাকে বিচার করতে দেওয়া হয়, তাহলে কীসের পরিপ্রেক্ষিতে আপনি তার বিচার করবেন? কে কতখানি সুন্দর তার কোনও মাপকাঠি হয় কি? বলা হয় সৌন্দর্য় নির্ভর করে দেখার চোখের ওপর। এর নেপথ্যে কোনও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। আপনিও এতদিন হয়তো তাই জানতেন? ভুল জানতেন!

বিষয়টি নিয়ে ভ্রু কোঁচকালেও এটাই কিন্তু সত্যি। কারণ গ্রিক গণিতবিদরা রীতিমতো অঙ্ক কষে খুঁজে বের করেছেন পৃথিবীর সবচেয়ে সুন্দরীকে। মার্কিন মডেল বেলা হাদিদ-কেই বিশ্বের সবচেয়ে সুন্দরী হিসাবে গণ্য করেছেন তাঁরা। কীসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিলেন তাঁরা।

কেন বেলা হাদিদ?

সম্প্রতি ‘গোল্ডেন রেশিও অব বিউটিফাই প্যারামিটারস’- অনুসারে ভিক্টোরিয়া সিক্রেট মডেল বেলা হাদিদ-এর মুখমণ্ডলই হল সৌন্দর্যের নিখুঁত গঠনের মাপকাঠির একেবারে কাছাকাছি, আর সেই কারণেই বিশেষজ্ঞরা তাঁকেই সবচেয়ে সুন্দরীর খেতাব দিয়েছেন। ‘গোল্ডেন রেশিও অব বিউটিফাই প্যারামিটারস’- অনুসারে মাত্র ২৩ বছরের এই মডেলের মুখের প্রায় ৯৪.৩৫ শতাংশই একেবারে নিখুঁত বলে দাবি করা হয়েছে।

কীসের ভিত্তিতে এই মাপকাঠি নির্ধারণ করা হয় জানেন?

গ্রিক বিশেষজ্ঞরা সৌন্দর্যের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেন, মুখের অনুপাতের ভিত্তিতে একটা পরিমাপ নির্ধারণ করতে পেরেছেন। বিভিন্ন গাণিতিক সূত্র ব্যবহার করে মুখমণ্ডলের বিভিন্ন অংশের অনুপাত নির্ধারণ করেছেন বিশেষজ্ঞরা।

কেন এই মাপকাঠিতে সেরার সেরা নির্বাচিত হয়েছেন বেলা

গ্রিক বিশেষজ্ঞদের পরিমাপের নিরিখে বেলার চেহারা কতখানি নিখুঁত।

ছবি ঋণঃ DAILYMAIL.CO.UK
  • বেলা হাদিদ-এর চেহারায় মুখের আকার-এর নিরিখে ৯৪.৫ শতাংশই নিখুঁত, ৯৭ শতাংশ নিখুঁত তাঁর কপাল।
  • ভ্রুর কাছের অংশের নিরিখে ৮৮ শতাংশ নিখুঁত তিনি, ভ্রুযুগলের জন্য বেলা পেয়েছেন ৮৯ শতাংশ, চোখের অবস্থানের জন্য বেলা পেয়েছেন ৯৭.৬৫ শতাংশ।
  • নাকের দৈর্ঘ এবং প্রস্থের নিরিখে বেলা ৯৩.৪ শতাংশ নিখুঁত। তাঁর নাকের অবস্থান এবং চওড়ার নিরিখে বেলা ৯৫.৮ শতাংশ নিখুঁত পাশপাশি ঠোঁটের জন্য পেয়েছেন ৯৪.১ শতাংশ।
  • আর বাজিমাত করেছেন চিবুকে। কারণ তাঁর চিবুকের ৯৯.৭ শতাংশেই মিল পেয়েছেন বিশেষজ্ঞরা।

বিস্ময়কর এই গবেষণাটি পরিচালনা করেছেন লন্ডনের বিখ্যাত কসমেটিক সার্জন জুলিয়ান ডি সিলভা। তাবড় তাবড় সেলিব্রিটিদের মুখমণ্ডলের গোল্ডেন রেশিও মেপে এই সিদ্ধান্তে আসা গিয়েছে যে, বেলা হাদিদি সৌন্দর্যের নিরিখে সবচেয়ে সুন্দরী।

তবে বেলা হাদিদ ছাড়াও এই পরিমাপের ভিত্তিতে এই তালিকায় জায়গা করে নিয়েছেন আরও কয়েকজন

মুলত তারকাদের মুখমণ্ডলের সৌন্দর্যের নিরিখে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন গায়িকা বিয়ন্সে। সৌন্দর্যের নিরিখে মূল মাপকাঠির তুলনায় তাঁর মুখমণ্ডল ৯২.৪৪ শতাংশ একেবারে নিখুঁত।

তৃতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী অ্যাম্বার্ড হার্ড, তাঁর চেহারা ৯১.৮৫ শতাংশ নিখুঁত।

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন জনপ্রিয় পপ তারকা অ্যারিয়ানা গ্রান্ডে। শতাংশের নিরিখে তাঁর সৌন্দর্যের মান ৯১.৮১।

পঞ্চম স্থানে রয়েছেন আর এক পপতারকা টেলর সুইফট, তাঁর প্রাপ্ত মান ৯১.৬৪ শতাংশ।

৯১.০৫ শতাংশ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছেন ব্রিটিশ মডেল কেট মস।

সপ্তম স্থানে রয়েছেন, হলিউডের বিখ্যাতত অভিনেত্রী স্কারলেট জোহানসন, তাঁর প্রাপ্ত নম্বর ৯০.৯১।

৯০.৫১ শতাংশ নম্বর নিয়ে অষ্টম স্থানে রয়েছেন অভিনেত্রী নাটালি পোর্টম্যান।

নবম স্থানে রয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেটি পেরি, তাঁর প্রাপ্ত মান ৯০.০৮ শতাংশ।

আর দশম স্থানে রয়েছেন মডেল তথা অভিনেত্রী কারা ডেভালিগনে, তাঁর প্রাপ্ত নম্বর ৮৯.৯৯ শতাংশ।

Indrani Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago