Most-Popular

‘অ’ ‘আ’ বা ‘A’ দিয়ে পুত্র সন্তানের নাম

বাড়িতে এসেছে নতুন অতিথি? তাহলে তো এখন তার একটা সুন্দর নাম খোঁজা নিয়ে চলছে তুমুল তোড়জোড়। নাম হতে হবে সুন্দর এবং থাকতে হবে একটা সুন্দর মানে। তাই যেমন তেমন নাম হলে চলবে না। জানি জানি, তাই আজ আমরা সন্ধান দিচ্ছি কিছু অসাধারণ সুন্দর নামের। দেখুন তো একবার চোখ বুলিয়ে,আপনার পছন্দ হয় কিনা।

আরুশ

আরুশ নামের অর্থ হল সূর্যের প্রথম রশ্মি।আপনার সোনাও হবে সূর্যরশ্মির মত তেজি,শক্তিশালী।এই ভাবনা থেকে তার নাম রাখতেই পারেন আরুশ।নামটা কিন্তু একদম আনকমন।

আগমন

বেশ ইউনিক একটা নাম।যেমন নাম তার তেমনই মানে।এর অর্থ আগমন ঘটা।আপনার ছোট্ট সোনার আগমনের সাথে সাথে,বাড়িতে আগমন ঘটেছে হাজারো খুশী ও আনন্দের ।তাই ভেবে দেখতেই পারেন এই নামটা তার জন্য।

অভিনন্দন

একটু বড় নাম পছন্দ?কিন্তু নাম হতে হবে একদম অন্যরকম।তাহলে এই নামটা কিন্তু বেশ যাবে।নামের মধ্যেই রয়েছে তার অর্থ।বেশ সুন্দর নাম কিন্তু,বাড়ির নতুন অতিথিকে অভিনন্দন জানাতে না হয় তার নাম রেখেই দিন অভিনন্দন।

আকর্ষণ

আপনার ছোট্ট সোনার জন্য খুঁজছেন একদম ইউনিক নাম?তাহলে এই নামটা কিন্তু দারুণ।একদম ইউনিক।এর অর্থ যে সবার কাছে আকাঙ্ক্ষিত,আকর্ষণের কেন্দ্রবিন্দু।আপনার সোনা তো সত্যি এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু তাই না?তাহলে হোক না এই ইউনিক নামটা তার জন্য।

অভিসর

এটাও বেশ নতুন ধরণের একটা নাম।এর অর্থ হল সহচর বা সঙ্গী।আপনার সোনাই তো এখন আপনার সবসময়ের সহচর।তাই এই নামটা কিন্তু বেশ ভালোই লাগবে তার জন্য।

আভাস

আভাস নামের অর্থ হল স্পষ্ট প্রকাশ।ছোটোর ওপর বেশ ভালোই নামটি এবং একদম আনকমন।তাই আপনার ছোট্ট সোনার জন্য,এই ছোট্ট নামটি কিন্তু একদম পারফেক্ট হবে।

অনন্য

যেমন সুন্দর নাম,তার তেমনই সুন্দর মানে।এই নামের অর্থ হল যে অদ্বিতীয়।অর্থাৎ সবার থেকে আলাদা।যদি সুন্দর মানে অনুযায়ী নাম রাখতে চান,তাহলে এই নামটি রাখতেই পারেন।

অদীপ্ত

এটাও একটা খুবই ইউনিক নাম।অর্থটাও সুন্দর।এর অর্থ হল চির উজ্জ্বল।আপনার সোনার ভবিষ্যৎ হোক চির উজ্জ্বল।এই কামনায় তার নাম রাখতেই পারেন অদীপ্ত।

অহন

অহন নামের অর্থ হল সূর্যোদয়,সকাল।মেয়েদের নাম অহনা তো অনেক শুনেছেন,কিন্তু ছেলেদের নাম অহন কি শুনেছেন?খুব আনকমন।আনকমন নাম পছন্দ হলে,এটা ভেবে দেখতেই পারেন।

আদর্শ

আপনার ছোট্ট সোনার জন্য এটা কিন্তু দারুণ একটা নাম হতে পারে।কারণ এর অর্থ হল আদর্শবাদী,ন্যায়পরায়ণ।আর এই নামটা সচরাচর শুনতে পাওয়া যাবে না।বেশ ইউনিক।

অভিজ্ঞান

এই নামের অর্থ হল জ্ঞানের ভাণ্ডার।আপনার সোনাও নিজের মধ্যে তৈরি করবে জ্ঞানের ভাণ্ডার।তাই ভেবে দেখতেই পারেন এই নামটির কথা।

অভিহিত

এমন সুন্দর নাম কেউ শুনেছে আগে?অসাধারণ নাম।এর অর্থ সম্বোধন।

অভিনব

এর অর্থ হল যে খুব আধুনিক,ইয়ং,মডার্ন ।আধুনিক চিন্তা সম্পন্ন।

অভীন্দ্র

যেমন ইউনিক নাম,তেমনই সুন্দর অর্থ।এর অর্থ হল স্বর্গের রাজা।

আবিশ্যায়ন

নামটা একটু বড় কিন্তু এর অর্থটা বেশ সুন্দর।এই নামের মানে যে খুব আনন্দময়।যে খুব আনন্দ করতে ভালোবাসে এবং ইউনিক ও বটে।

আভরণ

আপনার ছোট্ট সোনা তো আপনার নয়নের মণি।তাই তার নাম রাখুন আভরণ।কারণ এর অর্থ হল মণি বা রত্ন।

অভিশান

বেশ ইউনিক নাম তাই না?এর অর্থ হল যে খুব চার্মিং।যার মধ্যে কোন জড়তা নেই।

অরণ্য

এর অর্থ বন।নামের মধ্যে একটুকরো সবুজকে পেতে,এই নাম রাখতেই পারেন।যার মধ্যে আছে একটু সবুজের ছোঁয়া।বেশ সুন্দর নাম কিন্তু।

অবিলেশ

এই নামের অর্থ হল ইচ্ছা,স্নেহ।বাড়িতে নিশ্চয়ই সবার স্নেহের পাত্র আপনার সোনা।তাহলে এই নামটা কিন্তু ভেবে দেখতেই পারেন।

অন্বেষ

এর অর্থ হল খোঁজা।বেশ অন্যরকম একটা নাম।ভেবে দেখতেই পারেন আপনার ছেলের জন্য।

তাহলে আপনার পুত্র সন্তানের জন্য অনেক ইউনিক নামের সন্ধান দিয়ে দিলাম।প্রতিটা নামই কিন্তু খুব সুন্দর,এবং আছে সুন্দর অর্থ।এরম আরও অনেক ইউনিক নামের সন্ধান পেতে,সঙ্গে রাখুন দাশবাসকে।

সুস্মিতা দাস ঘোষ

View Comments

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago