Most-Popular

৮টি চমৎকার লিপস্টিক শেডস যা আপনার ব্ল্যাক ড্রেসের সাথে মানানসই

আমাদের সবার আলমারিতে অন্তত একটি ব্ল্যাক ড্রেস নিশ্চয়ই আছে।কারণ আপনার স্কিনটোন যাই হোক না কেন কালো রঙ যে কোনো নারীকে আকর্ষণীয় করে তোলে।শাড়ি হোক বা ওয়ানপিস,সালোয়ার হোক বা ব্ল্যাক টপ সবেতেই এই রঙটি কিন্তু সবসময়েই ফ্যাশনে ইন।তবে কালো রঙের পোশাকের সাথে ম্যাড়মেড়ে সাজ কিন্তু পুরো ব্যাপারটাকেই ভেস্তে দিতে পারে।মেকআপ তো আপনি করবেনই,কিন্তু ঠিক কোন কোন শেডের লিপস্টিক আপনার ব্ল্যাক আউটফিটের সাথে একেবারে মানানসই সেটাও কিন্তু ভালোভাবে জেনে নেওয়া দরকার।আর এই ব্যাপারে আমি তো আছিই আপনাদের হেল্প করার জন্য।তাই আপনার ব্ল্যাক অবতারে সবাই যাতে কুপোকাত হয়ে যায় তার জন্য বিশেষ ৮ টি শেডের লিপস্টিকের সন্ধান পাবেন আজকের আর্টিকেলে।দেরী না করে মোবাইল নিয়ে বসে যান।পছন্দ হলেই অনলাইন অর্ডার দিয়ে দিন।

১.রেড ব্লু আন্ডারটোন 

এই শেডটি হলো ওল্ডস্কুল এবং সব থেকে জনপ্রিয় লিপস্টিক শেড আপনার ব্ল্যাক ড্রেসের জন্য।এটি একই সাথে ক্লাসি এবং সেক্সি লুক এনে দেয়।বিশেষ করে ওয়েসটার্ন আউটফিটের সাথে এই শেড অবশ্যই ট্রাই করুন।

২.নুড শেড

আজকাল চোখ মোহময়ী করে তুলতে স্মোকি আই বিশেষ জনপ্রিয়।এই স্মোকি আই সব থেকে বেশি ভালো মানায় ব্ল্যাক ড্রেসের সাথে,আর এই সাজ কমপ্লিট করতে যে বিশেষ লিপস্টিক শেড সবথেকে বেশি মানানসই তা হলো নুড শেড।আপনি নিজের স্কিনটোন অনুযায়ী নুড শেডটি বাছুন এবং এটি অবশ্যই সংগ্রহ করুন।

৩.ডিপ প্লাম লিপস্টিক

সামনেই শীত আসছে।শীত কালের অনুষ্ঠানের সাজগোজ কিন্তু একটু জমকালো না হলে মানায় না।ব্ল্যাক ফুল নেক সোয়েটার বা উলেন ড্রেসের সাথে একটু ডার্ক মেকআপ আর ডিপ প্লাম লিপস্টিক,আপনার থেকে চোখ ফেরায় এমন দুঃসাহস কিন্তু কারোর হবে না।

৪.টমেটো রেড 

ধরে নিন পছন্দের কালো পোশাকটি পরে কেমন একটু ডাল লাগছে দেখতে।চোখের মেকআপটিও আপনাকে ব্রাইট লুকটি দিতে পারছে না।তখন কিন্তু এই শেড ম্যাজিক দেখাবে।কারণ এর ছোঁয়ায় আপনার অসম্পূর্ণতা পুরোপুরি দূর হবে এবং আপনার পছন্দের পারফেক্ট লুকসটি চলে আসবে।এই শেড খুব কমন এবং যে কোনো ড্রেসের সাথেই কিন্তু বেশ ভালো মানায়।

৫.ফুসিয়া পিঙ্ক 

দিনের বেলাতেও নিশ্চই আপনি বিন্দাস কালো পোশাক পরা পছন্দ করেন।তখন আপনার ড্রেসের সাথে কমপ্লিমেন্ট করার জন্য এই হট পিঙ্ক শেড কিন্তু বেস্ট চয়েস হবে।তবে রাতের বেলাতেও কিন্তু আপনি বিন্দাস এই কালার ট্রাই করতে পারেন,বিশেষ করে নিউইয়ার পার্টিতে ব্ল্যাক ড্রেসের সাথে এই লিপস্টিক শেড আপনার গ্ল্যামার দ্বিগুণ বাড়িয়ে তুলবে।

৬.অরেঞ্জ 

আপনি যদি একটু সাহসী হন তাহলে এই শেড কিন্তু আপনারই জন্য।তবে কলেজ গোয়িং মেয়েদের জন্য এই লিপস্টিক বেশ সুন্দর।কারণ এর একটা বেশ স্পোর্টি লুকস আছে।দিনে ও রাতে দুবেলাই বিন্দাস এই শেড আপনার স্টাইল স্টেটমেন্ট বাড়িয়ে তুলবে।

৭.ব্রাউন

আপনার ভেতরের ওয়াইল্ড,সেক্সি এবং নটি লুকসকে বাইরে নিয়ে আসতে হলে কিন্তু ব্ল্যাক ড্রেসের সাথে এই ওল্ডস্কুল লিপস্টিক শেড আপনাকে সবথেকে বেশি সাহায্য করবে।আপনাকে একই সাথে ক্লাসি এবং সেক্সি লুকস এনে দেবে এই বিশেষ শেড।

৮.রোজ পিঙ্ক

ব্ল্যাক ড্রেস আপনার পছন্দের কিন্তু জমকালো মেকআপ একেবারেই আপনার পছন্দের তালিকায় নয়।সেক্ষেত্রে সোবার ও এলিগেন্ট লুক পেতে আপনার জন্য একেবারে সঠিক চয়েস রোজ পিঙ্ক।এতে একই সাথে আপনার সাজ হয়ে উঠবে গ্ল্যামারাস এবং সোবার।

তাহলে আপনার কাছে এখন লিপস্টিকের অনেক আকর্ষণীয় চয়েস আছে আপনার ব্ল্যাক আউটফিট অবতারকে আকর্ষণীয় করে তোলার জন্য।এই প্রত্যেকটি শেডস আপনি যে কোনো ভালো ব্র্যান্ডের লিপস্টিকে পেয়ে যাবেন।আর অনলাইন স্টোরে ভালো অফারও পেয়ে যাবেন।চাইলে সবগুলিই কিনে ফেলুন।বাধা দিছে কে?কারণ ব্ল্যাক ড্রেস তো অনেক রকম হতে পারে আর মেকআপও সেই অনুযায়ী হতে হবে।সেক্ষেত্রে যে কোনো একটি লিপস্টিক শেডে তো আর কাজ চলবে না।তাই আর দেরী না করে এখনি নিজের মেকআপ বক্সে অন্তত ২-৩টি লিপস্টিক সংগ্রহ করে ফেলুন।

অন্বেষা দত্ত লাহিড়ী

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago