ভিটামিন আমাদের ত্বকের জন্য খুবই দরকারি। এই ভিটামিন যেমন ভিতর থেকে আমাদের ত্বক ভালো করে, রক্ত সঞ্চালন বাড়ায়, তেমনই আমাদের ত্বক উজ্জ্বল করে তোলে। আর ভিটামিনের ক্ষেত্রে ভিটামিন সি হল ত্বকের জন্য সবচেয়ে উপকারী। আমরা তো আমাদের ত্বকের জন্য ক্রিম ব্যবহার করিই। তাহলে এমন ক্রিম ব্যবহার করাই তো ভালো যার মধ্যে ভিটামিন সি আছে। আসুন আজ আপনাদের সেরকমই আটটি ভিটামিন সি সমৃদ্ধ ক্রিমের কথা বলি।
ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ত্বকের জন্য খুবই উপকারী। যদি আপনি মজবুত, সুন্দর আর উজ্জ্বল ত্বক চান তাহলে ভিটামিন সি ব্যবহার করুন। ভিটামিন সি কোলাজেন তৈরি করতে সাহায্য করে। ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখে। ত্বকের ডার্ক স্পট, বলিরেখা এই সব দূর করে। ফ্রি র্যা ডিকেলের প্রভাব থেকেও ত্বককে বাঁচায় ভিটামিন সি। তাই ত্বকের সার্বিক ভালো থাকার জন্য ভিটামিন সি খুবই দরকার।
আপনার স্কিন যতই বয়সের সঙ্গে সঙ্গে চলে ততই তা ময়েশ্চার আর ন্যাচারাল অয়েল ক্ষয় করে। এই ক্রিম খুব তাড়াতাড়ি আপনার স্কিনে ঢুকে যায় আর স্কিন ভিতর থেকে কোমল আর স্মুদ তৈরি করে। এটির মধ্যে ব্যবহার করা হয়েছে হাইঅ্যালিউরোনিক অ্যাসিড আর মূল্যবান তেল যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
ক. এটি খুব হাল্কা।
খ. তাড়াতাড়ি ত্বকে মিশে যায়।
গ. নির্জীব আর বয়সের ছাপ পড়ছে এমন ত্বকের জন্য ভালো।
ঘ. এটি ত্বক ভিতর থেকে মজবুত করে।
এই ক্রিমে আছে ভিটামিন সি আর লেবুর শক্তি। যদি আপনি এতো দিনেও আপনার ত্বকের নির্জীবতা আর ডার্ক স্পট দূর করতে না পারেন, তাহলে এটি সেই কাজ করবে। এটি তাড়াতাড়ি ত্বকে প্রবেশ করে ত্বক উজ্বল করবে, নরম রাখবে আর তাও করবে মাত্র এক সপ্তাহের মধ্যেই।
ক. তাড়াতাড়ি স্কিনে ঢুকে যায়।
খ. এটি খুব হাল্কা হয়।
গ. পোর্সের মুখ বন্ধ করে না।
ঘ. স্কিন আরও উজ্জ্বল করে।
ঙ. এটি টাকার দিক থেকেও সস্তা।
এই ক্রিম খুবই হাল্কা, তেলতেলে নয় আর এস.পি.এফ ১৫ সমৃদ্ধ। এতে আছে ভিটামিন সি আর ডালিমের রস, যা আপনার স্কিন খুব মজবুত করে। এ ছাড়াও এতে আছে শিয়া বাটার আর অ্যালোভেরা যা আপনার ত্বকের পি.এইচ ব্যাল্যান্স ধরে রাখে। ময়েশ্চার ধরে রাখে সারা দিন।
ক. ১০০% প্রাকৃতিক উপাদানে তৈরি।
খ. এতে কোনও রাসায়নিক উপাদান নেই।
গ. ত্বক মোলায়েম রাখে।
ঘ. স্কিন উজ্জ্বল করে।
ঙ. এস.পি.এফ ১৫ আছে।
যদি আপনি আপনার শুষ্ক আর ক্লান্ত চেহারা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যান, তাহলে এই ক্রিম ব্যবহার করুন। এতে থাকা ভিটামিন সি খুব সহজেই আপনার ত্বকের কোষ তৈরি করে ত্বকের প্রাণময়তা ফিরিয়ে আনে। এ ছাড়াও এতে আছে বেরির রস, যা ত্বককে সারাদিন হাইড্রেটেড রাখে।
ক. খুব হাল্কা।
খ. সুন্দর গন্ধ আছে।
গ. পোর্সের মুখ বন্ধ করে না।
ঘ. ত্বক হাইড্রেটেড রাখে।
ঙ. সব ধরণের ত্বকের জন্য ভালো।
এই ক্রিম এমন সব উপাদান দিয়ে তৈরি হয়েছে যা ত্বকে অ্যান্টি অক্সিডেন্ট ক্ষমতা বাড়িয়ে তোলে। এতে থাকা ভিটামিন সি ফাইন লাইন্স, বলিরেখা, ডার্ক স্পট দূর করে। আপনি যদি অর্গানিক ক্রিম খোঁজেন, তাহলে এটি ব্যবহার করুন।
ক. খুবই হাল্কা ক্রিম।
খ. ত্বকের ময়েশ্চার ধরে রাখে।
গ. সবই প্রাকৃতিক উপাদান।
ঘ. এটি চটচটে নয়।
এতে থাকা ভিটামিন সি শুধু ত্বক উজ্জ্বলই করে না, এটি ত্বকের কোষ নতুন করে তৈরি করে। এটি ধরতে পারেন আপনার ত্বকের প্রতিদিনের খাদ্যের মতো। যদি আপনি ডার্ক স্পট, বয়সের ছাপ, নির্জীবতা, অসমান স্কিন টোন এই সব সমস্যার সঙ্গে লড়াই করছেন, তাহলে এই ক্রিম আপনারই জন্য।
ক. এটি খুব ভারী নয়।
খ. তাড়াতাড়ি স্কিনে মিশে যায়।
গ. বয়সের ছাপ পড়তে দেয় না।
ঘ. এতে কোনও কৃত্রিম গন্ধ নেই।
যদি আপনি অনেক দিন ধরে বলিরেখা আর ফাইল লাইন্সের সমস্যায় ভুগে থাকেন, তাহলে এই ক্রিম আপনাকে সাহায্য করবে। এ ছাড়াও যদি আপনার চোখের কোলে কালি, ডার্ক স্পট এই সব হয়ে থাকে তার থেকেও খুব সুন্দর ভাবে এই ক্রিম আপনাকে রেহাই দেয়। যদি আপনি নিয়ম করে এই ক্রিম ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার ত্বক তারুণ্যময়, উজ্জ্বল আর আর্দ্র হয়ে উঠছে।
ক. তাড়াতাড়ি স্কিনে মিশে যায়।
খ. খুবই হাল্কা ব্যবহারের জন্য।
গ. বয়সের ছাপ পড়তে দেয় না।
ঘ. ডার্ক স্পট তুলে দেওয়ার জন্য অনবদ্য।
ঙ. কোলাজেন তৈরিতে সাহায্য করে।
এটিকে বলতে পারেন একটি লুকিয়ে রাখা রত্ন। এটি ভিটামিন আর অ্যান্টি অক্সিডেন্টে পূর্ণ যা আপনার ত্বক ডার্ক স্পট, ফাইন লাইন্স থেকে বাঁচায়। যদি আপনার ত্বক সুপার সেনসিটিভও হয়, তাও এটি আপনার ত্বক ভালো রাখবে। আপনি এটি মেকআপের বেস হিসেবেও ব্যবহার করতে পারেন। আবার নাইট ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারেন।
ক. চটচটে নয়।
খ. ত্বকে তাড়াতাড়ি মিশে যায়।
গ. বলিরেখা কমায়।
এই হল বেস্ট আটটি ক্রিম যা আপনাদের সব রকম ত্বকের সমস্যা থেকে রেহাই দেবে। তাহলে আপনি কোনটা ব্যবহার করছেন? আমাদের জানাবেন কিন্তু।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…