Most-Popular

ত্বকের জন্য আটটি বেস্ট ভিটামিন সি সমৃদ্ধ ফেস ক্রিম

ভিটামিন আমাদের ত্বকের জন্য খুবই দরকারি। এই ভিটামিন যেমন ভিতর থেকে আমাদের ত্বক ভালো করে, রক্ত সঞ্চালন বাড়ায়, তেমনই আমাদের ত্বক উজ্জ্বল করে তোলে। আর ভিটামিনের ক্ষেত্রে ভিটামিন সি হল ত্বকের জন্য সবচেয়ে উপকারী। আমরা তো আমাদের ত্বকের জন্য ক্রিম ব্যবহার করিই। তাহলে এমন ক্রিম ব্যবহার করাই তো ভালো যার মধ্যে ভিটামিন সি আছে। আসুন আজ আপনাদের সেরকমই আটটি ভিটামিন সি সমৃদ্ধ ক্রিমের কথা বলি।

কেন ভিটামিন সি

ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ত্বকের জন্য খুবই উপকারী। যদি আপনি মজবুত, সুন্দর আর উজ্জ্বল ত্বক চান তাহলে ভিটামিন সি ব্যবহার করুন। ভিটামিন সি কোলাজেন তৈরি করতে সাহায্য করে। ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখে। ত্বকের ডার্ক স্পট, বলিরেখা এই সব দূর করে। ফ্রি র্যা ডিকেলের প্রভাব থেকেও ত্বককে বাঁচায় ভিটামিন সি। তাই ত্বকের সার্বিক ভালো থাকার জন্য ভিটামিন সি খুবই দরকার।

১. St. Botanica Anti Aging & Brightening Cream

আপনার স্কিন যতই বয়সের সঙ্গে সঙ্গে চলে ততই তা ময়েশ্চার আর ন্যাচারাল অয়েল ক্ষয় করে। এই ক্রিম খুব তাড়াতাড়ি আপনার স্কিনে ঢুকে যায় আর স্কিন ভিতর থেকে কোমল আর স্মুদ তৈরি করে। এটির মধ্যে ব্যবহার করা হয়েছে হাইঅ্যালিউরোনিক অ্যাসিড আর মূল্যবান তেল যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

উপকারিতাঃ

ক. এটি খুব হাল্কা।

খ. তাড়াতাড়ি ত্বকে মিশে যায়।

গ. নির্জীব আর বয়সের ছাপ পড়ছে এমন ত্বকের জন্য ভালো।

ঘ. এটি ত্বক ভিতর থেকে মজবুত করে।

  Buy

২. Garnier Skin Naturals Light Complete Fairness Serum Cream

এই ক্রিমে আছে ভিটামিন সি আর লেবুর শক্তি। যদি আপনি এতো দিনেও আপনার ত্বকের নির্জীবতা আর ডার্ক স্পট দূর করতে না পারেন, তাহলে এটি সেই কাজ করবে। এটি তাড়াতাড়ি ত্বকে প্রবেশ করে ত্বক উজ্বল করবে, নরম রাখবে আর তাও করবে মাত্র এক সপ্তাহের মধ্যেই।

উপকারিতাঃ

ক. তাড়াতাড়ি স্কিনে ঢুকে যায়।

খ. এটি খুব হাল্কা হয়।

গ. পোর্সের মুখ বন্ধ করে না।

ঘ. স্কিন আরও উজ্জ্বল করে।

ঙ. এটি টাকার দিক থেকেও সস্তা।

  Buy

৩. Blossom Kochhar Aroma Magic Vitamin C Day Cream

এই ক্রিম খুবই হাল্কা, তেলতেলে নয় আর এস.পি.এফ ১৫ সমৃদ্ধ। এতে আছে ভিটামিন সি আর ডালিমের রস, যা আপনার স্কিন খুব মজবুত করে। এ ছাড়াও এতে আছে শিয়া বাটার আর অ্যালোভেরা যা আপনার ত্বকের পি.এইচ ব্যাল্যান্স ধরে রাখে। ময়েশ্চার ধরে রাখে সারা দিন।

উপকারিতাঃ

ক. ১০০% প্রাকৃতিক উপাদানে তৈরি।

খ. এতে কোনও রাসায়নিক উপাদান নেই।

গ. ত্বক মোলায়েম রাখে।

ঘ. স্কিন উজ্জ্বল করে।

ঙ. এস.পি.এফ ১৫ আছে।

  Buy

৪. The Body Shop Vitamin C Glow-Boosting Moisturiser

যদি আপনি আপনার শুষ্ক আর ক্লান্ত চেহারা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যান, তাহলে এই ক্রিম ব্যবহার করুন। এতে থাকা ভিটামিন সি খুব সহজেই আপনার ত্বকের কোষ তৈরি করে ত্বকের প্রাণময়তা ফিরিয়ে আনে। এ ছাড়াও এতে আছে বেরির রস, যা ত্বককে সারাদিন হাইড্রেটেড রাখে।

উপকারিতাঃ

ক. খুব হাল্কা।

খ. সুন্দর গন্ধ আছে।

গ. পোর্সের মুখ বন্ধ করে না।

ঘ. ত্বক হাইড্রেটেড রাখে।

ঙ. সব ধরণের ত্বকের জন্য ভালো।

  Buy

৫. Vya Naturals Vitamin C Moisturiser

এই ক্রিম এমন সব উপাদান দিয়ে তৈরি হয়েছে যা ত্বকে অ্যান্টি অক্সিডেন্ট ক্ষমতা বাড়িয়ে তোলে। এতে থাকা ভিটামিন সি ফাইন লাইন্স, বলিরেখা, ডার্ক স্পট দূর করে। আপনি যদি অর্গানিক ক্রিম খোঁজেন, তাহলে এটি ব্যবহার করুন।

উপকারিতাঃ

ক. খুবই হাল্কা ক্রিম।

খ. ত্বকের ময়েশ্চার ধরে রাখে।

গ. সবই প্রাকৃতিক উপাদান।

ঘ. এটি চটচটে নয়।

  Buy

৬. Clinique Fresh Pressed Daily Booster

এতে থাকা ভিটামিন সি শুধু ত্বক উজ্জ্বলই করে না, এটি ত্বকের কোষ নতুন করে তৈরি করে। এটি ধরতে পারেন আপনার ত্বকের প্রতিদিনের খাদ্যের মতো। যদি আপনি ডার্ক স্পট, বয়সের ছাপ, নির্জীবতা, অসমান স্কিন টোন এই সব সমস্যার সঙ্গে লড়াই করছেন, তাহলে এই ক্রিম আপনারই জন্য।

উপকারিতাঃ

ক. এটি খুব ভারী নয়।

খ. তাড়াতাড়ি স্কিনে মিশে যায়।

গ. বয়সের ছাপ পড়তে দেয় না।

ঘ. এতে কোনও কৃত্রিম গন্ধ নেই।

  Buy

৭. Zenvita Gold Collagen Vitamin C Anti Aging Cream

যদি আপনি অনেক দিন ধরে বলিরেখা আর ফাইল লাইন্সের সমস্যায় ভুগে থাকেন, তাহলে এই ক্রিম আপনাকে সাহায্য করবে। এ ছাড়াও যদি আপনার চোখের কোলে কালি, ডার্ক স্পট এই সব হয়ে থাকে তার থেকেও খুব সুন্দর ভাবে এই ক্রিম আপনাকে রেহাই দেয়। যদি আপনি নিয়ম করে এই ক্রিম ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার ত্বক তারুণ্যময়, উজ্জ্বল আর আর্দ্র হয়ে উঠছে।

উপকারিতাঃ

ক. তাড়াতাড়ি স্কিনে মিশে যায়।

খ. খুবই হাল্কা ব্যবহারের জন্য।

গ. বয়সের ছাপ পড়তে দেয় না।

ঘ. ডার্ক স্পট তুলে দেওয়ার জন্য অনবদ্য।

ঙ. কোলাজেন তৈরিতে সাহায্য করে।

  Buy

৮. GNC Vitamin C Moisturizing Cream

এটিকে বলতে পারেন একটি লুকিয়ে রাখা রত্ন। এটি ভিটামিন আর অ্যান্টি অক্সিডেন্টে পূর্ণ যা আপনার ত্বক ডার্ক স্পট, ফাইন লাইন্স থেকে বাঁচায়। যদি আপনার ত্বক সুপার সেনসিটিভও হয়, তাও এটি আপনার ত্বক ভালো রাখবে। আপনি এটি মেকআপের বেস হিসেবেও ব্যবহার করতে পারেন। আবার নাইট ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারেন।

উপকারিতাঃ

ক. চটচটে নয়।

খ. ত্বকে তাড়াতাড়ি মিশে যায়।

গ. বলিরেখা কমায়।

  Buy

এই হল বেস্ট আটটি ক্রিম যা আপনাদের সব রকম ত্বকের সমস্যা থেকে রেহাই দেবে। তাহলে আপনি কোনটা ব্যবহার করছেন? আমাদের জানাবেন কিন্তু।

Nandini Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago