ভগবান মানুন বা না মানুন সেটা আপনার ব্যক্তিগত পছন্দ। কিন্তু আজ যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো তা সত্যি অবাক হওয়ার মত।
ভারতের সাতটি মহাদেবের মন্দির যার কোনটির অবস্থান উত্তরে আবার কোনটি দক্ষিণে। কিন্তু এক আশ্চর্য মিল রয়েছে এই সবকটি মন্দিরে। যা লোকের মুখের প্রচলিত কথা না, ভারতের মানচিত্রে যার চাক্ষুষ প্রমাণ দেখা যায়।
উত্তরাখন্ডের কেদারনাথ মন্দির সম্পর্কে আপনি অবশ্যই শুনেছেন। তামিলনাড়ুতে অবস্থিত, মহাদেবের অন্য জ্যোতিলিঙ্গ রামেশ্বর মন্দিরে। এই দুটি মন্দিরের দূরত্ব প্রায় ২400 কিমি। দক্ষিণ ভারতের বিখ্যাত পঞ্চভূত স্থল যা ৫টি উপাদান বিশুদ্ধিকরন সমৃদ্ধ পাঁচটি শিবের মন্দির। এই সব প্রাচীন মন্দির হাজার হাজার বছর আগে তৈরি।
কিন্তু আপনি অবাক হবেন যে শিবের এই সাত মন্দিরের দ্রাঘিমাংশ লাইন এক। সহজভাবে বললে, এই সাতটি মন্দির ভারতের ম্যাপে দেখলে একটি সোজা লাইন হয়! এটি একটি অবিশ্বাস্য জিনিস।
সেই যুগের বিজ্ঞান ও প্রযুক্তি আজ আমাদের কল্পনার বাইরে। উপরের ছবিটির দিকে তাকান। হাজার হাজার বছর আগে নির্মিত এই মন্দিরগুলি একে অপরকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত। উত্তরে কেদারনাথ মন্দিরটি হিমালয় পর্বতমালার মাঝখানে অবস্থিত। আর অন্যদিকে রামেশ্বর মন্দিরটি ভারত মহাসাগরের কাছাকাছি। দুটির মধ্যে পঞ্চভূত মন্দির।
সেই সময় কেউ এত সুন্দর পরিকল্পিত ভাবে তাদের নির্মাণ করেছেন, যে তারা সমস্ত একই রেখায় অবস্থিত (79 ° পূর্ব)। মনে রাখবেন – পৃথিবীতে এমন ৩৬০ টি রেখার লাইন রয়েছে!
দক্ষিণ ভারতে অবস্থিত পঞ্চভূত হল পাঁচটি শিব মন্দিরের একটি সংগ্রহ যা প্রতিটি পাঁচটি উপাদানের মধ্যে একটিতে নিবেদিত। পৃথিবী, আকাশ, জল, বাতাস এবং আগুন।
পাঁচটি উপাদান বিশুদ্ধকরণের জন্য এই প্রাচীন মন্দির নির্মিত। প্রত্যেক মন্দিরের নিজস্ব ইতিহাস, আলাদা গল্প আছে। কিন্তু এই পাঁচটি উপাদানের শুদ্ধির জন্য, এই পাঁচটি শিব লিঙ্গ, যা একে অপরের থেকে শত শত কোটি দূরে, একই সমান রেখায় রয়েছে। আশ্চর্যজনক, তাই না?
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…