Fashion

শাড়ি পরার নতুন পাঁচটি স্টাইল উৎসবের মরশুমেঃ বাজিমাতে বলিউড

একই ধরনের শাড়ি পরে ক্লান্ত! বলিউডের নামী অভিনেত্রী ও মডেলদের স্টাইলে শাড়ি পরে হয়ে উঠুন পার্টির মুল আকর্ষণ। বলিউডের কায়দায় শাড়ি পরার পাঁচটি সহজ স্টাইল।

ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যগত পোশাক হল শাড়ি। বর্তমান সময়ে শাড়ি, ঐতিহ্যের পাশাপাশি পশ্চিমী দুনিয়ার ফ্যাশানকেও বহন করছে। ডিজাইনার দ্বারা সর্বাঙ্গে লেবেল করা হয়েছে শাড়িকে ফ্যাশন আন্দোলনে। তা সত্ত্বেও, আমরা প্রায়ই এটাকে সহজ, ঐতিহ্যগত পোশাক মাত্র ভেবে থাকি। শাড়ি বহুদশক ধরে বিকশিত হয়েছে ফ্যাশান দুনিয়ায়। যা আমরা মনে রাখি না।

আসুন দেখেনি ফ্যাশানের দুনিয়ায় শাড়ি পরার কিছু নতুন ঝলক এক নজরে।

১. ধোতি ( Dhoti ) স্টাইল শাড়ি

  • ফ্যাশানের ক্ষেত্রে আমাদের খুব পরিচিত একজন অভিনেত্রী হলেন সোনাম কাপুর। স্টাইলিস শাড়ি পরার ব্যাপারে তিনি খুবই চর্চিত। বিভিন্ন স্টাইলে শাড়ি পরতে তাকে দেখা যায়, যা খুবই সহজ ও আকর্ষণীয়।
  • সাধারণ মানুষ খুব দীর্ঘ সময় নেয়নি এই স্টাইলকে গ্রহন করতে। বিখ্যাত ডিজাইনার তরুণ তাহিলিয়ানি তার ফ্যাশান শো’ এ শাড়ি পরার নানা স্টাইলের মধ্যে এই স্টাইলটি খুবই ব্যবহার করেন।
  • ধোতি শাড়ি পরার জন্য প্রয়োজন আপনার নিয়মিত ব্যবহার করা শাড়ি, বিশেষ করে একটি পাতলা স্বচ্ছ সিল্কের কাপড় বা একটি ঝলমল পাড় দেওয়া একরঙা জর্জেটের কাপড় এবং আঁটসাঁট পোশাক বা স্কিনি প্যান্ট একজোড়া।
  • ব্লাউজ এর পরিবর্তে কপ টপ(Crop top) বা হাই কলারওয়ালা টপ(High collar top) পরুন,যা বেশি ভালো মানাবে। ধতি শাড়ির সাথে হাই হিলস আপনাকে এনে দেবে অসাধারন এক লুক।
  • এই শাড়ি আপনি যেকোন ভারতীয় উৎসবে পরতে পারেন। বিশেষ করে যেকোনো পুজোতে বা দীপাবলীতে।

রেডিমেড ধোতি শাড়ি

আজকাল ফ্যাশান ডিজাইনারদের দৌলতে আপনি রেডিমেড ধোতি স্টাইল শাড়ি পেয়ে যাবেন। কষ্ট করে আপনাকে এই শাড়ি নিজে থেকে পরতে হবে না। একেবারে রেডিমেড। এক মিনিটে শাড়ি পরার সুবিধা রয়েছে এতে।

Buy Here

২. মারমেড (Mermaid) স্টাইল শাড়ি

  • আপনি আপনার শরীরের রেখাচিত্র স্পট করতে চান, তাহলে এই ধরনের শাড়ি আপনার জন্য সঠিক।
  • মাধুরী দীক্ষিতের মত ফ্যাশানেবল অভিনেত্রীর খুবই প্রিয় এই ধরনের শাড়ি।
  • এই ধরনের শাড়ি পরার জন্য একটি জর্জেটের শাড়ি নিন। শাড়ির উপাদান যেন নরম ও উন্নতমানের হয়। এবার স্কাটের মত করে শাড়িটি পরুন। সামনে প্লেটস বা ভাঁজ করার প্রয়োজন নেই।
  • আর হয়ে উঠুন মৎস্যকন্যা।
  • বিয়েবাড়ি, মেহেন্দি,সঙ্গিত ও অন্যান্য অনুষ্ঠানে পরা যেতে পারে।

৩. কয়েলড (Coiled) স্টাইল শাড়ি

  • রেট্র লুক আনতে চাইলে এই ধরনের শাড়ি পরতে পারেন।
  • বলিউডের বিখ্যাত অভিনেত্রী মুমতাজকে এই ধরনের শাড়িতে খুব দেখা যেত।
  • খুব সহজেই এই শাড়ি পরা যায়। এক রঙের একটি শাড়ি নিন, অল্প কয়েকটা প্লেটস বা ভাঁজ করুন। বাকি শাড়িটা গায়ে কয়েক ইঞ্চির গ্যাপে জড়িয়ে নিন। ছবিতে যেমন দেখছেন।
  • এক্ষেত্রে ব্লাউজ স্লিভলেস পরলে আরও গ্ল্যমারাস দেখাবেন।
  • পার্টিতে পরার জন্য একদম পারফেক্ট।

৪. নেক র‍্যাপ (Neck Wrap) স্টাইল শাড়ি

  • আপনার হাতে সময় কম! তাহলে বেছে নিন অল্প সময়ে জলদী শাড়ি পরার এই বিশেষ ধরন।
  • সহজ, আড়ম্বরপূর্ণ ও বিশ্বাসযোগ্য। শাড়িটাকে স্কার্ফের মত করে ঘাড়ের কাছ থেকে পেঁচিয়ে নিন। শাড়ির বাকি অংশ কোমর থেকে জড়িয়ে নিন স্কাটের মত।
  • স্লিভলেস ব্লাউজ এই ধরনের শাড়িতে অন্য মাত্রা এনে দেয়।
  • এই শীতে ফুল স্লিভ উইন্টার জ্যাকেটের সাথে নেক রেপ শাড়ি পরতেই পারেন।
  • নেক রেপ শাড়ি পার্টি বা যেকোনো অনুষ্ঠানে পরুন। আর হয়ে উঠুন আকর্ষণীয়।

৫. দুপাট্টা বা ওড়না (Dupatta) স্টাইল শাড়ি

  • দুপাট্টা স্টাইলে শাড়ি পরা খুবই সহজ ও পরলে অবিকল ডিজাইনার শাড়ির মত দেখতে লাগে। দুপাট্টা অর্থাৎ ওড়না।
  • শাড়ির আঁচল কোমরের এক প্রান্তে ওড়নার মত করে গুঁজে দিতে হয়। শাড়িতে প্লেটস বা ভাঁজ করতে লাগে না। এ ধরনের শাড়ির পাড়ে যত ভারী ডিজাইনের কাজ থাকে দেখতে তত ভালো লাগে।
  • ডিজাইনার ব্লাউজ এক্ষেত্রে সবচেয়ে ভালো।
  • তাই দেরী না করে এই বিয়ের মরসুমে শাড়িকে বদলে দিন এক নতুন স্টাইলে।
  • পার্টি, বিয়েবাড়ি নানা অনুষ্ঠানে পরা যেতে পারে।

এই সব ধরনের শাড়ি পার্টিতে পরার জন্য খুবই সহজ ও অনবদ্য। শীতের এই মরসুমে পার্টিতে উষ্ণতার ছোঁয়া এনে দিতে পারে আপনার শাড়ি। আর সে জন্য নজর দিন নিজের স্টাইলের বিষয়ে। তবে সব সময় মনে রাখবেন শাড়ি পরার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্লাউজ। নিজেকে আকর্ষণীও করতে সচেতন থাকুন নিজের স্টাইলের প্রতি। আর হয়ে উঠুন অনন্যা।

Nandini Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 years ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 years ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 years ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 years ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 years ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 years ago