শাড়ি পরার নানা রকম স্টাইল তো আপনারা জানেনই। দাশবাসের মাধ্যমেই আপনারা জেনেছেন শাড়ি পরার হরেক পদ্ধতি। কিন্তু এবার যদি শাড়িকে শাড়ির মতো না পরে অন্য ড্রেসের মতো পরা যায়! শুনে নিশ্চয়ই বেশ লোভ লাগছে? তাহলে করে ফেলুন দেখি এই ইউনিক এক্সপেরিমেন্টগুলো।
প্রথমে শাড়ির দুটি দিক বুকের ঠিক নিচে এনে গিঁট দিন ঠিক যেমন শাড়ি পরার শুরুতে আপনারা কোমরে এনে গিঁট দেন। এবার শাড়ির যে দুটি দিক বেরিয়ে রইল সেই দুটি দিক এনে বুক কভার করে গলার পাশ দিয়ে পিছন দিকে নিয়ে যান। এবার বুকের কাছে একটা সুন্দর রিবন স্টাইলের কোনও ফিতে দিয়ে শাড়িটা বেঁধে নিন।
তারপর শাড়ির বাকি অংশ ওই রিবনের পিছন দিকে গুঁজে দিন। আর গলার পিছন দিয়ে যে অংশ নিয়ে গিয়েছিলেন সেটা সামনে এনে ঘাড়ের দিকটা একটু মুড়ে মুড়ে দিয়ে পিছনে নিয়ে আবার গিঁট দিয়ে দিন। এভাবে দেখবেন একটা সুন্দর ফুলের তোড়ার মতো শেপ পেয়েছে আপনার শাড়ি।
অফ দ্য শোলডার ড্রেস তো পরেইছেন। কিন্তু শাড়িকে এই ভাবে এর আগে পরেননি। শাড়িটা ঠিক আগের মতোই বুকের কাছে এনে দুটি দিক সামনে করে গিঁট দিতে হবে। তবে এবার শাড়ি বাঁধতে হবে বুকের ওপরে। যে অংশটা নিচে রইল সেটা তুলে নিন। দুটি দিক ওই অংশের ধরে রোল করতে থাকুন।
রোল করা অংশটা বেশ মোটা হয়ে আসলে, মানে শক্ত হয়ে এলে মাঝখান দিয়ে গোল করে ভাঁজ করুন আর গলার পিছন দিয়ে নিয়ে গিয়ে গিঁট দিন। জিনিসিটা আপনার গোলাকে ঘিরে গোল হয়ে থাকবে। এবার ওই অংশটা আস্তে আস্তে নামান কাঁধের খানিক নিচে। দেখবেন অফ দ্য শোলডারের মতো হয়েছে ব্যাপারটা। বুকের কাছে নিচু করে একটা রিবন দিয়ে শাড়িটা সেট করে নিন। ব্যস কমপ্লিট অফ দ্য শোলডার শাড়ি পরা।
এটাও বেশ ইউনিক স্টাইল। প্রথমে শাড়ির একটা দিক কোমরের একদিকে গুঁজুন। আরেকটা দিক আরেক দিকে গুঁজুন। যে অংশটা বাইরে রইল সেটা নিয়ে তার দুদিক ধরে একটা গিঁট দিন। গিঁট দেওয়ার আগে খানিক মুড়িয়ে বা রোল করে নেবেন। এবার এই রোল করা অংশটা বাঁ হাত দিয়ে গলিয়ে নিন। আরেকটা অংশ এভাবে মুড়ে ডান হাত দিয়ে গলিয়ে নিন। কাঁধের দিকে তাহলে দুটো অংশ রইল।
সেখান থেকে খানিক খানিক সামনে বুকের কাছে এনে একটা গিঁট দিন। গিঁট দেওয়ার পর দেখবেন বাঁ দিকে একটা বড় ফাঁকা অংশ তৈরি হচ্ছে শাড়ির। সেই দিকটা ধরে পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনে হাতে এনে রাখুন। এর ফলে দেখবেন আপনার বাম পা হাঁটু থেকে দেখা যাচ্ছে বেশ স্টাইলিশ ভাবে। পার্টিতে এই স্টাইল জাস্ট ফাটাফাটি।
প্রথমে গোল করে একটা রাউন্ড করে নিন কোমর ঘিরে। তারপর যে দিকটা দিয়ে ঘেরা হয়নি সেই দিকটা আস্তে আস্তে গোটা কোমর ঘিরে কুচি করতে থাকুন। সিন্ড্রেলা যেরকম গাউন পরে সেরকম গাউনের মতো দেখতে হবে কুচি করার পর। ভালো করে টাইট করে কুচি করুন। এটাই হল সহজ পদ্ধতি জুপ লং স্টাইল।
এই সহজ টেকনিক ফলো করলে আপনি আপনার পরিচিত মহলে ফ্যাশানিস্তা হয়ে উঠবেনই। আর আপনাকে দেখে আরও অনেকে অনুপ্রাণিত হবেন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…