মুখের চামড়া সবচেয়ে সংবেদনশীল হয়। বাজার চলতি কেমিক্যাল যুক্ত ফেস ওয়াশ ত্বকের ক্ষতি করে। তাই যদি ঘরেই সহজ উপায়ে ঘরোয়া ফেস ওয়াশ তৈরি করে ব্যবহার করা যায় তাহলে ত্বকের জন্য খুবই ভালো।
আজ আমি আপনাদের সাথে তিনটি ঘরোয়া ফেস ওয়াশ বানানোর প্রক্রিয়া শেয়ার করছি। আপনাদের পছন্দ ও সুবিধা মত যেকোনো একটি আপনারা বানিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন।
অনেকেই অরেঞ্জ ফ্লেবারের ফেস ওয়াশ ব্যবহার করতে পছন্দ করেন। তাদের জন্য এই ফেস ওয়াশটি আজ বানানোর পদ্ধতি বলে দেব। এটি ত্বকের খেয়াল রাখে ভিতর থেকে। আর ত্বক করে তোলে উজ্জ্বল ও ফ্রেশ। তাছাড়া কমলা লেবুর মিষ্টি একটা গন্ধ থাকে অনেক্ষন।
নিয়মিত এটি ব্যবহারে মুখ পরিষ্কার থাকবে। পাশাপাশি আপনার ত্বক নরম এবং চকচকে হয়ে উঠবে। মুখের দাগ, সান ট্যান বা ক্রমবর্ধমান বয়সের কারণে পরা ছাপ ধীরে ধীরে সরে যেতে থাকবে।
মুলতানি মাটি ত্বকের জন্য খুবই উপকারি একটি উপাদান। মুলতানি মাটি ব্যবহার করলে ত্বক নানা ভাবে উপকৃত হয়। এ বিষয়ে বিশদে জানতে হলে এখানে ক্লিক করুন → মুলতানি মাটি।
যদি আপনার অয়লি স্কিন হয় তাহলে অবশ্যই ব্রণর সমস্যা মাঝে মধ্যেই দেখা দেয়। এই ফেস ওয়াশ নিয়মিত ব্যবহার করলে আপনার ব্রণ সমস্যা সমধান হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। মুলতানি মাটি মুখের অতিরিক্ত অয়েল শুষে নেয়। লেবু ক্লিঞ্জার হিসেবে কাজ করে। অ্যাসপিরিন ট্যাবলেট স্কিনকে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে।
ডিমে যদি আপনার কোন রকমের অ্যালার্জি থাকে তাহলে এই ফেস ওয়াশটি ব্যবহার করবেন না। উপরের দুটি ফেস ওয়াশ ব্যবহার করবেন।
ডিমের সাদা অংশ ত্বক টানটান রাখার পাশাপাশি উজ্জ্বল করে তোলে। মধু স্কিন নরম করতে সাহায্য করে। লেবু ক্লিঞ্জার হিসেবে কাজ করে ও দাগ দূর করতে সাহায্য করে। নিয়মিত এটি ব্যবহার করলে আপনি দাগহীন উজ্জ্বল মোলায়েম ত্বক পেতে পারেন খুব সহজেই।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
Amr allergy prblm ache.
Ki dhoroner face wash ami bebohar korbo.