২৩টি প্রাকৃতিক বিউটি হ্যাক যা পাল্টে দেবে আপনার জীবন!
আধুনিক জীবনধারণে সময়ের একটা দারুন মূল্য রয়েছে। ক্ষেত্র বিশেষে তাই শর্টকাট দরকার পড়ে হামেশাই। আর তার জন্য হাতের কাছে মুশকিল আসান হলো, হ্যাক।
হ্যাক শব্দটি শুনে যদি আবার কম্পিউটার হ্যাকিং বা ফোন এ তথ্য হাতানোর হাতিয়ার বলে ভাবছেন তবে কিন্তু চরম ভুল করছেন। হ্যাক এর অর্থ হলো শর্টকাট মেথড যা দিয়ে আমাদের নিত্যদিনের কাজের জিনিসের ব্যবহারের সহজ উপায় বাতলে দেওয়া। যা দিয়ে আপনার জীবন হয়ে ওঠে অনায়াস ও সুন্দর। তো চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি ২৩টি এমনি সটাইলিং বিউটি হ্যাক।
১) রাসায়নিকবিহীন শেডস চুলে:
হেয়ারকালার ও ডায়িং তো আমরা বাজার চলতি প্রোডাক্ট দিয়ে করেই থাকি। কিন্তু সেটা যদি এবার হয় আপনার কিচেনের সামগ্রী দিয়েই! একটা বিট নিয়ে ছাকনিতে ঘসে তার রস বের করে তাতে ২টেবিলচামচ অলিভ তেল মিশিয়ে নিন। এবার একটা স্প্রেয়ারে নিয়ে চুলের ডগা ধরে স্প্রে করে নিন।
তারপর চুলটা বানিং করে আধঘন্টা মত শুকোতে দিন ব্যাস তারপরেই দেখবেন কেমন খয়েরি ও পার্পলের মিশেলে এক আন্ডারলেয়ার শেড পেয়ে গিয়েছেন।
২) ফিকে ভ্রূ আর না:
ক্যাজুয়াল বাইরে বেরনো হোক বা অনুষ্ঠান আপনাকে ভ্রু জোড়ার ফিকে ভাব বা পাতলা হওয়া নিশ্চয়ই বিব্রত করে। আর চিন্তা নেই। বাড়িতে থাকা আমন্ড দিয়েই হবে এর সমাধান।
আমন্ডের ছুঁচলো দিকটা আগুনে ভালো করে পুড়িয়ে নিন যতক্ষন না সেটা কালচে হয়ে আসে। সাবধানে করবেন এতে হাত যেন না জ্বলে। এবার পুড়ে যাওয়া দিকটা ধরে পেন্সিল এর মতো করে ভ্রূতে ঘষে লাগিয়ে নিন। দেখবেন অনেক বেশি ডার্ক ও শাইনি লাগবে।
৩) ক্ষতের দাগ ওঠান নিমিষে:
ক্ষত বা ঘা হলে পরে একটা দাগ ছেড়েই যায়। আর সব দাগতো ভালো হয় না। তাই দাগ তোলার জন্য ১টেবিল চামচ মধু, ১টেবিল চামচ দারচিনি গুঁড়ো ও খানিকটা লেবুর রস একসাথে গুলে দাগে লাগান।
১০মিনিট ফেলে রেখে জলে ধুয়ে নিন। নিয়মিত করুন দাগ ভ্যানিশ হবে।
৪) বিয়ার চেঞ্জ করবে গিয়ার:
যদি উস্কো খুস্ক চুলে জট পাকিয়ে আপনার ফ্যাশনের দফারফা হচ্ছে তবে তা নিয়ে ভাববেন না। বিয়ার দাওয়াই আপনার কাজ করবে হাসিল।
একটা পাত্রে একটি ডিম নিয়ে ফ্যাটান তারপর তাতে দিন ১কাপ বিয়ার। মিশ্রণটি গাজিয়ে ভালো করে নাড়িয়ে নিন ও স্প্রেয়ারে নিয়ে চুলের ওপর স্প্রে করে দিন। দেখবেন আপনার চুল হবে ক্লিয়ার,ঘন ও পুরুষ্ট।
৫) টুসটুসে ঠোঁট:
অনেকেরই সাধ থাকে প্রিয়াঙ্কা চোপড়ার মতো ফোলা আপার লিপযুক্ত ঠোঁটজোড়া পেতে। কিন্তু এর জন্য সার্জারি আর টাকার দরকার। সেসব ভুলে যান আর ট্রাই করুন এই উপায়।
বাড়িতে একদম ছোট গ্লাস যাতে শটস নেওয়া যায় এক আঙ্গুল দৈর্ঘ্য বিশিষ্ট নিয়ে নিজের লিপস পাউট করুন।সেই অবস্থায় ঠোঁট দুটো ওই গ্লাসের মধ্যে ঢুকিয়ে রাখুন।কয়েকদিন করার পর দেখবেন অবিশ্বাস্য পরিবর্তন। আপনার ঠোঁট হবে প্ল্যাম্প ও ভরাট প্রিয়াঙ্কা চোপড়ার মতো
৬) বেরিয়ে যাওয়া পেট কমান ভ্যাকুয়াম এক্সারসাইজে:
পেটে চর্বির সমস্যা আর আপনাকে জেরবার করবেনা। মেদযুক্ত বেলি ফ্যাট কমাতে একটা ম্যাটে শুয়ে পড়ুন চিৎ হয়ে এবং নিজের শ্বাস টানুন সাথে পেট ও সংকুচিত করুন ২০-৩০সেকেন্ড এর জন্য।
এরপর বায়ু রিলিজ করুন।এইভাবে টানা ১০মিনিট করুন। চর্বি,কোলেস্টেরল রক্তচাপ সব কমবে।
৭) মুখের চিড়চিড়ে ভাব কমানোর কামাল:
সিজিন চেঞ্জের সময় বা রক্তে কোনো সমস্যা বা দূষণের জন্য আমাদের ত্বকে এলার্জির কারণে চিড়চিড়ে ভাব দেখা দেয়। লাল লাল ছোপ ও পড়ে।
এটা দূর করতে অপমার্গ, লজ্জাবতীর পাতা ৩-৪টা ছিঁড়ে নিয়ে একটা জলভর্তি বাটির মধ্যে একরাত্রি ভিজিয়ে রাখুন। তারপর সেই তরল মুখে স্প্রে করুন।ত্বকের কোমলতা ও মাধুর্য ফিরে আসবে।
৮) লিপবাম শেষ:
বাতাসের আর্দ্রতার অভাবে বা কখনো মেকআপের কারণেই আমাদের ঠোঁট জবাব দিয়ে দেয়। ফাটা খসখসে ঠোঁট এর যত্নে অনেকসময় হাতের কাছে লিপবাম ও মেলেনা তবে করবেন কি?
ওয়াসবি পাউডার নিন ১টেবিলচামচ ও তার সাথে সমপরিমাণ টকদই মেশান।সেই পেস্ট ঠোঁটে লাগিয়ে দেখুন যেকোনো পেট্রোলিয়াম জেলিকে হার মানাবে।
৯) লিপস্টিক এর বিকল্প:
লিপস্টিক এর বিকল্প আবার কিছু হয় নাকি? যে আজ্ঞে হয়। তার জন্য সমাধান আপনার মেকআপ কিটেই আছে।
২চামচ আইশ্যাডো পাউডার, ১চামচ গ্লিসারল এক সাথে মিশিয়ে নিন। ঘন হলে সেটা ড্রপারে করে নিয়ে ক্যাস্টর অয়েল এ ফোঁটা ফোঁটা করে ঢালতে থাকুন।
দেখবেন জমাট বাঁধছে গাঢ় বেগুনি বর্ণের লিপস্টিক। আপনার ঠোঁটজোড়া গ্লসি ও চকমকে করতে এখুনি ট্রাই করুন।
১০) প্রাকৃতিক পাউডার:
বাড়িতে বসেই সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতেই আপনি বানিয়ে নিতে পারেন প্রাকৃতিক ফেস পাউডার। এর জন্য দরকার আপনার হেঁসেলের একটা সামগ্রী – ওটস।
ওটস ২চামচ নিয়ে সেটা ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিন। তাতে সমপরিমাণে জল মেশান। এবার একটা পাত্রে উপরে টিস্যু পেপার দিয়ে ঢেকে তার উপরে ওই পেস্ট লাগিয়ে দিন।
কয়েক ঘন্টা অপেক্ষার পর দেখবেন পেস্ট শুকনো গুঁড়োর আকার নিয়েছে।সেটা বোতলে ভরে রাখুন। সব ধরনের স্কিনটোনের জন্য কাজে দেবে।
১১) ম্যাসাজার:
দামী ম্যাসাজার আর দোকান থেকে কিনতে হবে। এর জন্য কয়েকটা জিনিস দরকার – আলুমিনিয়াম তাড়, প্লাস্টিক এর ৩টা পিংপং বল ও মিনি ড্রিল।
এটা বানানোর জন্য প্রথমে ড্রিলার দিয়ে বলগুলোতে ছোট ফুটো করুন এবার তার ভেতরে তার প্রবেশ করিয়ে রোলার এর শেপে বাঁকিয়ে নিন ও দেখুন যাতে বল গুলো স্বাচ্ছন্দে রোল করতে পারে।
এবার নিচের দিকে তার এর অংশ হ্যান্ডেল এর মত বাঁকিয়ে নিন। তাহলেই তৈরি। এতে জেল বা ক্রিম লাগিয়ে বডিতে এপ্লাই করতে পারেন।
১২) চোখের নিচের ডার্ক সার্কেল দূর করুন:
রাত জেগে ফেসবুক হোয়াটসঅ্যাপ করা এখন আমাদের নিত্য অভ্যেস।সেটা করতে গিয়ে চোখের তলায় কালি জমে ভুতুড়ে চেহারা হয় সবার।
সেটা দূর করতে একটা গোলাকৃতি প্যাড বা ওয়াইপার নিয়ে সমান দুভাগে কাটুন আধখানা চাঁদের সাইজে। এবার দুটো টুকরো ব্ল্যাক কফিতে চুবিয়ে রাখুন ঘন্টাখানেক।
চোখের তলায় ভেজা প্যাড রেখে দিন ৩০মিনিট মতো অপেক্ষা করুন।ম্যাজিক এর মত গায়েব হবে সব ডার্ক সার্কেল।
১৩) হাতের সামনে হেয়ার রিমুভার জেল না থাকলে:
অনেকসময় আমাদের পছন্দের ব্র্যান্ডেড হেয়ার রিমুভার জেলগুলো হাতের নাগালে পাওয়া যায়না। তখন আর মুখ ভার করে বসে থাকতে হবেনা আপনাকে।
একটা পাত্রে ২চামচ চিনি,মধু ও লেবুর রস মিশিয়ে নেড়ে নিন। মিশ্রণটা মাইক্রোওয়েভে গরম করুন ৩০সেকেন্ড মতো। চটচটে হয়ে এলে সেটা আইসক্রিম এর কাঠি দিয়ে বডিতে লাগিয়ে নিন। শুকনো করে জোরে টান দিলেই হেয়ার রিমুভ হবে। জেলের চেয়ে কার্যকরী, সোজা ও সস্তা।
১৪) তেলতেলে স্কিনের কেয়ার:
গরমের দিন বহু মেয়ের কাছেই বিভীষিকা। কিভাবে তারা মুক্তি পাবেন তেলের হাত থেকে।
এর জন্য চন্দন এর গুঁড়ো নিন ২টেবিলচামচ, অরেঞ্জ জুস ১টেবিলচামচ ও হলুদ ১ টেবিলচামচ নিয়ে একসাথে মিশিয়ে নিন। গাঢ় হলে সামান্য জল ও মেশাতে পারেন। স্কিনে লাগান। তেল উবে গিয়ে স্বাস্থ্যোজ্জ্বল ফেয়ারনেস আপনার অলংকার হবে।
১৫) নাকের ব্ল্যাকহেডস:
নাকের উপরের বিন্দু বিন্দু এই অবাঞ্ছিত বস্তুদের নিয়ে সত্যি আমাদের মাথা ব্যাথার অন্ত নেই। এর জন্যও সমাধান আছে চটজলদি।
১টেবিলচামচ দুধ, ১টেবিলচামচ মধু, ১টেবিলচামচ জেলাটিন ও হাফ টেবিলচামচ হলুদ নিয়ে একটা ব্যাটার বানান এবার সেটা দিন অল্প অল্প নাকের উপরে। ১০মিনিট মতো শুকনো হতে দিয়ে জলে ধুয়ে ফেলুন। রেজাল্ট একদম হাতেনাতে।
১৬) পাতলা চুল বাইবাই:
চুলে আঙুল চালালেই গোছা গোছা চুল উঠে আসে? চিরুনী দিতেই ভয় ধরে গেছে আর বিশ্বাস নেই বাজার চলতি ট্রিটমেন্ট এর উপরে? তবে ট্রাই করুন এই জিনিয়াস হ্যাক।
একটা আস্ত ডিম, ২চামচ দই ও ১চামচ মধু ভালোভাবে গুলে নিন একটা ভালো পাত্রে। সেটা ব্রাশে বা হাতে করে চুলের গোড়ায় লাগান ভেতরে পৌঁছে।এবসর্ব হতে দিন। স্নান করার আগে করলে ভালো হয়। দেখুন আর বেবি হেয়ার হারানোর দুঃখ পোহাতে হবেনা।
১৭) গালে গোলাপি আভা ছড়াবে কিরণ:
গালে নায়িকাদের মতো একটু আপেলের গোলাপি রং কে না চায় বলুন! এটাতো বিউটি কেকের উপর আইসিং বলাই চলে। অনেকে লুজ বা বেবি পাউডার এর কথা বলবেন কিন্তু আমরা বলবো পুরো নতুন টেকনিক।
৪-৫টা মিডিয়াম সাইজের স্ট্রবেরি নিন ও সাথে ২চামচ পরিমান কোকোনাট অয়েল মেশান। এবার মিশ্রণটা ভালোভাবে গ্রাইন্ড করে নিন বাট জল দেবেন না। সেটা গালের মাঝের অংশে লাগান। দেখবেন একটা লালচে গোলাপি আভা আপনার মুখের শোভা বাড়াচ্ছে।
১৮) বয়সকে দেখান বুড়ো আঙুল :
বয়সকে আটকাতে মরিয়া সবাই কিন্তু পারে কজন? ত্বকের জেল্লা অমলিন রাখতে এবং যদি আপনি নানা প্রোডাক্ট ব্যবহার করে হতাশ হয়ে পড়েছেন তবে এই হ্যাক আপনার জন্য।
গরম চামলীর তেল, মধু একসাথে মিক্স করে নিন। স্প্রিং রোল পেপার নিয়ে নিজের মুখের শেপে গোল করে কাটুন। তাতে চোখ, মুখ, নাক ইত্যাদির জায়গা রাখুন।
এবার সেই উল্টোদিকে ওই মিশ্রণটি লাগিয়ে মুখে পরে নিন মাস্কের মতো।আধঘন্টা রাখার পর খুলে দিতে পারেন। এটি আর্দ্রতা লক করবে এবং এর এন্টি এজিং প্রপাটিজ প্রদাহ রোধ করে।
১৯) মুখ থেকে মরা কোষ তুলুন:
স্কিনে মরা কোষ বা ডেড স্কীনসেল মুখের স্বাভাবিক উজ্জ্বলতা ও গ্ল্যামার নষ্ট করে দেয়। অসমান স্কিন টেক্সচার ও ওপেন পোরস এর সমস্যা ও তৈরি হয়।
এটা দূর করতে একটা লেবু মাঝামাঝি করে কাটুন এবং সেটা চিনিতে বেশ করে ঘষে নিয়ে মুখের উপর রাব করুন। এটা ন্যাচারাল স্ক্রাব এর কাজ করবে ও মৃত এপিডার্মিস সেল দূর করে দেবে।
২০) মাথার চুল ঘন দেখবেন যেভাবে:
যাদের মাথার চুল কম তারা ঘন চুল দেখানোর জন্য আইশ্যাডো বা মাসকারা পাউডার স্প্রে করে নিতে পারেন স্ক্যালের ফাঁকা অংশে।
এরপর চুল সিঁথি থেকে দু ভাগ করুন। তারপর দুটো ভাগ করে থোকা বানান ও খোঁপা করে চুল দুদিকে বেঁধে নিন। এরফলে আপনার মাথার চুল অনেকটাই ঘন ও বাউন্সি দেখাবে।
২১) দাঁতের হলদে ভাব মুছে ফেলুন:
দাঁতের হলদেটে ভাব আমাদের নিজেদের উপস্থাপন করতে কনফিডেন্স এর অভাববোধ করায় তা নিজেদের অস্বস্তির কারণও হয়ে দাঁড়ায়।
এর জন্য আপনাকে শুধু নিজের টুথপেস্ট এর সাথে এক চিমটি হলুদ মিশিয়ে নিলেই হবে। দাঁত হবে ঝকঝকে সাদা ও ফিটফিটে।
২২) ব্রণের বাহাদুরিকে বলুন বাপি বাড়ি যা:
ব্রণের প্রব্লেমের সমস্যার জন্য আদর্শ হলো এলোভেরা। যেটা সবার বাড়িতেই অলমোস্ট এখন পাওয়া যায়।
একটা এলোভেরার পাতা নিয়ে সেটা স্লাইস করে তার ছাল ছাড়িয়ে দিন। এবার একটা পরিছন্ন চিরুনী দিয়ে জেলিটা বার করুন ও পাত্রে রাখুন।
এবার মুখে লাগান ও রাখুন ১০-২০মিনিট মতো। এটা আপনার একনে ও রিঙ্কেল এর সমস্তরকম ঝুটঝামেলা থেকে রক্ষা করবে।
২৩) নুনের কৌটো করবে বাজিমাত:
ত্বকে ভিটামিন সি এর যোগান বাড়ানোর জন্য আমরা সাধারণত হ্যালুরণিক এসিড ব্যবহার করে থাকি। কিন্তু সেটা ব্রাশ বা স্প্রেয়ার এ লাগানো মনমতো হয়ে ওঠেনা।
এটার জন্য বাড়িতে থাকা নুন বা পেপার এর কৌটো ব্যবহার করতে পারেন।তবে খেয়াল রাখবেন সেটার উপরের অংশ যেন বৃত্তাকার বা গোলাকার হয় যাতে মুখের সমস্ত জায়গায় নমনীয় ভাবে লাগানো যেতে পারে এবং তার উপর ছিদ্র যেন থাকে সেটা দেখবেন।