ফ্যাশন

লেহেঙ্গা চোলির নতুন স্টাইলঃ বলিউউড সুন্দরী এখন আপনিও হতে পারেন

ফ্যাশানের কথা লিখলে বলিউডের নায়িকাদের নাম আসবে না তা কি আর হয়! আজ নাম না তাদের ফ্যাশান ও স্টাইল দেখে নেওয়া সুযোগ থাকছে আপনাদের কাছে। আজকালকার দিনে বাঙালী বিয়েতেও লেহেঙ্গা চোলি পরার ফ্যাশান চালু হয়েছে। তাছাড়া নানা অকেসানেও অনেকে পরেন। তো পরবেনই যখন স্টাইল বজায় না রাখলে কি চলে! দেখে নিন ২০টি বলিউডি স্টাইলের লেহেঙ্গা ডিজাইন।

1. DEEPIKA PADUKONE

গ্রাউনের স্টাইলে রকিং রেড স্টাইলের লেহেঙ্গা আপনিও ট্রাই করতে পারেন দীপিকার মত।

2. KAREENA KAPOOR KHAN

নবাবীয়ানা বজায় রেখেই বেগম খান করিনা কাপুর পরেছেন সুন্দর একটি লেহেঙ্গা। সাজ একেবারেই সিম্পল।

3. KATRINA KAIF

ক্যাটরিনা ক্যাফ যাই পরুক না কেন দারুন সুন্দর লাগে দেখতে! এটা ভাবছেন তো? তাহলে বলি আপনিও কম সুন্দর নয়। লাল রঙের এই ডিজাইনের একটা লেহেঙ্গা আপনিও বানিয়ে নিন।

4. RADHIKA APTE

রাধিকা আপ্তের মত সিম্পল সাজে আমরাও এরকম সুন্দর দেখতে লাগতে পারি লেহেঙ্গাতে।

5. PRIYANKA CHOPRA

6. RANI MUKHERJEE

7. JACQUELINE FERNANDEZ

8. DISHA PATANI

9. MADHURI DIXIT

মাধুরীর মত মাধুর্য কি আর সব নায়িকাদের থাকে বলুন! তবে স্টাইল করতে ক্ষতি নেই!

10. SONAM KAPOOR

স্টাইল ও ফ্যাশান দিভা সোনামের মত অফ হোয়াইট রঙের লেহেঙ্গা এরকম সাজে আপনিও পরতে পারেন।

11. ADITI RAO HYDARI

12. ANUSHKA SHARMA

পার্টি স্টাইল লেহেঙ্গায় অনুস্কা অসাধারন দেখাছেন।

13. PREITY ZINTA

প্রীতির মত প্রিটি দেখতে এরকম ধরনের লেহেঙ্গা পরতে পারেন।

14. VIDYA BALAN

বিদ্যার সিম্পল স্টাইলে লেহেঙ্গা পরার ধরন সবার জন্য এক কথায় পারফেক্ট।

15. ALIA BHATT

বোল্ড ও ব্ল্যাক বিউটি সাজতে আপনাকে অবশ্যই আলিয়ার ফ্যাশান স্টাইল ফলো করতে হবে।

16. SUSMITA SEN

রাজরানী সুস্মিতার সারল্য আরও ফুটে উঠেছে এই লেহেঙ্গায়।

17. PRACHI DESAI

18. SONAKSHI SINHA

19. SHRADDHA KAPOOR

20. SARA ALI KHAN

সারার মত ফ্লোরাল স্টাইলের লেহেঙ্গা হালফিলের ফ্যাশানে দারুন হিট।

Nandini Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago