বিয়ে বাড়ির সময় তো চলে এল। এখন তো একটু সাজগোজ, মেকআপ, ফ্যাশন এইসব তো হবেই। আর মেকআপ মানেই ফেসিয়াল। কিন্তু ফেসিয়াল মানেই যেতে হবে পার্লারে আর পার্লার মানেই অনেক লোক।
এই সময়ে পার্লারে আপনার যেতে ইচ্ছে না হতেই পারে। তাই বাড়িতে বসেই আপনি পেতে পারেন পার্লারে করা ফেসিয়ালের টাচ। মাত্র দুটো ফেসিয়াল, আর তাতেই বিয়ে বাড়ির উপযুক্ত জেল্লা, আলাদা জেল্লা ছাড়াই।
মূলত কলা আর মধু দিয়ে এই ফেসিয়াল করা হবে। তবে কলা আর মধু ব্যবহারের আগে আপনাকে আগের তিনটি স্টেপ করতে হবে। তবেই ফেসিয়ালের মাধ্যমে উপযুক্ত জেল্লা পাওয়া যাবে।
সবার আগে মুখ ভাল করে ধুয়ে নিতে হবে। তার জন্য দুধ আর লেবু দিয়ে একটা ক্লিনসার তৈরি করে নিতে হবে। লেবু মুখ ভিতর থেকে পরিষ্কার করবে আর দুধ আনবে উজ্জ্বলতা।
দুটি উপকরণ ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে হাল্কা হাতে ম্যাসাজ করুন। তারপর ১০ মিনিট মতো মুখে রেখে উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। অনেকটা মুখ পরিষ্কার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে একটা ফ্রেস ভাব পাবেন।
ক্লিনসিং করার পরেও ভিতর থেকে স্কিন আরেকবার পরিষ্কার করা দরকার। এতে বাকি ময়লা একদম স্কিন থেকে চলে যায়। এই ফাইনাল পরিষ্কারের ধাপ সম্পূর্ণ হয় স্ক্রাবিং করার মাধ্যমে।
পাত্রে চালের গুঁড়ো আর মধু নিয়ে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার জন্য গোলাপ জল ব্যবহার করুন। গোলাপ জল ছাড়া এমনি জল ব্যবহার করা ঠিক নয়। এই মিশ্রণ মুখে লাগিয়ে হাল্কা হাতে ১০ মিনিট মতো ম্যাসাজ করুন। তারপর মুখ ধুয়ে নিন সাধারণ জলে।
এবার ফেসিয়ালের আগের ফেসিয়াল ম্যাসাজ ক্রিমের পালা। এতে স্কিনে রক্ত সঞ্চালন বাড়ে। আর তার ফলে স্কিনের অনেকটা গভীরে যেতে পারে ফেসিয়ালের উপাদান। এতেই আসল উপকার পাওয়া যায় ফেসিয়ালের।
টক দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো নিয়ে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে ৩০ মিনিট অবশ্যই রেখে দিতে হবে। তারপর একটু শুকিয়ে যেতে শুরু করলে উষ্ণ জল দিয়ে মুখ অল্প অল্প করে ম্যাসাজ করে নিন। তারপর মুখ ধুয়ে নিন। এবার আপনার মুখ ফেসিয়ালের জন্য তৈরি। এই ক্রিম ট্যান দূর করবে, আলাদা জেল্লা আনবে।
এবার ফেসিয়াল প্যাক ব্যবহার করার পালা। দুটি ভাল উপকরণের নাম বলব, কলা আর মধু। এই দিয়ে করে নিন জবরদস্ত ফেসিয়াল।
একটা পাকা কলা আগে ভাল করে চটকে নিন। এর মধ্যে এবার মধু দিয়ে একটা থকথকে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ মুখে মেখে হাল্কা হাতে অল্প অল্প ম্যাসাজ করতে হবে আপওয়ার্ড মোশনে সার্কুলার ভাবে। ফেসিয়ালে এই ম্যাসাজ কিন্তু খুব দরকার। এবার এক ঘণ্টা মুখে এই মিশ্রণ রেখে দিন। তারপর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নিন।
এই ফেসিয়াল করলে সঙ্গে সঙ্গেই আপনি পার্থক্য বুঝতে পারবেন। সপ্তাহে এক দিন করে করলে খুব ভাল উপকার পাবেন।
ত্বকের জন্য অ্যালোভেরা খুবই ভাল। এবার আপনাদের অ্যালোভেরা দিয়ে ফেসিয়ালের পদ্ধতি বলব।
এক্ষেত্রে অ্যালোভেরা দিয়েই ক্লিনসিং করতে হবে। বাড়িতে গাছ থাকলে সেখান থেকে জেল নিলে খুব ভাল। না হলে ভাল অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।
২ চামচ অ্যালোভেরা জেল, ২ চামচ কাঁচা দুধ।
দুটি উপকরণ ভাল করে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। তারপর হাল্কা হাতে ৫ মিনিট ম্যাসাজ করে আরও ৫ মিনিট মুখে রেখে দিন এই প্যাক। তারপর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নিন।
এবার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ-স্ক্রাবিং। এর জন্যও অ্যালোভেরা জেল ব্যবহার করব।
তিনটে উপকরণ ভাল করে মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট মুখে স্ক্রাব করে নিন। অবশ্যই হাল্কা হাতে স্ক্রাব করুন। উষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন।
এটা ফেসিয়াল করার সময়ে করুন অবশ্যই। একটা পাত্রে গরম জল নিয়ে তার সামনে মুখ নিন। ওপর থেকে একটা তোয়ালে চাপা দিন। ২ মিনিট পর্যন্ত স্টিম নিন। স্টিম মুখ থেকে ডেড স্কিন তোলে, স্কিনে জেল্লা আনে।
এর জন্য একটা অনবদ্য মিশ্রণ বলব, ব্যবহার করে দেখুন।
তিনটে উপকরণ মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে ভাল করে লাগিয়ে নিন। হাল্কা হাতে ম্যাসাজ করুন। গ্লিসারিন থাকার জন্য এই মিশ্রণ মুখে ময়েশ্চার আনবে। অয়েলি স্কিন হলে গ্লিসারিন বাদ দিন। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে নিন।
সবশেষে ফেসিয়াল প্যাক ব্যবহার করার পালা। এই প্যাকই আনবে ফাইনাল টাচ।
দুটি উপকরণ মিশিয়ে নিন ভাল করে। জল ব্যবহার করার দরকার নেই। এই মিশ্রণ মুখে মেখে শুকিয়ে যেতে দিন। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে নিন। সঙ্গে সঙ্গে আপনি তফাৎ বুঝতে পারবেন।
এই দুটি ফেসিয়াল করলে বিয়ে বাড়িতে আপনার দিকে সবাই যে তাকাবেই সেটা আমরা গ্যারান্টি দিতে পারি।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
Khub bhalo laglo obossoi try korbo