ফ্যাশন

বিউটিফুল ও স্টাইলিশ ট্রান্সপারেন্ট ব্লাউজের নতুন ১৪টি ডিজাইন

শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ পরাটা বাধ্যতামুলক, কারণ ব্লাউজ আপনার সমগ্র লুকটাকে এনহ্যান্স করতে সাহায্য করে। আজকের প্রতিবেদনে আপনাদের জন্য রইল ট্রান্সপারেন্ট কিছু ব্লাউজের ডিজাইন, যা দেখলে আপনারা ব্লাউজ বানানোর ক্ষেত্রে কিছু সুন্দর আইডিয়া পেয়ে যাবেন। তাহলে আর অপেক্ষা না করে একে একে দেখে নেওয়া যাক সব ব্লাউজের ডিজাইন।

১. সাদার ওপর কাট ওয়ার্ক কাজ করা

সাদার ওপর কাট ওয়ার্ক করা এমন অসাধারণ ব্লাউজ হতে পারে আপনার স্টাইল স্টেটমেন্ট। থ্রি-কোয়ার্টার লেন্থের ‘ভি’ নেকের ওপর ট্রান্সপারেন্ট ব্লাউজ দেখতে অসাধারণ।

২. ট্রান্সপারেন্ট নেট স্টাইলে ব্লাউজ

সলিড কালারের ওপর একটি একটি অনবদ্য ডিজাইন, যেখানে হাইনেক ব্লাউজটি বানানো হয়েছে ট্রান্সপারেন্ট নেটে। গ্লাস হাতার ওপর অসাধারণ এই ডিজাইনটি কিন্তু নজরকাড়া।

৩. স্লিভলেস স্টাইল ট্রান্সপারেন্ট ব্লাউজ

এই ধরণের ট্রান্সপারেন্ট ব্লাউজ আপনারা যেকোনও পার্টিওয়্যার শাড়ির সঙ্গে পরতে পারবেন। স্লিভলেস বা হাতা দিয়ে দু-ভাবেই বানাতে পারবেন।

৪. বোটনেক ডিজাইনে ট্রান্সপারেন্ট ব্লাউজ

অসাধারণ এই ট্রান্সপারেন্ট ব্লাউজটি বোটনেক ডিজাইনের ওপর করা হয়েছে। ব্লাউজের পাশাপাশি নেটের হাতার ওপরেও এমন অসামান্য় কারুকাজ, ভিড়ের মধ্যে সকলের নজর কাড়বেই।

৫. ফুলস্লিভ ট্রান্সপারেন্ট ব্লাউজ

দীপিকা পাডুকোনের এই ফুলস্লিভ ট্রান্সপারেন্ট ব্লাউজ, কার্যত ব্লাউজপ্রেমীদের কাছে হট কেক। ফ্লোরাল প্রিন্টের এই ডিজাইন খুবই আকর্ষণীয়।

৬. বোট নেক ডিজাইনের ব্যাক ট্রান্সপারেন্ট ব্লাউজ

একে বলা যেতে পারে, বোট নেক ডিজাইনের ব্যাক বিউটি। কেবল শাড়িই নয় লেহেঙ্গার জন্যও বানাতে পারেন এমন ডিজাইনের ট্রান্সপারেন্ট ব্লাউজ। সবচেয়ে আকর্ষণীয় হল সাইড নটটি।

৭. গ্লাস হাতা প্যাটার্নের ট্রান্সপারেন্ট ব্লাউজ

গ্লাস হাতা প্যাটার্নের ওপর ব্যাকে অসম্ভব সুন্দর এই ডিজাইন স্মার্ট ক্যাসুয়াল লুকের জন্য একেবারে মানানসই।

৮. ম্যাগি স্লিভ ট্রান্সপারেন্ট ব্লাউজ

ম্যাগি স্লিভ বা শর্ট স্লিভের এই ট্রান্সপারেন্ট ব্লাউজের প্রধান আকর্ষণ হল এর গলার কাছের ডিজাইনটি। পার্টিওয়্যার শাড়ির সঙ্গে এই ব্লাউজটি খুবই মানানসই।

৯. মোতির চেন দেওয়া ট্রান্সপারেন্ট ব্লাউজ

মোতির চেন দেওয়া এমন অসাধারণ ডিজাইনের ব্লাউজ আজকের তালিকায় সবচেয়ে আকর্ষণীয়। এই ব্লাউজের একটি বিশেষত্ব হল ফিউশন হলেও এর মধ্যে একটা ট্রাজিশনাল ব্যাপার রয়েছে।

১০. সলিড কালারের ট্রান্সপারেন্ট ব্লাউজ

সলিড কালারের এক রঙের শিফন শাড়ির লুককে আরও আকর্ষণীয় করে তুলতে চান? তাহলে অবশ্যই ট্রাই করুন এই ধরণের একটা স্মার্ট ডিজাইনার ব্লাউজ। ব্লাউজের কাপ পোর্শনটুকু সলিড কাপড়ে করা। কিন্তু কিন্তু বাকি অংশটা ট্রান্সপারেন্ট ডিজাইনে করা। ফুলস্লিভ হওয়ার কারণে একটা স্মার্ট লুক রয়েছে।

১১. বন্ধ গলার ফুলস্লিভ ট্রান্সপারেন্ট ব্লাউজ

বন্ধ গলার ফুলস্লিভ এই ব্লাউজটি নিঃসন্দেহে নজরকাড়া। আজকাল রেডি টু ওয়্যার শাড়ি, রাফেল শাড়ি খুবই প্রচলিত। এই ধরণের শাড়ির সঙ্গে আপনারা এইধরণের ডিজাইনার ব্লাউজ চোখ বন্ধ করে পরতে পারেন।

১২. হাইনেক ব্লাউজ যদি হয় ট্রান্সপারেন্ট

সি থ্রু শিফন শাড়ির সঙ্গে হাইনেক গলা ব্লাউজ খুবই মানানসই। আৎ সেই হাইনেক ব্লাউজ যদি হয় ট্রান্সপারেন্ট, তাহলে তো আর কথাই নেই। যে রঙের শাড়ি তার সঙ্গে মিলিয়ে ট্রান্সপারেন্ট ব্লাউজ বানিয়ে নিতে পারেন। আর আপনার এই লুকে যদি একটা টুইস্ট আনতে চান তাহলে অবশ্যই হাতাটা পাফ স্লিভ বানান।

১৩. বেল স্লিভে ট্রান্সপারেন্ট ব্লাউজ

এই ব্লাউজটির বিশেষত্ব হল এর হাতা। বোট নেক ট্রান্সপারেন্ট ব্লাউজের সঙ্গে মানানসই আম্ব্রেলা কাট বা বেল স্লিভের ব্লাউজ কিন্তু একেবারেই নতুনত্ব একটা ডিজাইন। এই লুকটার মধ্যে একটা ফিউশনের ছোঁয়া রয়েছে, যার ফলে স্মার্ট ক্যাসুয়াল লুক হওয়া সত্ত্বেও এর মধ্যে একটা নজরকাড়া ব্যপার রয়েছে।

১৪. ইন্দো-ওয়েস্টার্ন টেক্সচার ট্রান্সপারেন্ট ব্লাউজ

স্লিভলেস বোটনেক ডিজাইনের এই ট্রান্সপারেন্ট ব্লাউজটির সবচেয়ে নজরকাড়া বিষয় হল এর কলার। কলার থাকার কারণে ব্লাউজের লুকে একটা ইন্দো-ওয়েস্টার্ন টেক্সচার রয়েছে। যেকোনও সলিড কালার হোক বা নেটের সি-থ্রু শাড়ির সঙ্গে আপনারা কলার দেওয়া এমন ট্রান্সপারেন্ট ব্লাউজ বানিয়ে নিতে পারেন।

Indrani Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago