শাড়ি যতই সুন্দর হোক না কেন, ব্লাউজ তার সৌন্দর্য বাড়িয়ে তোলে। ব্লাউজ ডিজাইন, প্যাটার্ন, আর্ম স্টাইল, নেক ডিজাইন, ফ্রন্ট লুক, বেক লুক – সবকিছু মিলিয়ে ব্লাউজের নানা স্টাইলিশ লুক তৈরি হয়।
আজ আমরা আপনাকে এক ডজন নতুন ডিজাইনের ব্লাউজ ডিজাইন দেখাবো। শাড়ি অনুসারে আপনি যে ব্লাউজ ডিজাইন এখান থেকে বেছে নিন না কেন, তা আপনার শাড়িতে আলাদা জমক নিয়ে আসবে গ্যারান্টির সাথে বলে রাখলাম।
পিরিয়ড মূলক সিনেমাতে আপনি অবশ্যই অভিনেত্রীদের এমন স্টাইলের ব্লাউজ পরে থাকতে দেখেছেন। সিল্ক শাড়ির সাথে এই ধরণের ব্লাউজ পরার চেষ্টা করুন। তারপরে দেখুন পরবর্তী পার্টিতে সমস্ত মহিলা কীভাবে আপনার ব্লাউজের অতুলনীয় প্রশংসা করছেন।
শাড়ি যদি খুব সিম্পল হয় তাহলে এই গাঢ় নীল রঙের বেল স্লিভ ব্লাউজ বেছে নিন। বিশ্বাস করুন স্মার্ট ও ক্লাসিলুক দুই ধরা দেবে আপনার এই স্টাইলে।
বিয়ে বাড়ি বা কোন বড় অনুষ্ঠানে এই রকমের সুতোর কাজ করা ভারী নক্সার ব্লাউজ বেছে নিতে পারেন শাড়ির সাথে। ভারী শাড়ির সাথে এই ব্লাউজটি দুর্দান্ত দেখাবে। বেনারসি শাড়ির মতো ভারী ও সুন্দর সূচিকর্মের কাজ করা শাড়ি বা জরির কাজ করা শাড়ির সাথে এই ব্লাউজটি দারুন মানানসই।
মনীষ মালহোত্রা ভারতের অন্যতম বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। ব্লাউজ এবং অন্যান্য পোশাক তিনি বলিউড অভিনেত্রীদের জন্য ডিজাইন করে থাকেন।
শার্ট দিয়ে ব্লাউজ পরার শখ থাকলে এই স্টাইলটি ট্রাই করুন। বিশ্বাস করুন ব্যাপক স্মার্ট দেখতে লাগবেন।
সুতি বা খাদির শাড়ির সাথে এই সুতির ব্লাউজটি পরুন। সরলতাও থাকবে,স্টাইলিশও দেখাবেন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…