Personal Care

১০টি হেনার প্যাক যা অনলাইনে সহজে পাবেন, চুলের যত্নে দারুণ কাজ দেয়

চুলের যত্নে হেনা যে দারুণ কাজ দেয় একথা আপনারা শুনে এসেছেন এতদিন ধরে।কিন্তু কার হেনা ভালো তা নিয়ে নানা সমস্যার কথা আপনাদের অনেকেই আমাদের জানিয়েছেন। আর সেই জন্যেই আমরা নিয়ে এসেছি ১০টি দারুণ হেনার প্যাকের সন্ধান, যা আপনি সহজেই অনলাইনে পেয়ে যাবেন,আর অর্ডার করতে পারবেন।

১. হারবাল রুটস হারবাল হেনা পাওডার

হারবাল রুটসের এই হেনা পাওডার কিন্তু চুলের জন্যে দারুণ উপকারী। হারবাল, তাই কোনো ক্ষতিকারক কেমিক্যালও আপনি পাবেন না। তাই নিঃসংশয়ে চুলে ব্যবহার করতে পারবেন। অ্যামাজনে অর্ডার দিন। এটি আপাতত আউট অফ স্টক।

কিনুন

২. খাদি হারবাল ব্ল্যাক হেনা প্যাক

হেনা আর আমলা দুটোই চুলের জন্য দারুণ উপকারী। আর খাদির এই হারবাল হেনার প্যাকে হেনা পাওডারের সাথে আমলা পাওডারও মেশানো আছে। প্যাকেটের গায়ে লেখা ডিরেকশন অনুযায়ী চুলে ব্যবহার করে দেখুন, অল্পদিনের মধ্যেই ডবল অ্যাকশনের উপকার পাবেন।

কিনুন

৩. বায়োটিক বায়ো হেনা ফ্রেশ পাওডার

বায়োটিক বায়োর প্রোডাক্ট যে ভালোই হয়, তা তো আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই হেনা পাওডারও এক্কেবারে ফ্রেশ। কোনো কেমিক্যাল নেই। আর চুলকে কন্ডিশন তো করেই, তার সাথে চুল পেকে গেলে চুলের স্বাভাবিক রঙকেও খানিকটা ফিরিয়ে আনতে সাহায্য করে এই হেনা।

কিনুন

৪. কামা আয়ুর্ভেদা ১০০% অরগ্যানিক হেনা পাওডার

কামা আয়ুর্ভেদার প্রোডাক্ট এমনিতেই দারুণ হয়। তাই দাম যতই হোক না কেন, একটু কষ্ট করে কিনেই ফেলুন, অসাধারণ এফেক্টিভ ফল পাবেন। বাইরে কোথাও খুঁজে না পেলে অ্যামাজনেই অর্ডার দিন।

কিনুন

৫. শাহনাজ হুসেন হেনা প্রেশাস হার্ব মিক্স

শাহনাজের প্রোডাক্টের ওপর আপনি কিন্তু চোখ বুজে ভরসা করতেই পারেন। ৬০০ গ্রামের প্যাকটা একটু বড় লাগতে পারে, কিন্তু ঘন ঘন ব্যবহার করলে এটা বেস্ট। তাছাড়া আপনি এক্ষেত্রে ২টো হেনার প্যাক কিনলে ১টা ফ্রিও পেয়ে যাবেন। তাই কিনে ফেলতেই পারেন।

কিনুন

৬. VLCC হেনা

VLCC-র এই হারবাল হেনা চুলের জন্য খুব উপকারী। আর VLCC-র প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করে থাকেন, তাহলে এটা কিনতেই পারেন।

কিনুন

৭. গোদরেজ নূপুর হেনা ৪০০ গ্রাম

গোদরেজের এই হেনা সবথেকে পুরোনো আর বিশ্বস্ত। তাই ভরসা করে কিনে দেখতেই পারেন। ঠকবেন না, কথা দিচ্ছি। আর তাছাড়া এর দামও বেশ কম।

কিনুন

৮. নীলামারি পিওর হেনা লিফ পাওডার ২০০ গ্রাম

নীলামারির কোনো প্রোডাক্টই যদি এর আগে ব্যবহার না করে থাকেন, তাহলে হেনা ব্যবহার করে অন্তত দেখুন। দারুণ প্রোডাক্ট।হারবাল। আর খুব তাড়াতাড়ি আপনি উপকার দেখতে পাবেন। বেশ কমেই পেয়ে যাবেন।

কিনুন

৯. অ্যানশিয়েন্ট লিভিং হেনা মিক্স

দাম অনুযায়ী অ্যানশিয়েন্ট লিভিং-এর প্রোডাক্ট কিন্তু একদম ঠিকঠাক হয়। তাই কোন হেনা মিক্স ব্যবহার করবেন এই নিয়ে যদি এখনও সন্দেহ থেকে থাকে, তাহলে একবার অন্তত এই অ্যানশিয়েন্ট লিভিং-এর হেনা মিক্স ব্যবহার করে দেখুন। দেখবেন তারপর বারবার এটাই ব্যবহার করতে চাইছেন।

কিনুন

১০. হারবস অ্যান্ড ক্রপস ন্যাচারাল হেনা পাওডার

হারবস অ্যান্ড ক্রপসের এই ন্যাচারাল গ্রিন হেনা পাওডার ১০০% অরগ্যানিক।তাই নিশ্চিন্তে ব্যবহার করতেই পারেন।

কিনুন

তাহলে কি ঠিক করলেন? কোন হেনা প্যাক ব্যবহার করবেন চুলের যত্ন নিতে? ঠিক করুন তাড়াতাড়ি, আর ঝটপট দিয়ে দিন অর্ডার।

ইন্দ্রাণী ঘোষ

View Comments

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago