Most-Popular

এমন দশটি জিনিস যা ছেলেরা লুকিয়ে করে কিন্তু মুখে বলে না!

ছেলেদের ব্যাপারে আমাদের একটা জেনারেল ধারণা রয়েছে যে তাদের জীবন খোলা বই এর পাতার মতো। যেটা সহজেই পড়ে ফেলা যায়। কিন্তু আসল ঘটনা তা আদৌ নয়। ছেলেরাও এমন অনেককিছু করে একান্তে এবং গোপনে যা জানলে আপনার চোখ চড়কগাছ হয়ে যাবে।

১. ফ্যাশন স্টেটমেন্ট:

  • ছেলেরা শুধু ফেন্সি স্টাইলে চুলই কাটেন না। তারা কিন্তু আই ব্রো হাইলাইট, ফেসিয়াল, ম্যানিকিউর, প্যাডিকিউর ইত্যাদিতে পার্লারে গিয়ে মেয়েদের সমানে পাল্লা দিচ্ছেন।
  • অনেকে তো স্পা তে গিয়ে রিল্যাক্সিং ম্যাসাজ ও করান এবং ট্যাটুর প্রতি ও যথেষ্ট ঝোঁক রাখেন। কিন্তু এগুলো গোপনে সারতেই তাদের বেশি আনন্দ।

২. শপিং:

  • শপিং করা মেয়েদের জন্মগত ধর্ম এবং এতে তাদের একচেটিয়া অধিকার এমন একটা ভাবনা প্রচলিত রয়েছে। কিন্তু শুনলে আশ্চর্য হবেন মেয়েদের মতোই ছেলেরাও শপিং এর পোকা।
  • গ্যাজেট, একসেশরিস, ব্র্যান্ডেড টেকনিক্যাল জিনিসপত্র ও জামা জুতোর গুচ্ছের কেনাকাটা করে তারা অনলাইন ও অফলাইনে।

৩. মেয়েদের জিনিস দখল:

  • এই কথাটা উঠলে আপনার বয়ফ্রেন্ড বা স্বামী ও এড়িয়ে যাবে কখনই স্বীকার করতে চাইবে না সে কিন্তু এটাই সত্যি যে সুযোগ পেলে তার সদ্ব্যবহার করে মেয়েদের জিনিস এ ভাগ বসায় ছেলেরা।
  • মেয়েদের ডিও, সাবান, শ্যাম্পু কিছুই রেহাই পায়না তাদের কবল থেকে।

৪. গসিপ:

  • এটাতো চিরাচরিত ধারণা যে মেয়েরাই পিএনপিসি করতে ওস্তাদ। তারাই এক কথা এর কান তার কানে প্রচার করে বেড়ায়।
  • কিন্তু ছেলেরা তাদের বন্ধুদের সাথে একজোট হলে পরে নিজেদের মধ্যে ঠাট্টা মজার সাথে নানা বিষয়েই অন্যের দোষত্রুটি নিয়েও মশকরা করতেই থাকে। তাদের আগ্রহ ও বাড়িয়ে তোলে জল্পনা কল্পনা।

৫. কান্নাকাটি করা:

  • পুরুষ মানুষ মানেই আমরা ভেবে বসি যে তারা সাধারণত যুক্তিবাদী ও মাথা দিয়ে ভাবতে বেশি ভালোবাসেন। হৃদয়ের ইমোশন তাদের অতটা স্পর্শ করেনা।
  • কিন্তু এমন অনেক ছেলেই আছে যারা খুবই আবেগী। তারা সামান্য আঘাতে বা সিনেমার করুন দৃশ্যে নিজেদের কান্না চেপে রাখতে পারেনা। প্রয়োজন সাপেক্ষে এরা লজ্জাও পায়।

৬. সাজুগুজু:

  • নিজেদের কেমন দেখাচ্ছে কিভাবে নিজের পোশাক নির্বাচন করবো? এই প্রশ্ন গুলো অনেক ছেলেকেই চিন্তায় ফেলে। তারা তাদের লুকস নিয়ে বিব্রত থাকে।
  • তাদের সানগ্লাস থেকে স্নিকার্স বা ইয়ার রিংস থেকে হাতঘড়ি পুরো ঝাঁ চকচকে হওয়া চাই-ই- চাই। অনেকে তো ফেসওয়াশ সানস্ক্রিন মেখেও বাড়ির বাইরে পা রাখে।

৭. ভালোবাসার প্রকাশ:

  • তথাকথিতভাবে আমরা জানি ছেলেরাই লাভ এট ফার্স্ট সাইট এ এগিয়ে। তারাই প্রপোজ হোক বা আলাপ আগ বাড়িয়ে করে।
  • কিন্তু বিশ্বাস করুন ছেলেদের মধ্যেও এই মানসিকতা কাজ করে যে তার প্রিয়জন ও কাছের মানুষ উপযাচক হয়ে তার কাছে নিজেকে মেলে ধরুক এবং ভালোবাসা জানান দিক।

৮. ডান্স স্টেপ:

  • সিসে কি উমর প্যার কি’ তে ভাসান ড্যান্স হোক কি বিয়েবাড়িতে নাগিন ড্যান্স ছেলেরা স্টেজ মাতাতে ঝাঁপিয়ে পড়ে।
  • তার সাথে অনেকসময়ই মেয়েদের নাচের স্টেপ ও কপি করে ছেলেরা সবার অলক্ষে। নেশার ঘোরে বন্ধুদের সাথে এমন করে থাকে তারা। আবার কখনো বাথরুমে একাকী চুপিচুপি ও নেচে নেয়।

৯. খারাপ অভ্যাস:

  • তার ব্যক্তিগত হাইজিন সম্পর্কিত বিষয় হোক বা ড্রাগ জাতীয় কোনো কু-অভ্যাস বা আসক্তির ব্যাপারে ছেলেরা অকপট হতে চায়না নিজেদের স্ত্রী বা প্রেমিকার কাছে।
  • যদিও কিছু ছেলে সঙ্গিনীর সাথে ধূমপান বা ড্রিংক করে কিন্তু সেটার জন্যও প্রথম পদক্ষেপ মেয়েদেরই নিতে হয়।

১০. নিরাপত্তাহীনতা:

  • আমরা স্বাভাবিক ভাবে জানি মেয়েরা ছেলেদের চোখে চোখে রাখতে বেশি পছন্দ করে এবং পজেসিভ হয়।
  • কিন্তু ছেলেরাও যথেষ্ট পরিমানেই নিরাপত্তাহীনতায় ভোগেন। হোয়াটসআপ এর লাস্ট সিন চেক করা থেকে ফেসবুকের পাসওয়ার্ড ও নিজেদের কুক্ষিগত করে নেন তারা। সাথীকে হারানোর ভয় সর্বক্ষণ কাজ করে তাদের মধ্যে।
  • এছাড়াও রান্নাবান্না করা বা জন্মদিন, এনিভার্সারী এর মত সূক্ষ বিষয়ের ডেট মনে রেখে সারপ্রাইজ দেবার মত কাজ গুলো ও করতে ভালোবাসেন ছেলেরা।
DB Staff

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

3 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

3 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

3 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

3 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

3 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

3 বছর ago