দিন দিন ফ্যাশান দুনিয়ায় কুর্তির নানা ধরণের স্টাইল স্টেটমেন্ট বেড়েই চলেছে, বিশেষ করে ইন্দো-ওয়েস্টার্ন স্টাইলে কুর্তি। আর সেই কথা মাথায় রেখেই আজ হাজির করলাম ১০টি একেবারে নতুন স্টাইলের ফ্যাশান ট্রেন্ডি ইন্দো-ওয়েস্টার্ন কুর্তি। কালেকশান দেখে নিন আগে তারপর পছন্দের কুর্তি বেছে নিন।
পিওর কটন মেটিরিইয়ালের এই কুর্তির রঙ একেবারেই ছবির মতই। এটি বাড়িতেই হ্যান্ডওয়াস করা যাবে। বাঁধনি প্রিন্টের প্যাটানে পুরো কাপড়ে প্রিন্ট করা। গলার ডিজাইন শার্টের কলারের স্টাইলে বানানো। কেনার সময় প্রোডাক্ট ডিটেলসে দেওয়া কুপন কোড ব্যবহার করে অনেক টাকার ছাড়ও পাওয়ার সুবিধা রয়েছে এতে। এই কুর্তির বিষয়ে আরও জানতে হলে নিচে দেওয়া কিনুন ব্লকটিতে ক্লিক করে জেনে নিতে পারেন।
ইন্দো-ওয়েস্টার্ন প্রিন্টেড কুর্তি সাথে ট্রাউজার রয়েছে। এটিও পিওর সুতি বা কটনের কাপড় দিয়ে বানানো। উপরের স্টাইলিশ জ্যাকেটটি একেবারে ইউনিক ডিজাইন। এটা ছাড়াও স্লিভলেস স্টাইলে কুর্তিটি পরতে পারেন।
একেবারে বলিউডি স্টাইলে বানানো এই ইন্দো-ওয়েস্টার্ন হলুদ রঙের প্রিন্টেড কুর্তি ডিজাইন। সাদা চুড়িপা দিয়ে পড়া যাবে। যেকোনো ফেস্টিভালে পরার জন্য এটি পারফেক্ট। চাইলে এর সাদে সাদা ওড়না নিয়ে আরও ট্রাডিশানাল লুক ক্যারি করতে পারেন।
এককথায় বললে ‘বিউটিফুল’ ডিজাইন। কুর্তির ফ্রন্ট চেন দিয়ে জ্যাকেটের মত করে ডিজাইন করা। যেকোনো ছোট বড় পার্টিতে এই এ-লাইন ইন্দো-ওয়েস্টার্ন কুর্তি লুক আপনাকে সকলের চোখের মনি করে তুলতে পারে।
ইন্দো-ওয়েস্টার্ন ফ্লোরাল প্রিন্ট স্লিভলেস গর্জাস কুর্তি। এই কুর্তির মেটিরিইয়াল পলেস্টার কাপড়ের। কালারের ব্রাইটনেস আলাদা গর্জাসনেস এনে দেবে। এটি চাইলে হালকা রঙের জিন্সের সাথেও পরা যেতে পারে।
কটনের কাপড় দিয়ে তৈরি লেহেরিয়া স্টাইলের ইন্দো-ওয়েস্টার্ন কুর্তি ডিজাইন। গোটা ওয়ার্কের প্যাটানে তৈরি এটি। অসম্ভব সুন্দর ও ব্রাইট একটি কুর্তি যা আপনার কালেকশানের শোভা দ্বিগুণ করে তুলতে পারে।
রায়ন ও কটনের মেটিরিইয়াল দিয়ে ডিজাইন করা হয়েছে এই ইন্দো-ওয়েস্টার্ন এ-লাইন লেয়ারড কুর্তিটি। লেয়ারড স্টাইলে সম্পূর্ণ কুর্তিটি বানানো। এটি পুরোপুরি ফেস্টিভ ওয়ের।
টু-ইন-ওয়ান ইন্দো ওয়েস্টার্ন কুর্তি। এটি ড্রেস হিসেবেও পরা যেতে পারে আবার কুর্তি হিসেবেও পরা যেতে পারে। চয়েস আপনার।
সাদা রঙের যেকোনো পোশাকেরই আলাদা মাধুর্য থাকে। আর যখন তা কুর্তি হয় তখন তার শোভা আরও দ্বিগুণ হয়ে যায়। সলিড লেয়ার ইন্দো-ওয়েস্টার্ন এ-লাইন এই কুর্তিটি ঠিক সেরকমই সুন্দর।
দেখলে মনে হবে লেহেঙ্গা কিন্তু এটি গ্রাউন, লেহেঙ্গা স্টাইল মিশিয়ে বানানো অঙ্গরখা লেহেঙ্গা স্টাইল ইন্দো-ওয়েস্টার্ন কুর্তি।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…