হাতে আর কয়েকটা মাত্র দিন আর তারপরই আসছে প্যাচপ্যাচে গরম-স্যাঁতস্যাঁতে বর্ষাকাল। কিন্তু তা সত্ত্বেও কাজের সূত্রে বা কোনও অনুষ্ঠানে মেকআপ করাটা তো আবশ্যক।
গরমে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় এবং বর্ষাকালে বৃষ্টিতে মেকআপ গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এই সমস্যার সমাধান হতে পারে একমাত্র ওয়াটার প্রুফ মেকআপের সাহায্যে। রইল কয়েকটি ওয়াটারপ্রুফ মেকআপের সন্ধান যা প্রত্যেকটি মেয়েরই ব্যাগে থাকা উচিত।
মেকআপ প্রোডাক্টের মধ্যে বিশেষ প্রয়োজনীয় হল আই পেন্সিল। সমুদ্রে বেড়াতে গিয়ে স্নান করুন কিংবা বন্ধুর গায়ে হলুদ অনুষ্ঠানে চুটিয়ে হলুদ মাখুন- আপনার কাজল কিন্তু একেবারে একইরকম থাকবে। স্মোকি আই বানান বা হালকা স্ট্রোক দিন, আপনার কাজল কিন্তু কোনওভাবেই স্মাজ করবে না।
মেকআপ করার পর সেটাকে ধরে রাখাটাও খুবই জরুরী। আর তার জন্যও চাই একটা ওয়াটার প্রুফ মেকআপ সেটিং স্প্রে। তার জন্য একেবারে আদর্শ হল আরবান ডিকের অল নাইটার লং লাস্টিং মেকাআপ সেটিং স্প্রে। মেকআপ বিবর্ণ হয়ে যাওয়া, গলে যাওয়া বা ক্র্যাক হয়ে গিয়ে সুক্ষ লাইন ফুটে ওঠা রোধ করতে এই মেকআপ সেটিং স্প্রে খুবই ভালো কাজ করে। সারাদিনে কভারেজ পেতে ২-৩ স্প্রেই যথেষ্ট। দীর্ঘ ১৬ ঘণ্টা ধরে এই মেকআপ সেটিং স্প্রে বসে থাকবে আপনার ত্বকের ওপর।
গরমের দিনে কোনও পার্টিতে হোক বা বিচ-সাইডে মেকআপকে একেবারে ত্রুটি মুক্ত দেখাতে মেকআপ ফর এভার-এর ওয়াটার প্রুফ কনসিলারের সাহায্য নিন। এই কনসিলার একদিকে যেমন দীর্ঘস্থায়ী তেমনই এটি আপনাকে একটা ফুল কভারেজও দেবে। চোখের তলায় যদি ডার্ক সার্কেল থাকে, তাহলে কুছ পরোয়া নেহি। আন্ডার আই ব্রাইটনিং-এর জন্য এই কনসিলার আদর্শ।
বাজার চলতি অনেক লিক্যুইড লিপস্টিকই তো ব্যবহার করেন, কিন্তু এর মধ্যে কোনওটাই সেই অর্থে দীর্ঘস্থায়ী নয়। সেক্ষেত্রে ব্যবহার করুন স্টিলার স্টে অল ডে লিক্যুইড লিপস্টিক। এটি আপনার ঠোঁটে চ্যাটচ্যাটে ভাব আনবে না। অন্যদিকে ওয়াটারপ্রুফও বটে। আপনি চা-কফি খান, কিংবা খাবার খান আপনার লিপস্টিক একই জায়গায় থাকবে।
ব্লাশ জিনিসটা এমনই যা আপনার মেকআপ লুককে অনেকটাই এনহ্যান্স করতে সাহায্য করে। তবে গালে ব্লাশ লাগিয়েছেন অথচ ঘামের জন্য তা ফুটে উঠেছে এমনটা কখনওই কাম্য নয়। এর জন্য অবশ্যই অ্যাপ্লাই করুন বেনিফিট কসমেটিক্সের বেনিটিন্ট লিক্যুইড ব্লাশ। আপনার চেহারায় গোলাপি আভা অনেকক্ষণ ধরে রাখবে এই ব্লাশ।
গরমের দিনে মেকআপ করলে ওয়াটার প্রুফ ব্লোঞ্জার বিশেষভাবে প্রয়োজনীয়। সকালে মুখে অ্যাপ্লাই করার পর বাড়ি এসে মেকআপ তোলা পর্যন্ত আপনার এই ব্লোঞ্জার একইরকম থাকবে কেননা এটি ওয়াটার প্রুফ। এর প্রাকৃতির রঙ এবং সহজে ব্যবহারযোগ্যতা এর মূল বৈশিষ্ট্য।
মাস্কারাটি ওয়াটার প্রুফ হওয়াটা খুব জরুরি। কারণ মাস্কারা যদি স্মাজ করে তাহলে এর থেকে ভয়ঙ্কর আর কিই বা হতে পারে। প্রচণ্ড গরম হোক বা বৃষ্টির দিন এই মাস্কারা কোনও কিছুতেই গলবে না এবং এটি আপনার চোখের পাতায় একটা ন্যাচরাল কার্ল তৈরি করে, যা খুবই আকর্ষণীয়।
মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন যদি ওয়াটারপ্রুফ না হয়, তাহলে নিমেষেই পুরো মেকআপটি ঘেঁটে যেতে পারে। সেক্ষেত্রে চ্যানটেকাইলের ফিউচার স্কিন ফাউন্ডেশনটি একেবারে আদর্শ। কারণ এই ফাউন্ডেশনটি একদিকে যেমন অয়েল ফ্রি, তেমনই ত্বকের ময়েশ্চার খুব ভালোভাবে লক করে। সেইসঙ্গে যাঁদের ত্বক ত্রুটিমুক্ত নয়, তাঁরা এই ফাউন্ডেশনটি ব্যবহার করুন, ভালো ফল পাবেন। আর এটি অনায়াসে আপনি ব্যাগেও ক্যারি করতে পারেন।
তীব্র গরমে চোখের মেকআপ করাটা খুবই কঠিন। কারণ এইসময় মেকআপ স্মাজ করে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। স্মাজ ফ্রি চোখের মেকআপ করতে ব্যবহার করুন বাক্সম-এর স্টে থ্রি আইশ্যাডো। যা আপনাকে একটা ন্যাচরাল লুক দেওয়ার পাশাপাশি অনেকক্ষণ স্টে করে।
প্যাচপ্যাচে গরম হোক বা স্যাঁতস্যাঁতে বর্ষাকাল ওয়াটারপ্রুফ মেকআপ ফিক্সার ছাড়া মেকআপ কিন্তু সম্পন্ন হয় না। এর জন্য আপনার ব্যাগে রাখুন ক্ল্যারিনস-এর মেকআপ ফিক্স। বিশেষত, বেড়াতে যাওয়ার সময় মুখে একবার স্প্রে করে নিলে একটা রিফ্রেশিং লুক পাবেন আপনি।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…