মুখ উজ্জ্বল,কিন্তু হাত-পা ফ্যাকাসে! দেখতে একটু খারাপই লাগে তাই না? আপনার মুখের তুলনায় হাত পা যদি একটুখানি ফ্যাকাসে হয়ে থাকে,তাহলে নিশ্চয়ই বেশ লজ্জায় পড়ে যান মাঝে মাঝে?
সবসময় নিশ্চয়ই ফুলহাতা জামা কাপড় পরে পুরো হাতদুটো কিংবা পুরোটা ঢেকে রাখে এমন জুতো পরে পা দুটো ঢেকে রাখার চেষ্টা করেন!আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই! কেননা আজ আমরা আপনাকে জানিয়ে দেবো আপনার প্রিয় মুখের মতই হাত পা উজ্জ্বল করার দারুণ ৫টি কৌশল!
মানুষের শরীরের অন্যান্য অংশ সবসময় জামা কাপড় দিয়ে ঢাকা থাকলেও হাত ও পা দুটোই খানিকটা অনাবৃত থাকে। আর তাই রোদ, তাপ ও ধুলোবালিও পোহাতে হয় এই বেচারা হাত পা কেই! হাত পায়ের কালচে ভাব দূর করে উজ্জ্বল করে তুলতে কাঁচা দুধের কোনো বিকল্প নেই।
আধ কাপ কাঁচা দুধ
পদ্ধতি
কাঁচা দুধ তুলোর টুকরোয় মাখিয়ে তা হাতে পায়ে মেখে বসে থাকুন অন্তত ১০ মিনিট।সেটি শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। প্রতিদিন এভাবে ব্যবহার করলে আপনি খুব অল্প কিছুদিনের মধ্যেই পাবেন উজ্জ্বল হাত-পা।
আমরা জানি লেবুর রসে আছে এমন এক ধরনের সাইট্রিক অ্যাসিড,যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। তাই লেবুর রস নিয়মিতভাবে হাত পায়ে ব্যবহার করলে হাত পাও হয়ে উঠবে মুখের মতই উজ্জ্বল।
৩-৪ ফোটা লেবুর রস
লেবুর রস তুলোয় করে হাতে আর পায়ে লাগিয়ে নিন আর রেখে দিন প্রায় ১০ মিনিট মতো। তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন। তবে এই কাজটি অবশ্যই আপনাকে করতে হবে রাতের বেলায়। কারণ,লেবুর রস লাগিয়ে আপনি রোদের মধ্যে গেলে ত্বকের রঙ নষ্ট হয়ে যেতে পারে।
মধু ও শসার রস একসাথে মিশিয়ে তা ত্বকে ব্যবহার করুন। আপনার হাত পা শুধু উজ্জ্বলই হবে না, বরং হাত পায়ের খসখসে ভাব দূর করে তাকে করে তুলবে কোমল ও মসৃণ।
৩ চামচ মধু,৫ চামচ শসার রস
শসা থেকে আগে রস বের করে নিন। তারপর তার সাথে মধু মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ হাতে আর পায়ে মাখিয়ে হাল্কা হাতে ম্যাসাজ করে নিন। তারপর ধুয়ে নিন। এটা সপ্তাহে দু’দিন করুন।
রূপচর্চায় টম্যাটো ব্যবহার হয়ে থাকে প্রাকৃতিক ব্লিচ হিসেবে-জানেন নিশ্চয়ই? তাই আপনার হাত-পায়ের কালচে ভাব দূর করে এগুলোকে উজ্জ্বল ও চকচকে করে তুলতে টম্যাটো তো ব্যবহার আপনাকে করতেই হবে!
গোটা একটা টম্যাটো পেস্ট
টম্যাটো পেস্ট করে সেটি হাতে ও পায়ে লাগিয়ে রাখুন টানা ১৫ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। অল্প কদিনের মধ্যেই পরিবর্তনটা আপনি নিজেই টের পাবেন!
ত্বকের বর্ণ উজ্জ্বল করে তুলতে মসুর ডাল বাটা কাজ করে খুবই চমৎকারভাবে।
৩ টেবিল চামচ মসুর ডাল,দুধ বা দই
দুধ বা দই’এর সাথে মসুর ডাল বেটে নিয়ে পেস্ট তৈরি করে তা হাত ও পায়ে লাগান।এভাবে অন্তত ১৫/২০ মিনিট বসে থাকুন সম্পূর্ণ শুকিয়ে না যাওয়া পর্যন্ত। এটি আপনার ত্বককে উজ্জ্বল করে তুলবে তো বটেই, সেই সাথে হাত-পায়ের মরা চামড়াকেও সারিয়ে তুলতে সাহায্য করবে।
তাহলে জেনে নিলেন তো,কী করে আপনার হাত পা’কেও আপনি করে তুলতে পারেন আপনার মুখের মতই উজ্জ্বল আর কোমল? এবার নিশ্চয়ই আর পছন্দের স্লিভলেস কিংবা জুতো কিনতে কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না?
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
Nice
আমার হাত কালো আমি এখন কি করব
-»Nice«-
খুব ভালো পদ্ধতি
-»Nice«-
খুব ভালো পদ্ধতি
Thank You.