Most-Popular

শ্যাম্পু করার পর সবসময় কণ্ডিশানার লাগানো কি উচিত?

শ্যাম্পু করার পর সবসময় কণ্ডিশানার লাগানো কি উচিত? 

আজকালকার ব্যাস্ত জীবনে আমরা প্রায়সই চুলের যত্ন নিতে ভুলে যাই বা ভুলভাবে যত্ন নিই।চুলের যত্ন নেওয়ার সময় বেশ কয়েকটা প্রশ্নই আমাদের মাথায় ঘোরে।তার মধ্যে একটি প্রশ্ন অবশ্যই থাকে যে শ্যাম্পু করার পর সবসময় কণ্ডিশানার লাগানো উচিত কিনা।আজ সেই প্রশ্নের জবাব নিয়ে আমি হাজির। হ্যাঁ উচিত।

কেন কণ্ডিশানার লাগাবেন? 

শ্যাম্পু আমাদের চুলকে পরিষ্কার করে তোলে।এইটি আমাদের সম্পূর্ণ মাথার তালুকে ধুলো ময়লাহীন করে তোলে। সারাদিন কাজ করতে করতে আমাদের চুলে বিভিন্ন ধরনের ধুলো বালি আটকে যায়।সেই সব কিছু শ্যাম্পু ধুয়ে ফেলতে সাহায্য করে।কিন্তু শ্যাম্পু কি শুধুই ধুলো ময়লাই ধুয়ে ফেলে? আসলে না। শ্যাম্পু আমাদের চুলের উপকারী প্রাকৃতিক তেলও ধুয়ে ফেলে।প্রাকৃতিক তেল আমাদের চুলের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত জরুরি।তাই চুলের প্রাকৃতিক তেলের সামঞ্জস্য বজায় রাখার জন্য শ্যাম্পুর পরে কন্ডিশানার লাগানো উচিত। কারণ এরফলে সেই তেল আবার ফিরে আসে চুলে এবং আমাদের চুলের পক্ষে খুবই ভালো তা।

চুলেতে বিভিন্ন স্টাইল করার জন্য আমরা হট আয়রন ,বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল ইত্যাদি ব্যবহার করে থাকি।এইসব জিনিস আমাদের চুলের জন্য অত্যন্ত ক্ষতিকারক।এইসবের সাথে মোকাবিলা করতে আমাদের চুলের দরকার হয় ময়শ্চারাইজার যা যোগায় আমাদের কন্ডিশানার।যাদের   চুলের তেল বেশি তাদের  চুলের ডগাতে লাইট ওয়েইট লিভ ইন সেরম লাগানো উচিত।

  কত ধরণের কণ্ডিশানার হয়? 

শ্যাম্পু করার পর সবসময় কণ্ডিশানার লাগানো দরকার কারণ শ্যাম্পু করার ফলে চুলের দরকারী পুষ্টি ও ধুয়ে যায় কণ্ডিশানার সেই পুষ্টি যোগায় চুলে ।এইবার আমরা জেনে নিই যে কণ্ডিশানার আসলে কি?মূলত ৩ ধরণের কন্ডিশানার আছে – ডিপ কন্ডিশানার , লীভ ইন  কন্ডিশানার, আর ট্রাডিশনাল কন্ডিশানার – প্রত্যেকটি কন্ডিশানারই সাহায্য করে আমাদের চুল কে নরম এবং স্বাস্থকর করে তোলে।

ডিপ কন্ডিশানার আপনি আপনার চুলের ডগাগুলিতেও দিতে পারেন।লিভ ইন কন্ডিশানার আমাদের চুল কে জটহীন রাখতে সাহায্য করে।এইটি সফ্ট কার্লস বজায় রাখতে উপকারী।লীভ ইন কণ্ডিশানার লাগানোর পর চুল না ধুলেও হবে।তাই এইদিক থেকে এই কণ্ডিশানার খুবই উপকারী। ট্রাডিশনাল কন্ডিশানারও খুবই উপকারী আমাদের চুলের জন্য।অনেকে ভাবেন যে কন্ডিশানার লাগালে আমাদের চুল তৈলাক্ত হয়ে উঠবে এবং চুলে ভারী ভাব অনুভব করবেন কিন্তু  এইটা ঠিক না।ঠিক পরিমানে কন্ডিশানার দিলে চুলে কিন্তু ভারী ভাব একেবারেই লাগবে না।একেবারে বেশী পরিমানে কন্ডিশানার দিলে চুলে একটা ভারী ভাব আসে।কন্ডিশানার আমাদের চুলকে উজ্বল করে তোলে।

শ্যাম্পু করার পর কণ্ডিশানার লাগানো যেমন দরকারি ঠিক সেরকম ভাবেই ঠিক পদ্ধতিতে কণ্ডিশানার লাগানো ও খুবই জরুরী।চুলে কণ্ডিশানার লাগানোর সঠিক পদ্ধতি হল-

১. প্রথমে কণ্ডিশানারটি হাতে নিতে হবে এবং হাতে ভালো করে ঘষতে হবে।

২. তারপর চুলের ২/৩ অংশে সেইটি লাগাতে হবে।খেয়াল রাখতে হবে যাতে চুলের শিখরে কণ্ডিশানার যেন না পৌঁছায়।চুলের শিখরে কণ্ডিশানার পৌঁছালে তা চুলকে একটা ভারী ভাব প্রদান করবে আর তৈলাক্ত ত্বক হলে আরো ভারী ভাব অনুভব হতে পারে।

৩. কণ্ডিশানার লাগানোর পর ২-৩ মিনিট চুলে কণ্ডিশানারটা রাখতে হবে।২-৩ মিনিট ধরে রাখা জরুরি যাতে আমাদের চুলে ময়শ্চারাইজার থাকে।

৪. এইবার চুল ভালো করে ধুয়ে ফেলতে হবে।বেশ কিছুক্ষণ ধরে জলে চুল ধুতে হবে যাতে সব কণ্ডিশানার একেবারে ধুয়ে যায়।এই পদক্ষেপটি ও জরুরি কারণ চুলে কণ্ডিশানার রয়ে গেলে তা আমাদের চুলে ভারী ভাব এনে দেয়া যা একেবারেই গ্রহণ যোগ্য না।

তাহলে এখন আমরা বলতে পারি যে শ্যাম্পু করার পর সবসময় কণ্ডিশানার লাগানো উচিত কিন্তু মনে রাখতে হবে যে কণ্ডিশানার যেন বেশি পরিমানে না দেওয়া হয় নাহলে তা আমাদের চুল কে একটা ভারিত্ব ভাব এনে দেবে। আর খেয়াল রাখতে হবে যে ডিপ কণ্ডিশানার ছাড়া বাকি কণ্ডিশানার যেন আমাদের চুলের শিখরে না পৌঁছায়।নাহলে তাও আমাদের চুল কে তৈলাক্ত করে তুলবে।

Rameswari Barman

View Comments

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago