করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার জন্য আমরা সবাই এখন গৃহবন্দী। কিন্তু তাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। যেহেতু এখনও কোনও ভ্যাকসিন আবিষ্কার করা যায় নি তাই সরকারকে নতুন নতুন পন্থা বা স্ট্র্যাটেজি নিতে হচ্ছে এই কোভিড ১৯ এর সঙ্গে লড়াই করার জন্য।
এবার সেই রকম একটি পন্থা হল সারা দেশকে তিনটি ‘কালার জোন’ এ ভাগ করে দেওয়া-রেড জোন, অরেঞ্জ জোন আর গ্রিন জোন । স্বাস্থ্য মন্ত্রক থেকে সম্প্রতি এই রকম নির্দেশ এসেছে রাজ্য সরকারগুলির কাছে। আসুন আমরা দেখে নিই এই তিনটি রঙের কোন জোন ঠিক কী ইঙ্গিত করছে।
সবচেয়ে আশঙ্কা করার মতো অঞ্চলগুলিকে রাখা হয়েছে এই রেড জোনে। সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে বা ছড়াচ্ছে এই অংশ থেকেই। গোটা দেশে ১৭০ টি জেলা চিহ্নিত করা হয়েছে এই অংশের মধ্যে। এদের ‘হটস্পট’ ও বলা যেতে পারে। এই অংশকে আবার দু’ভাগে ভাগ করা হয়েছে, যেমন অতি স্পর্শকাতর অঞ্চল বা ‘লার্জ আউটব্রেক’ অঞ্চল যার সংখ্যা ১২৩টি জেলা, আর ৪৭ টি হল স্পর্শকাতর বা ‘ক্লাস্টার আউটব্রেক’ অঞ্চল। দেশের ৮০ শতাংশ রোগের খবর আসছে এই রেড জোন থেকেই। ভারতের সকল মেট্রো শহর যেমন মুম্বই, চেন্নাই, কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু আর হায়দ্রাবাদ পড়ছে এই জোনের মধ্যে।
যে সব অঞ্চলে সংক্রমণের খুব বেশি সংখ্যা অতীতে পাওয়া যায় নি আর বর্তমানে এখনও অবধি নতুন সংক্রমণ আর হয়নি, সেই সব অঞ্চল পড়বে এই জোনের মধ্যে। অবশ্য তার জন্য ১৪ দিন অপেক্ষা করতে হবে। ১৪ দিনের মধ্যে নতুন সংক্রমণের খবর না এলে তা হবে অরেঞ্জ জোন। উল্লেখ্য, অরেঞ্জ জোনে সংক্রমণের সংখ্যা কমার ইঙ্গিতও থাকবে।
গত ২৮ দিনে যে অঞ্চলে একটিও করোনা সংক্রমণের খবর পাওয়া যায় নি সেই সব অঞ্চল পড়বে গ্রিন জোনে অর্থাৎ সুরক্ষিত অংশে। এখনও পর্যন্ত মোট ২০৭ টি জেলা এই জোনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আমরা আশা করতে পারি এই নতুন ভাবে গোটা দেশকে ভাগ করতে প্রতি অংশে গুরুত্ব দিয়ে চিকিৎসা হলে অনেক তাড়াতাড়ি আমরা সুস্থ হয়ে উঠবো।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…