ধর্ম ও সংস্কৃতি

মকর সংক্রান্তির দিন ভুলেও এই ৬টি কাজ করবেন না

মকর সংক্রান্তি অত্যন্ত পবিত্র একটি তিথি। এই দিনটি হিন্দুরা বিশেষভাবে পালন করে থাকেন। নানা রকমের আচার বিধি পালিত হয় এই দিন। ২০২১ সালে ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি পড়েছে।

এই দিন কিছু বিধি আছে যা অবশ্য পালনীয়, আবার এমন কিছু কিছু জিনিস আছে যা মকর সংক্রান্তির দিন করা কোনমতেই উচিত নয়। কী কী বিধি এইদিন পালন করবেন আর কী কী বিধি পালন করবেন না, তা জানাতেই আজকের প্রতিবেদনটি লেখা।

মকর সংক্রান্তি কী?

মকর সংক্রান্তির দিন সূর্য দেব নিজের কক্ষপথে মকর রাশিতে প্রবেশ করেন তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলে।এটি বাঙালির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে পৌষ পার্বণ বলা হয়। অনেক মহিলারা এই দিন বাড়িতে পিঠে তৈরি করেন।

মকর সংক্রান্তির দিন কী কী করনীয়

  1. মকর সংক্রান্তির দিন ভক্তরা গঙ্গাতীরে এসে গঙ্গা স্নান করেন। বাড়ির কাছে গঙ্গা না থাকলে যে কোন জলাশয়ে স্নান করলেও পূণ্য লাভ হবে। গঙ্গা স্নানের পর ভক্তরা সূর্যদেবকে পুজো করেন।
  2. ১৪ জানুয়ারী পূণ্য স্নানের সময় রয়েছে ৮ টা ৩০ মিনিট থেকে বিকেল ৫ টে ৪৬ মিনিট পর্যন্ত। মহা পূণ্যকালের সময়-৮ টা ৩০ থেকে বেলা ১০ টা ১৫ মিনিট অবধি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন নদীতে স্নান করলে মানুষের জীবনের সকল পাপ মুছে যায়।
  3. মকর সংক্রান্তির দিন কোনো দুঃস্থ অথবা গরীব মানুষকে খুশি মনে কিছু দান করুন। এই দিন দান করলে পূণ্য লাভ হয়। এইদিন খিচুড়ি, শীতবস্ত্র ও তিল দান করার প্রথা রয়েছে।
  4. মকর সংক্রান্তির দিন সকালেই ভগবানের উদ্দেশ্যে প্রথমে কিছু খাবার নিবেদন করুন তারপর বাড়ির অন্যদের খাবার দিন।
  5. এই দিন সাত্ত্বিক অর্থাৎ নিরামিষ ভোজন করুন।
  6. রান্না করার সময় রান্নার মধ্যে তিল দেবেন।
  7. বাড়ির বয়স্কদের সেবা-শুশ্রূষা করুন।
  8. সংক্রান্তির দিন পৌষ মাসের শেষ দিন হওয়ায় এই দিন নতুন চাল, খেজুরের গুড় দুধ দিয়ে পায়েস করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন।
  9. সংক্রান্তির দিন স্নান সেরে সূর্যদেবের আরাধনা করার প্রথা রয়েছে।

মকর সংক্রান্তির দিন ভুলেও যে কাজগুলি করবেন না

  1. মকর সংক্রান্তির দিন খেয়াল রাখতে হবে যেন কেউ দূর যাত্রা না করেন। তবে সেই দিন কেউ কোথায় গেলে নিজের বাড়িতে ফিরে আসা উচিত। লোককথা অনুযায়ী প্রাচীনকালে এক মুনি ঐদিন দূর যাত্রা করেছিলেন তিনি আর কখনো ফিরে আসেননি। সেই থেকে এই দিন বাড়ির বাইরে যাত্রা করাকে অশুভ বলে মনে করা‌হয়।
  2. মকর সংক্রান্তির দিন কেউ ভুলেও আমিষ রান্না করবেন না।
  3. ভুলেও প্রবীণ কোন মানুষকে কষ্ট দেবেন না। এই দিন কারোর সঙ্গে ঝগড়া বিবাদে জড়াবেন না।
  4. বাড়িতে কোন গরীব – দুঃখী এলে তাকে খালি হাতে ফেরাবেন না।
  5. মকর সংক্রান্তির দিন ভুলেও ভগবানকে নিবেদন না করে কিছু গ্রহণ করবেন না।
  6. এই দিন যেন ঘরবাড়ি অপরিচ্ছন্ন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এইদিন ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
Sangita Chowdhury

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago