মেকআপ

বিউটি টিপস ১০টি যা আপনাকে করে তুলবে অনন্যা

সৌন্দর্য এমন একটা শব্দ,যেটাকে সকলে আঁকড়ে ধরে বাঁচতে চায়। যেটা প্রতিদিনের লড়াকু জীবনে এনে দেয় একটা আলাদা কনফিডেন্স। এ পৃথিবীতে এমন মানুষ বোধহয় নেই যে নিজেকে সুন্দর দেখতে চায়না।

নিজের এই সৌন্দর্য রক্ষা করতে প্রতিদিন কিছু টিপস অবশ্যই মেনে চলা দরকার। বিশেষ করে মেকাপ করার সময় অনেকেই বুঝতে পারেন না কিভাবে সেটি করবেন। তাই আজ তাদের জন্যই থাকল কিছু অসাধারণ টিপস।

ক্লাসিক ব্ল্যাক আই লাইনার বদল

  • ব্ল্যাক আই লাইনার  বদলানোর সময় এসে গেছে। কারণ চিরাচরিত এই ব্ল্যাক আই লাইনার চোখকে অনেক সময় ছোট দেখায়। খুব ডার্ক ব্ল্যাক কালার দিয়ে ঠিকমত চোখ আঁকতে না পারলে,চোখের আসল সৌন্দর্য ফুটে ওঠেনা।
  • তাই ব্ল্যাকের বদলে এবার অন্য কালার ট্রাই করে দেখুন। আজকাল অনেক অন্যান্য কালার পাওয়া যায়, যেগুলো চোখকে অনেকবেশি বড় ও কালারফুল করে তুলবে।

বোল্ড চোখের পাতা

  • মাস্কারা দিয়ে আমরা চোখের পাতাকে ঘন করে তুলতে চাই। কিন্তু মাস্কারা ছাড়াই চোখের পাতা বোল্ড লাগতে পারে।
  • অবাক লাগছে? অবাক লাগার কিছু নেই, এর জন্য চাই আইলাইনারের সঠিক ব্যবহার। জাস্ট ব্যবহার করুন, ডার্ক ব্রাউন বা ব্ল্যাক আইলাইনার।
  • জাস্ট চোখের ওপরের পাতায় একদম সোজা করে পড়ে নিন। তাহলেই চোখের পাতাও বোল্ড লাগবে।

ড্রাই শ্যাম্পু

  • আপনি কি আপনার হেয়ার স্টাইলকে অনেকক্ষণ সময় ঠিক রাখতে চাইছেন? তাহলে ব্যবহার করুন ড্রাই শ্যাম্পু
  • বেরবার আগে ড্রাই শ্যাম্পু চুলে লাগিয়ে নিন। এটা চুলের অতিরিক্ত তেল, ঘাম শুষে নেবে এবং চুল সিল্কি থাকবে অনেকক্ষণ।
  • ঘরেই বানিয়ে নিতে পারেন ড্রাই শ্যাম্পু নিচের ভিডিও দেখে।

ভ্যাসলিন পারফিউমকে অনেকক্ষণ ধরে রাখার জন্য

  • পারফিউমকে অনেকক্ষণ ধরে রাখতে ভ্যাসলিন শুনেছেন কখনও? হ্যাঁ এই গুণটাও আছে ভ্যাসলিনের। অনেকেই গাদা পারফিউম লাগান অনেকক্ষণ থাকবে বলে। কিন্তু এতে কোন কাজ হয়না তেমন।
  • তাই পারফিউম লাগাবার আগে লাগিয়ে নিন একটু ভ্যাসলিন। ব্যাস পারফিউম নিয়ে নো চিন্তা। অনেকক্ষণ আপনাকে সুগন্ধে ভরিয়ে রাখবে।

সবচেয়ে ভালো বেস মেকআপে অ্যালোভেরা জেল

  • অনেকেরই মুখের মেকআপ করার কিচ্ছুক্ষণ পর থেকেই, মুখ তেলতেলে হতে শুরু করে। মেকআপ ঠিক থাকে না।
  • মুখের মেকআপ অনেকক্ষণ ধরে রাখার জন্য কাজে লাগান অ্যালোভেরাকে। কারণ অ্যালোভেরা স্কিনকে ময়েসচারাইজড রাখে এবং মুখের অতিরিক্ত তেল কন্ট্রোল করে।
  • তাই ফাউনডেশনের সঙ্গে মিশিয়ে নিন জাস্ট একটু অ্যালোভেরা জেল। ব্যাস, মেকআপ অনেকক্ষণ পর্যন্ত ঠিক থাকবে এবং মুখ চ্যাটচ্যাটে  হবেনা।

ব্রোজ পাউডার চোখকে বড় দেখাবার জন্য

  • চোখটাকে বড় দেখাতে সবাই চান। তার জন্য সঠিকভাবে ব্যবহার করুন ব্রোজ। পাউডার বেস হলে ভালো হয়।
  • ব্রাশে ব্রোজ লাগিয়ে একে গালের নীচ থেকে ওপর দিকে তুলুন। ঠিক ঠোঁটের কোনের ওপরের গালের অংশ থেকে ওপর দিকে অর্থাৎ কানের দিকে তুলুন। এতে চোখটা একটু বড় দেখাবে।

চোখের পাতা ঘন করতে আরগান অয়েল

  • আরগান অয়েলে আছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, ফ্যাটি অ্যাসিড ও ভিটামিনস, যেটা চোখের পাতাকে জাস্ট ম্যাজিকের মত ঘন করতে এবং বাড়াতে সাহায্য করে। এটা চোখের পাতাকে কন্ডিশনিংকরে এবং একে বাড়িয়ে তুলতে সাহায্য করে।
  • চোখের পাতাকে পারফেক্ট করে তুলতে, জাস্ট রাত্রে শোবার আগে একটু আরগান অয়েল চোখের পাতায় লাগিয়ে নিন। সকালে ধুয়ে ফেলুন। ব্যাস,  একমাসের মদ্ধ্যেই তফাৎটা চোখে পড়বে।

লেবুর রস পারফেক্ট নখের জন্য

  • মুখ এবং চোখের সাথে সাথে নখকেও তো পারফেক্ট হতে হবে। নখে হলুদ ছোপ ভালো লাগবে? তাই ব্যবহার করুণ লেবুর রস ও অলিভ তেল।
  • ১চামচ লেবুর রস ও ১চামচ অলিভ তেল মিশিয়ে হালকা গরম করুণ। এবার এটা নখে সারারাত লাগিয়ে রাখুন। এটা নখকে ময়েশচারাইজড করবে এবং চকচকে করে তুলবে।

ব্ল্যাকটি অয়েলি স্কিনের জন্য

  • ব্ল্যাকটি শুধু যে মুখের অতিরিক্ত তেলকে কন্ট্রোল করবে সেটা নয়। তার সঙ্গে একটা নরম, কোমল এবং ব্রাইট স্কিন দিতে সাহায্য করবে। প্রতি ব্যবহারে। এর জন্য জাস্ট ঠাণ্ডা ব্ল্যাকটি দিয়ে মুখ ধুয়ে ফেলুন বা ব্ল্যাকটির আইস কিউব বানিয়ে মুখে লাগাতে পারেন।
  • ব্ল্যাকটি তৈরি করে যেটাতে বরফ জমান সেটাতে ধালুন।  ডিপ ফ্রিজে রেখে দিন। বরফ হয়ে গেলে মুখে ম্যাসাজ করুন।

দুধ সেনসিটিভ স্কিনের জন্য

  • সেনসিটিভ স্কিন? চিন্তা নেই সমাধান আছে। সেনসিটিভ স্কিনের জন্য দুধ উপকারি। ফ্রিজে জল দিয়ে বরফ তৈরির পরিবর্তে, দুধ দিয়ে বরফ তৈরি করুন।
  • জাস্ট আইস ট্রেতে দুধ ঢেলে ডিপ ফ্রিজে রাখুন। পরের দিন জমে গেলে বরফগুলি মুখে লাগান। এটা সুন্দর, কোমল স্কিন দিতে সাহায্য করবে।
সুস্মিতা দাস ঘোষ

View Comments

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

3 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

3 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

3 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

3 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

3 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

3 বছর ago