ডিমের অনেকরকমের পদ নিশ্চয় আপনারা জানেন, আর বিভিন্ন সময় তা বাড়িতে ট্রাইও করেছেন।তবে একঘেয়ে ডিমের ঝোল বা ডিম কষা খেয়ে খেয়ে যদি আপনি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে এই রেসিপিটি আপনাদের জন্য।
কারণ আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডিমের একটা সম্পূর্ণ অন্যরকম রেসিপি, যার নাম হল ডিমের পোস্ত ভাপা বা ডিমের বাটি পোস্ত রেসিপি। একদম নির্ঝঞ্ঝাট এই রান্নার স্বাদ কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ মানানসই। তাহলে আর দেরি না করে দেখে নিন রেসিপি।
প্রথমে পোস্ত এবং কাঁচালঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নিন। তবে পোস্ত এবং কাঁচালঙ্কার পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন। অন্যদিকে ডিমগুলি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে দু-টুকরো করে কেটে রাখুন। সেই ডিমের ওপরে এবার এক চিমটে হলুদ গুঁড়ো এবং এক চিমটে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিন। হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো ডিমের গায়ে ভাল করে লাগিয়ে নিন।
এরপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে ১ চা-চামচ মতো সর্ষের তেল দিয়ে দিন, তাতে দিন সামান্য নুন। নুন দিলে ডিমটা কড়াইয়ে লেগে যাবে না। এর মধ্যে এক এক করে ডিমের টুকরোগুলি ছেড়ে দিন। এবার দুপিঠ হালকা করে ভেজে তুলে নিন।
অন্যদিকে একটি টিফিন বক্স নিয়ে তাতে দিয়ে দিন মিহি করে কুচনো পেঁয়াজ। সেইসঙ্গে দিন আগে থেকে পেস্ট করে রাখা পোস্ত এবং লঙ্কার মিশ্রণটা। মিক্সার ধুয়ে সামান্য জলও দিয়ে দিন এর মধ্যে। তারপর এর মধ্যে একে একে স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিন।
তবে আপনারা চাইলে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ হবে। আর এর মধ্যে দিতে হবে ২ টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এবং ২টো গোটা কাঁচা লঙ্কা। এবার চামচের সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এইসময় একটু টেস্ট করে দেখে নিতে পারেন নুনটা ঠিক আছে কি না। ভালো করে মেশানের পর এর মধ্যে ভেজে রাখা ডিমের টুকরোগুলি দিয়ে দিন। এবার টিফিনবক্সের ঢাকনা বন্ধ করে দিন।
এবার একটি কড়াইয়ে আগে থেকে এক গ্লাস জল গরম করতে দিন। জলটা ফুটে উঠলে তার মধ্যে টিফিনবক্সটা বসিয়ে দিন। মনে রাখবেন টিফিনবক্সের সামান্য অংশই যেন জলের মধ্য ঢুবে থাকে। জলে যদি টিফিনবক্সের অর্ধেক বা অর্ধেকের বেশি অংশ ডুবে যায় তাহলে ফোটার সময় কিন্তু টিফিনবক্সের মধ্যে জল ঢুকে যেতে পারে।
এরপর কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিন এবং গ্যাসের আঁচটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন। এইভাবে ১০ মিনিট মতো ভাপিয়ে নিয়ে গ্যাস অফ করে দিন। তবে কখনই বের করতে যাবেন না কারণ টিফিনবক্সটা ভীষণ গরম থাকবে। ওইভাবে ১৫ মিনিট রেখে দিয়ে, তারপর সাবধানে টিফিন বক্সটা বের করে নিন। তৈরি আপনার ডিমের বাটি পোস্ত। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
অসাধারণ খেতে হয় ,গা মাখানো থাকে ডিম ও পোস্ত।একদিন করেছি।
খুব ভাল লাগল । এত সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন রান্না করতে গিয়ে যে সমস্যাগুলোর সৃষ্টি হয় সেগুলোর অপূর্ব সমাধান মুগ্ধ করল ।
Nice
good side dish
Nice
অবশ্যই করব।