Most-Popular

টলি বলি তারকাদের কেমন কাটছে করোনা ভাইরাসের ত্রাস নিয়ে?

ত্রাসের নাম নোভেল করোনা ভাইরাস। এই একটি নামেই এখন ভীতসন্ত্রস্ত গোটা বিশ্ব। কার্যত মহামারির আকার ধারণ করেছে এই COVID-19। যার পরোক্ষ প্রভাব করেছে ভারতের বিনোদন জগতেও। ভারতের চলচ্চিত এবং ছোট পর্দার অসংখ্য ইভেন্ট বাতিল করা হয়েছে, বন্ধ রয়েছে শ্যুটিং।

দিল্লি, মুম্বই-এর পাশাপাশি কলকাতা শহরেও সিনেমা হল আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক ছবি শ্যুটিং যেমন স্থগিত রাখা হয়েছে, তেমনই অনেক ছবির মুক্তিও পিছিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। আর এই পরিস্থিতিতে ঘরবন্দি তারকারা। দেখে নিন এই সময়ে কে কীভাবে কাটাচ্ছেন বন্দিদশা।

১) করিনা কাপুর ও সইফ আলি খান

করিনা কাপুর তাঁর ইনস্টাগ্রামে পতৌদি বাড়ির অন্দরমহলের একান্তে স্বামী সইফ আলি খান এবং তাঁর নিজের একটি ছবি শেয়ার করেছেন যেখানে সইফকে দেখা যাচ্ছে একটি বই পড়তে। অন্যদিকে তিনি যে ফোন নিয়ে ব্যস্ত সেই ছবিও শেয়ার করেছেন। করিনা পোস্ট করে জানিয়েছেন আগামী ১ সপ্তাহের জন্য তাঁরা ‘বুকড’।

২) টুইঙ্কল খান্না ও অক্ষয় কুমার

করোনার কারণে স্থগিত রয়েছে সূর্যবংশীর মুক্তির তারিখ। তাই অলস দুপুরে রোদের মধ্যে একসঙ্গে কোয়ালিটি সময় কাটাচ্ছেন এই তারকা দম্পতি। তবে ভাইরাস আক্রমণ ঠেকাতে খুবই সচেতন টুইঙ্কল। তাঁর কথায়, যেকোনও ভাইরাসকে প্রতিরোধ করতে আমাদের অভ্যাসেই বদল আনা উচিত। নিজেরা সচেতন থাকলেই এই ভাইরাস ছড়ানো রোধ করা সম্ভব।

৩) প্রিয়াঙ্কা চোপড়া

করোনা প্রতিরোধে নিজেকে ঘরবন্দি করে রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়াও। নিজের প্রিয় পোষ্য জিনোর সঙ্গে কোয়ালিটি সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা চোপড়া ক্যাপশানে লিখেছেন, এইসময়ে বাড়িতে থাকাই সবচেয়ে নিরাপদ। আর জিনোর আলিঙ্গন-এর বিষয়টি আরও ভালো। ভারতে কিছু কাজ ছিল সেসব সেরে গত সপ্তাহেই মার্কিন টেলিভিশনে কিছু কাজের জন্য সেখানে চলে গিয়েছেন প্রিয়াঙ্কা।

৪) শ্রদ্ধা কাপুর

করোনা প্রতিরোধে নিজেকে ঘরবন্দি করে ফেলেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও। তবে তাঁর বন্দিজীবন কিন্তু বেশ ইন্টারেস্টিং। কারণ বাড়িতে বসে কিন্তু শুয়ে বসে নয়। প্রত্যেকটা দিন নিজের মতো করে কাটাচ্ছেন শ্রদ্ধা। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে বই পড়ছেন তিনি, খাচ্ছেন স্বাস্থ্যকর খাবারও। যার মধ্যে রয়েছে রুটি, ঢ্যাঁড়স ভাজা, অঙ্কুরিত ছোলা। পুরোপুরি নিরামিষ খাবার খাচ্ছেন তিনি। সঙ্গে ক্যাপশানে লিখেছেন ‘বিয়িং হোম’।

৫) অর্জুন কাপুর

রকুল প্রীত সিং-এর সঙ্গে পরবর্তী ছবির শ্যুটিং-এর সেটে অর্জুন কাপুর একটি সেলফি শেয়ার করেছেন। ক্যাপশানে অবশ্য তিনি লিখেছেন, এখন তিনি বাড়িতেই রয়েছেন, নিজের কাজ খুব মিস করছেন, তবে নিরাপত্তা সবার আগে।

এবার দেখা যাক টলিউড কেমন কাটাচ্ছে

১) রচনা বন্দোপাধ্যায়

জনপ্রিয় টেলিভিশন শো দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা তথা অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায় বেড়াতে গিয়েছেন শ্রীলঙ্কা। সেখান থেকেই একটি ভিডিওর মাধ্যমে বার্তা দিয়ে তিনি তাঁর সকল ভক্তকে নিরাপদে থাকার পরামর্শ দিলেন। তবে তিনিও আশাবাদী যে তিনি নিরাপদেই দেশে ফিরে আসবেন।

২) মিমি চক্রবর্তী

করোনা ছড়িয়ে পড়ার মধ্যেই ছবির শ্যুটিং-এ লন্ডনে উড়ে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। তাঁর পরবর্তী ছবি ‘বাজি’র শ্যুটিং শেষ হতে বাকি ছিল আরও বেশ কয়েকদিন। কিন্তু পরিস্থিতি জটিল হতেই শ্যুটিং মাঝপথে ফেলে রেখেই ভারতে ফিরে আসার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিমি চক্রবর্তী। যদিও লন্ডনে শ্যুটিং-এর মাঝে ইউনিটের সঙ্গে ছবিও শেয়ার করেছিলেন মিমি, তবে অবশেষে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

৩) জিৎ

জিৎও লন্ডনে গিয়েছিলেন ছবির শ্যুটিং-এ। প্রসঙ্গত জিৎ এবং মিমিকে ‘বাজি’ ছবিতে একসঙ্গে দেখা যাবে। কিন্তু করোনার জন্য শ্যুটিং যেহেতু বাতিল সেহেতু দেশে ফেরাই শ্রেয় বলে মনে করেছেন তিনিও।

৪) সায়ন্তিকা বন্দোপাধ্যায়

করোনা থেকে বাঁচতে মুখে মাস্ক পরেছেন চলি অভিনেত্রী সায়ন্তিরকা বন্দোপাধ্যায়ও। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজে মাস্ক এবং সানগ্লাস পরা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন ‘আজকাল সকালে সেলফি এভাবেই তুলতে হচ্ছে’। সেইসঙ্গে হ্যাশট্যাগ দিয়ে সকলকে নিরাপদে থাকার পরামর্শও দিয়েছেন তিনি।

Indrani Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago