অনেক দিন ধরেই আমাদের দেশের মহিলারা চুলের যত্নে হেনা ব্যবহার করে থাকেন। অন্য কোনও হেয়ার প্যাকের কথা না জানা থাক, মেয়েরা কিন্তু ছোট থেকেই এই হেনার প্যাক মাথায় ব্যবহার করতে শিখে যায়।
হেনা বা মেহেদি পাতার প্যাক চুলে ব্যবহার করলে চুল মসৃণ, ফুরফুরে হয় তা যেমন ঠিক, এটি যেমন একটি ন্যাচারাল ডাই বা হেয়ার কালারের উপাদান হিসেবে ব্যবহার করা হয়ে এসেছে, তেমনই কিন্তু চুলের স্বাস্থ্য ভিতর থেকে ভালো রাখতেও হেনার জুড়ি মেলা ভার।
আজ আপনাদের এমন কয়েকটি কারণ দেখাব যা আপনাদের বলে দেবে কেন নিয়ম করে চুলে হেনার প্যাক ব্যবহার করা আপনাদের জন্য দরকারি। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেই হেনা করা উচিত।
আজকের দিনে দাঁড়িয়ে চুলের গ্রোথ ধরে রাখাই সবচেয়ে বড় বিউটি চ্যালেঞ্জ। স্ট্রেস, গরমের দেশ বলে ঘাম, কাজের চাপ সব মিলিয়ে চুল আর তেমন ভাবে বাড়তে চায় না। এর সবচেয়ে বড় কারণ হল আমাদের চুল ভিতর থেকে পুষ্টি পায় না। তাই চুল ভালো রাখতে আর চুলের গ্রোথ বা বৃদ্ধি ঠিক রাখতে সপ্তাহে একবার চুলে হেনার প্যাক ব্যবহার করুন।
চুলের আরেক বড় সমস্যা চুল পড়া। বিশেষ করে চুলের সামনের দিক মানে কপালের দিক ক্রমশ ফাঁকা হয়ে যায়। এর ফলে দেখতেও তো খারাপ লাগে। হেনা কিন্তু আপনাদের এই সমস্যা থেকে মুক্তি দেবে। হেনা সরাসরি কাজ করে আমাদের স্ক্যাল্পে। তাই স্ক্যাল্প পরিষ্কার করে চুলের গোড়া মজবুত করে, ফলে চুল পড়াও কম হয়। চুল মজবুতও হয়।
হেনা কিন্তু একটি খুব ভালো প্রাকৃতিক কন্ডিশনার। শ্যাম্পু করার পর যদি অল্প একটু হেনা আর খানিকটা ডিম নিয়ে মাথায় লাগিয়ে রেখে ধুয়ে নিন, তাহলে চুল কিন্তু পরপর টানা বেশ কয়েকদিন ফুরফুরে আর উজ্জ্বল থাকবে। আর চুলে জট পড়ার সমস্যাও আর থাকবে না। তাই অন্য কন্ডিশনার ব্যবহার না করে হেনা ব্যবহার করুন।
চুলের সবচেয়ে বড় শত্রু খুশকি। মাথায় খুশকি থাকলে চুলের অন্য কোনও সমস্যা হওয়ার আর দরকার নেই, খুশকি একাই দায়িত্ব নিয়ে আপনার চুলের বারোটা বাজিয়ে দেবে। কিন্তু এই খুশকির কড়া দাওয়াইও কিন্তু ওই হেনা। আগেই বলেছি হেনা স্ক্যাল্পে সরাসরি কাজ করে ময়লা পরিষ্কার করে দেয়। হেনা তাই খুব সুন্দর ভাবে চুল থেকে খুশকি দূর করে আর চুলে টানা কয়েক দিন নিয়ম করে হেনা ব্যবহার করলে খুশকি ফেরত আসার সম্ভাবনাও আর থাকে না।
চুলের হরেক সমস্যার মধ্যে অন্যতম স্প্লিট এন্ডস মানে চুলের ডগা ভাঙা। আমরা এটি আটকাতে কী করি? নির্দিষ্ট দিন অন্তর চুলের নীচটা আমরা কেটে ফেলি। কিন্তু এটাই স্প্লিট এন্ডস থেকে মুক্তি পাওয়ার সেরা উপায় নয়। স্প্লিট এন্ডস হওয়াটা আসলে একটা সার্কেলের মতো সমস্যা যেটা আপনাকে ভাঙতে হবে আর ভাঙতে সাহায্য করবে হেনা। চুলের ডগা ভেঙে যায় চুল অতিরিক্ত শুকিয়ে গেলে, পুষ্টি না পেলে আর কন্ডিশনড না হলে। আগেই বলেছি হেনা যেমন চুলকে পুষ্টি দেয় তেমনই চুলের হাইড্রেশন বজায় রাখে, চুল কন্ডিশনড করে। তাই স্প্লিট এন্ডস হওয়া নিজে থেকেই কমে যায়।
আমাদের সকলেরই ইচ্ছে থাকে চুল বেশ ঘন হোক, সাধারণ বাংলায় বলি আমরা চুলের গোছ ভালো হোক। এটি করতেও কিন্তু হেনার জুড়ি মেলা ভার। হেনার মধ্যে থাকা ট্যানিন চুল শক্ত করে, ফলে চুল পড়ে না। আর চুল ভালো করে গজায়ও। ফলে আপনার স্বপ্নের একরাশ চুল আপনার হাতের মুঠোয়।
ত্বকের মতো চুলেরও পি.এইচ ব্যাল্যান্স থাকে যা ঠিক না থাকলে চুলের অনেক সমস্যা হয়। এর ফলে চুলে অতিরিক্ত তেলতেলে ভাব দেখা দিতে পারে আর গরমে এটি হলে কিন্তু মাথা ময়লা হয়ে যায় তাড়াতাড়ি। হেনা সিবাসিয়াস গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণে রাখে। ফলে চুলে সাধারণ তেল উৎপাদন বজায় থাকে। আর চুলের অ্যাসিড-অ্যালক্যালাইনের মাত্রা বা পি.এইচ লেবেলের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখে।
আশা করি হেনা বা মেহেদি পাতার এই সাতটি উপকারিতাই আপনাকে হেনার প্রেমে ফেলতে বাধ্য। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন হেনা আপনার চুলের জন্য ওয়ান স্টপ সলিউশন। তাই আর দেরী না করে হেনা ব্যবহার করতে শুরু করুন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…