গৃহ ও জীবনযাপন

চামড়ার ব্যাগ ও জুতোয় ফাঙ্গাসের আক্রমণ রুখতে ১০টি টিপস

চামড়ার তৈরি রকমারি পণ্য যেমন ব্যাগ, জুতো, বেল্ট ইত্যাদি আমাদের ফ্যাশনে কতখানি আভিজাত্য ও ট্রেন্ডি লুক আনে সেটা বলার অপেক্ষা রাখেনা। প্রতিদিনের অফিসে যাবার লেদার এর জিনিসপত্র হোক কি ভ্রমণের ট্রাভেল ব্যাগ বর্ষাকাল বা অর্দ্রতাজনিত কারণে এদের উপর সাদা দাগ পড়ে যা ফাঙ্গাস বা ছত্রাক এর আনাগোনার ই ইঙ্গিত।

আপনার শখের জিনিস এর চাকচিক্য নষ্ট হতে সময় লাগে না। তো চলুন এমন ১০টা টিপস দেখে নিন যাতে ফাঙ্গাস আপনার জিনিস ছুঁতেও না পারে আর টেকসই ভাবে আপনিও দীর্ঘদিন সেগুলো ব্যবহার করতে পারেন।

পরিষ্কার করার টেকনিক:

  • দেখুন সাফসাফাই তো আমরা সবাই করি কিন্তু তাও এই সমস্যার মুখোমুখি হতে হয় কেন? সেই প্রশ্ন কি জেগেছে আপনাদের মনে? সেটার কারণ হলো সঠিক কৌশলের অভাব।
  • ফাঙ্গাস দেখা দিলে নরম সুতির কাপড় জলে ভিজিয়ে হালকা হাতে মুছে ফেলা খুব জরুরি। এর পুনরাবৃত্তি ঠেকাবার জন্য লেদার কন্ডিশনার দিতে ভুলবেন না।অনলাইনে কিনতে পারবেন।
  • ভেজা ভাব দেখা দিলে হ্যাঙ্গার এ ঝুলিয়ে রাখুন। বাতাসে শুকনো করাই সঠিক উপায়। ভেজা কাপড় এর উপর ইস্ত্রি দিয়েও শুকনো করতে পারেন তবে বেশি গরম করে এটা করবেন না।
  • মুড়েচূড়ে প্যাকেটে লেদার এর দ্রব্য রাখবেন না। এতে ভাঁজ পড়ে এবং ভাঁজের কোনায় ছত্রাক এর বাসা তৈরি হবার অনুকূল পরিবেশ তৈরি হয়।
  • সবসময় রুম টেম্পারেচারে শুকনো করবেন আর ব্লো ড্রায়ার এর ব্যবহার একদম করবেন না কুঁচকে যেতে পারে।

বেকিং পাউডার:

  • বেকিং পাউডার এর সাথে ১চামচ পরিমান লেবুর রস মিশিয়ে একটা পেস্ট বানান।সেটা আলতোভাবে বুলিয়ে দিন লেদার এর উপর। এবার অপেক্ষা করুন ১৫মিনিট মতো।
  • একটা ভেজা কাপড় দিয়ে সেই পেস্ট এর পরত তুলে ফেলুন সাবধানে। তারপর শুকনো কাপড় দিয়ে সাফ করে নিতে হবে।

চক পাউডার:

  • চক পাউডার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যা আপনার হাতের কাছেই থাকে এবং লেগে যেতে পারে এহেন কাজেও।
  • স্যাঁতসেঁতে আবহাওয়া, ভিজে যাওয়ার কারণে চামড়ায় এর উপদ্রব খুব স্বাভাবিক।এর আগে চামড়ার ব্যাগ ভালো করে শুকিয়ে নেওয়া দরকার।
  • এরপর বেবি শ্যাম্পু দিয়ে সাফ করে নিয়ে ভালো করে শুকিয়ে চক পাউডার ছড়িয়ে দিতে হবে। এটি সমস্ত আর্দ্রভাব শুষে নেবে ও চামড়ার তেলেও আনবে ভারসাম্য।

সিলিকা জেল:

  • সিলিকা জেল ব্যাগে ক্যারি করা কিন্তু খুব লাভদায়ী, রাখতে পারেন জুতোর ভেতরেও। বিকল্প হিসেবে এক্টিভেটেড এলুমিনা ও ব্যবহার করতে পারেন।যেকোনো হার্ডওয়্যার দোকানে গিয়ে কিনে নিতে পারেন।
  • একদিকে এটা যেমন লেদারকে শুস্ক রাখবে অন্যদিকে অনভিপ্রেত দুর্গন্ধ ও দূর করবে। সব জল শুষে নিলে এটি পিঙ্ক বর্ণ ধারণ করে।

ভিনেগার:

  • লেদার এর সব জিনিস কি নতুন এর মত রাখতে চান? তবে ভিনেগার এর মত কার্যকরী বন্ধু আর পাবেন না।
  • সমপরিমাণে ভিনেগার ও জল একসাথে গুলে নরম তোয়ালে দিয়ে চামড়ার ব্যাগ বা জুতো মুছে দিতে পারেন। শাইন ও মসৃণতা দুটোই বজায় থাকবে।

অলিভ অয়েল:

  • শুধু ফাঙ্গাস দূর করাই নয় দীর্ঘদিন ধরে সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে অলিভ অয়েল।
  • সুতোর কোনো রুমাল অথবা তোয়ালের উপর অল্প তেল স্প্রে করে নিয়ে মুছে নিলেই চকচক করবে আপনার গুডিস। এর অভাবে নারকেল তেল ও ব্যবহার করে দেখতে পারেন।

পালিশ:

  • ফাঙ্গাস এর আক্রমন প্রতিরোধ করতে কিছুসময় অন্তর পালিশ করা চামড়ার পক্ষে আবশ্যক হয়ে পড়ে। তাই কালি ক্রিম দিয়ে পলিশ করে নেবেন। নাইলনের স্ক্রাব ব্যবহার না করাই ভালো। আঁচড় এর দাগ লেগে যেতে পারে।
  • ময়লা লেগে থাকলে সাবান জল দিয়ে মুছে নিয়ে তারপর টুথব্রাশ দিয়ে সাফ করে নেবেন। এতে অতিরিক্ত আর্দ্রতা থেকে বাঁচানো যাবে আর কালার ও ফেড হবেনা।

যদি ভিজে যায়?

  • বর্ষায় বেরোলে ভিজে যাবার চান্স থাকে ষোলআনা। তবে উপায়? চিন্তার কিছু নেই।ব্যাগ এর ভেতরে নিউজপেপার দিয়ে মুড়ে রাখুন। ওটা জল সোক করে নেবে।
  • এমন কোনো জায়গায় রেখে শুকনো করুন যেটা গরম। ওভেনের পাশে উত্তম স্পট হতে পারে। শুকনো করে নেয়া খুব জরুরি ধাপ নইলে পচন ধরে যেতে পারে।
  • ওয়াক্স কোটিং দিয়ে দিতে পারেন এর ফলে ময়েশ্চার নিয়ন্ত্রণে থাকেএবং মোম চামড়ার গুণমান ধরে রাখতেও বেশ উপযোগী।

যা যা করবেন না:

  • ক্ষারযুক্ত ক্লিঞ্জার, এলকোহল যুক্ত ব্লিচ বা এমিনো এসিড যুক্ত ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে পরিষ্কার করবেন না।
  • স্পিরিট ব্যবহার করা থেকে বিরত থাকুন।
  • রোদে দিয়ে কখনোই শুকোবেন না। এতে চামড়া শক্ত হয়ে ফেটে যেতে পারে।
  • বর্ষাকালে জুতো ব্যবহার করুন প্লাস্টিক এর বা ক্যাম্বিস এর। এতে করে চামড়ার জুতো সেফ থাকবে আর বর্ষার জলের ছিঁটে আপনাকে ভাবাবে না।
  • হাতে তেল মেখে টাচ করবেন না ব্যাগ বা জুতো।

বিশেষ যত্ন:

  • শুধু পরিবেশ থেকে নয় আমাদের শরীরের ঘাম থেকেও আর্দ্রতা যেতে পারে ব্যাগ এ বা জুতোতে। কারণ অনেকসময় আমরা খালি পায়েই জুতো পরি বা স্লিভলেস পোশাক থেকেও ভ্যানিটি ব্যাগে ঘাম আবসর্ব করে নেয়।
  • তাই ব্যাগ এ ট্যালকম পাউডার রাব করে নিতে পারেন বেরোনোর সময়। ব্যবহার এর পর পেপার টাওয়েল বা বেবি ওয়াইপ দিয়ে সাফ করে নেবেন। এতে এক্সটেরিওর এর গঠন ঠিক থাকে। ধুলোবালি ও বেশি ধরবেনা।
  • ফাঙ্গাস বেড়ে ওঠে অন্ধকার ময়েস্ট এর মধ্যে। তাই যতটা সম্ভব আলোর মধ্যে লেদার এর জিনিস রাখার চেষ্টা করুন। বাড়িতে ৫০-১০০ওয়াট এর বাল্ব জ্বালিয়ে রাখতে পারেন।
Biswarup Parichha

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago