মেকআপ

আই লাইনার ট্রিকস ট্রাই করুন যাতে ছোট চোখ দেখাবে বড়

যাদের চোখ বড়, তাদের চোখ আঁকলে খুব সুন্দর দেখায়। কিন্তু যাদের চোখ ছোট, তারা মন খারাপ করবেন না। শুধুমাত্র আপনাদের জন্য রইল সহজ কিছু আই লাইনার ট্রিকস, যা অ্যাপ্লাই করলে আপনার ছোট চোখও বড় দেখতে লাগবে।

১. চোখের ওয়াটার লাইনে সাদা বা ফ্লেশ টোনড আই লাইনার অ্যাপ্লাই করুন

  • ঘন কালো রঙের আই লাইনার লাগালে তা আপনার চোখের আকৃতিকে প্রমিনেন্ট করে। কিন্তু আপনার চোখ যদি বড় দেখাতে চান তাহলে আপনার চোখের ওয়াটার লাইনে সাদা বা ন্যুড আইলাইনার অ্যাপ্লাই করুন।
  • এতে আপনার চোখের মেকাআপ যেমন খুলবে তেমনই চোখের আকার অনেকটা বড় দেখাবে। অনেকে সাদা আই লাইনার ব্যবহার করতে পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনি ফ্লেশ-টোনড লাইনার অবশ্যই অ্যাপ্লাই করুন।

২. চোখের কোণা থেকে একটু দূরে আই লাইনার আঁকুন

  • চোখে যদি ডার্ক বা কালো রঙের আই লাইনার লাগাতে চান তাহলে কাজল কখনওই চোখের কোণা থেকে পরবেন না, চোখের কোণা থেকে খানিকটা দূর থেকে লাইনার আঁকুন।
  • এতে করে আপনার চোখ অনেকটাই বড় লাগবে এবং আপনাকে লাগবে মোহময়ী।
  • তবে চোখের কোলটা এভাবে তো আর খালি রাখা যায় না, সেক্ষেত্রে আপনারা চোখের কোণায় শিমারি-বেজ আইশ্যাডো বা আই লাইনার অ্যাপ্লাই করে নিন।
  • আপনার চোখ যেমন বড় দেখাবে তেমনই দেখতে লাগবে উজ্জ্বলও।
  • চোখের মেকআপ আরও বোল্ড করতে একইভাবে তা চোখের নীচের ল্যাশলাইনের তলায়ও অ্যাপ্লাই করতে পারেন।

৩. আই লাইনার বাছুন, যা আপার ল্যাশলাইনকে ডিফাইন করে

  • আপনার স্কিন টোনের ওপর ভিত্তি করে আপনাকে সঠিক আই লাইনার বেছে নিতে হবে। যাদের স্কিনটোন হালকা, তাদের জন্য কালো রঙের লাইনার একটু ক্যাটক্যাটে হতে পারে, সেক্ষেত্রে তাঁরা মিডিয়াম ব্রাউন বা নীলের কোনও শেড ব্যবহার করতে পারেন।
  • সেক্ষেত্রে স্মাজ ব্রাশের সাহায্যে তা অ্যাপ্লাই করা যেতে পারে। এতে আপনার চোখের মেকআপ হবে নজরকাড়া। তবে যাদের স্কিন টোন একটু ডার্ক, তারা কিন্তু রিচ ব্রাউন বা ব্ল্যাক লাইনারও ব্যবহার করতে পারেন, এতে করে তা আপনার স্কিন টোনকে কমপ্লিমেন্ট করবে এবং চোখও দেখাবে উজ্জ্বল।

৪. একটা সঠিক পয়েন্টে উইং আঁকুন

  • উইং(চোখের শেষ প্রান্তে আই লাইনার যেখানে শেষ হচ্ছে, সেখানে পাখির ডানার মতো বেঁকিয়ে আঁকা) লাইনার পরতে অনেকেই ভালোবাসেন। তবে উইং না আঁকলেও চোখের প্রান্তে একটা পয়েন্টে এসে তো আই লাইনার আঁকা শেষ হয়, সেই পয়েন্টটি সঠিক হওয়াটা খুবই জরুরী।
  • কারণ এর ওপর আপনার চোখের আকার ছোট-বড় দেখানো নির্ভর করে। যেমন ধরুন আপনি যদি চোখের নীচের লাইনে লাইনার না পরেন, তাহলে চোখের আউটার কর্নারের বাইরে লাইনার টানবেন না।
  • আইলাইনার উইং-টি এমন জায়গায় শেষ করুন, যেখানে আপনার ওয়াটার লাইনের শেষ এবং ভ্রুর শেষপ্রান্তের মাঝখান বরাবর একটা অদৃশ্য সরলরেখাকে যুক্ত করেছে।
  • এতে করে তৈরি হবে ক্যাট আই (cat eye), যা আপনার চোখকে খুব সুন্দর এবং বড় দেখাবে। তবে আপনি যদি এই পয়েন্টের বেশি বা কম লাইনার ড্র করেন, তাহলে আপনার চোখকে বড্ড ক্লান্ত দেখাবে।

৫. চোখের কোণায় সরু ও বাইরের দিকে মোটা করে লাইনার আঁকুন

  • চোখের কোণা থেকে শুরু করে বাইরের দিকে আপনি যদি সমানভাবে লাইনার আঁকেন তাহলে তা আপনার চোখে কেবল একটা গভীর লুক দেবে, কিন্তু যদি আপনি চোখের কোণায় সরু থেকে শুরু করে চোখের বাইরে মোটা করে লাইনার আঁকেন, তাহলে আপনার চোখ খুবই বড় দেখাবে।
  • এই ধরনের লুক লিকুইড লাইনারে খুব সহজেই তৈরি করা যায়, তবে আপনি চাইলে জেল বা পেন্সিল লাইনার দিয়েও সহজে তৈরি করতে পারেন। অনুশীলনের মাধ্যমে এই টেকনিক খুব সহজে আপনি আয়ত্বে আনতে পারবেন।

বিশেষ টিপসঃ

  • আইশ্যাডো লাগানোর সময় স্মোকি আই করুন, এতে চোখের আউটার পার্টে ডার্ক শ্যাডো লাগিয়ে আইলিডে লাইট শিমার ব্যবহার করতে পারেন।
  • আইলিড হাইলাইট করলেও চোখ বড় দেখায়। এতে আইলিডে কনসিলার লাগিয়ে নিন, চোখ অনেক বড় দেখাবে।
  • আপনার চোখের নীচের অংশ যদি ফোলা হয়, তাহলে সেই ফোলাভাব কমাতে ভালো মানের সিরাম বা আই জেল ব্যবহার করুন।
  • সবশেষে মাসকারা লাগাতে কিন্তু ভুলবেন না।
আফরোজ হেলাল

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago