Most-Popular

অটল পেনশন যোজনাঃ রোজ সাত টাকা জমা করুন, মাসে পান ৫০০০ টাকা

এই করোনার সময়ে আমাদের আয়ের দিকে খানিক টান পড়েছে। তাই সঞ্চয়ের দিকে আমাদের তাকাতেই হচ্ছে। আর আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ সঞ্চয় করি আমাদের বয়সকালের কথা ভেবে, রিটায়ারমেন্টের কথা ভেবে।

আজ আপনাদের একটি স্মার্ট সঞ্চয় পদ্ধতির কথা জানাবো, যেখানে মাসে মাসে আপনি যে টাকা দেবেন সেটা আপনার গায়েও লাগবে না, অথচ আপনার বার্ধক্যে আপনার সবচেয়ে বড় সম্বল হবে।

অটল পেনশন যোজনা

এই নামটি আপনারা অনেকেই হয়তো শুনেছেন। এটি কেন্দ্রীয় সরকারের একটি স্কিম, যা ২০১৫ সালের বাজেটে তখনকার অর্থমন্ত্রী শ্রী অরুণ জেটলি ঘোষণা করেছিলেন। ২০১৫ সালের ৯মে এই কলকাতাতেই এই স্কিমের উদ্বোধন করা হয়।

এই লিঙ্কে ক্লিক করে এই যোজনা সম্পর্কে আরও জানতে পারে। অটল পেনশন যোজনা

কী আছে এই স্কিমে?

মূলত অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাঁদের কথা মাথায় রেখে এই স্কিম। দেখুন, যারা সরকারি অফিসে বা কর্পোরেট সেক্টরে কাজ করেন তাঁদের জন্য তো সংশ্লিষ্ট অফিস পি.এফ কেটে নেন আর নিজেরাও কিছু অংশ দেন। সুতরাং সংগঠিত ক্ষেত্রে পেনশনের ক্ষেত্রে আলাদা কিছু ভাবতে হয় না।

কিন্তু যারা ধরুন ছোট দোকান চালান, বা একশো দিনের কাজ করেন তারা কীভাবে টাকা জমাবেন? তারা কীভাবে বার্ধক্যের সময়ে পেনশন পাবেন? তাঁদের জন্য এই স্কিম বিশেষ করে। এই স্কিম যুক্ত করা হবে প্রধান মন্ত্রী জন ধন যোজনা অ্যাকাউন্টের সঙ্গে। সুতরাং আপনার একটি জন ধন অ্যাকাউন্ট ব্যাঙ্কে থাকা আবশ্যক। আর এর সঙ্গে অবশ্যই আপনার আধার কার্ডের সংযুক্তি করতে হবে।

কীভাবে পাবেন টাকা

আপনি যদি এই স্কিমে টাকা জমা দিতে শুরু করেন তাহলে আপনাকে বলা হবে সাবস্ক্রাইবার। একজন সাবস্ক্রাইবারের বয়স কমপক্ষে হতে হবে ১৮ বছর। আর আপনি শেষ এই ক্ষেত্রে অ্যাকাউন্ট খুলতে পারবেন ৪০ বছর বয়সে। মানে আপনি ৪০ বছর বয়সের পর অ্যাকাউন্ট আর খুলতে পারবেন না, কিন্তু আগে খুলে নিলে ৪০ এর পরেও টাকা অবশ্যই ফেলতে পারবেন।

তাহলে সবচেয়ে কম বছর আপনি টাকা রাখতে পারছেন ২০ বছর। আপনি প্রতি মাসে কত টাকা পেতে চান ৬০ বছরের পর থেকে সেটা আপনাকে আগে বেছে নিতে হবে। তবে মনে রাখবেন, টাকা কিন্তু আপনার ৬০ বছর বয়স হওয়ার পরই পাবেন।

বিশেষ দিকগুলি এক নজরে

১. প্রতি মাসে ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০ টাকা পর্যন্ত আপনি পেতে পারেন। মানে আপনি মাসে সর্বোচ্চ পেতে পারেন ৫০০০ টাকা।
২. ৫০০০ টাকা পাওয়ার জন্য আপনাকে প্রতি দিন সবচেয়ে বেশি ৭ টাকা জমাতে হবে। মাসের হিসেবে ধরলে ২১০ টাকা।
৩. আপনি প্রতি মাসে, তিন মাস ছাড়া বা ৬ মাস ছাড়া মানে বছরে দু’বার যেভাবে আপনার সুবিধে টাকা দিতে পারেন।
৪. সাবস্ক্রাইবার মারা গেলে সেই টাকা আজীবন পাবেন তাঁর স্ত্রী। স্ত্রীও মারা গেলে যার নামে নমিনি থাকবে তখন তিনি সম্পূর্ণ টাকাটা পাবেন একসঙ্গে।
৫. সম্পূর্ণ টাকার পরিমাণও ঠিক হবে কোন সাবস্ক্রাইবার কত টাকা দিচ্ছেন তার ওপর।

হিসেবটা দেখে নেওয়া যাক

এবার উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধে হবে। ধরুন আপনার বয়স ১৮, আপনি চাইছেন এই স্কিমের সুবিধে নিতে। তাহলে আপনি এখন এই স্কিম চালু করলে ৪২ বছরে আপনার বয়স হবে ৬০। মানে ততদিন আপনি টাকা দেবেন আর ৪২ বছর ধরে আপনার টাকা জমছে।

এবার আপনি যদি তখন মাসে ৫০০০ টাকা চান তাহলে প্রতি মাসের হিসেবে এখন আপনাকে দিতে হবে ২১০ টাকা, তিন মাস ছাড়া হলে দিতে হবে ৬২৬ টাকা, আর ৬ মাস ছাড়া হলে দিতে হবে ১২৩৯ টাকা।

এক্ষেত্রে আপনার সার্বিক টাকা, যেটা নমিনি পেতে পারেন সাবস্ক্রাইবার না থাকলে সেটার অঙ্ক দাঁড়াবে ৮ লক্ষ ৫ হাজার টাকা। এবার ধরুন আপনি প্রতি মাসে ১০০০ টাকা চান পেতে।

তাহলে প্রতি মাসে আপনাকে দিতে হবে ৪২ টাকা, তিন মাস ছাড়া হলে ১২৫ টাকা আর ৬ মাস ছাড়া হলে ২৪৮ টাকা। সেক্ষেত্রে নমিনি পাবেন ১ লক্ষ ৭ হাজার টাকা। আর আপনি বছরে যত জমাচ্ছেন তার ৫০% সরকার দেবে। মানে আপনি ২০০০ টাকা দিলে সরকার ১০০০ টাকা।

আপনি আপনার প্রদত্ত টাকার পরিমাণ বাড়াতেও পারেন কোনও এক সময়ে চাইলে। তবে এটা মাথায় রাখবেন, ৫০০০ টাকা পেতে হলে আপনাকে দিনের হিসেবে রাখতে হবে মাত্র ৭ টাকা। খুব বেশি কি?

বিশ্বাসযোগ্য তো?

দেখুন এই স্কিম কেন্দ্রীয় সরকারের অধীনে। সরকারি তথ্য বলছে, এখনও পর্যন্ত পাঁচ বছরে ২ কোটি ২৩ লক্ষ ৫৪ হাজারের ওপর সাবস্ক্রাইবার এতে নিযুক্ত হয়েছেন। প্রথম তিন বছরেই ১০০ লাখ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিলেন, আর শেষ বছরে ৭০ লক্ষ নতুন সাবস্ক্রাইবার যুক্ত হয়েছেন।

অর্থাৎ অনেক মানুষ এই স্কিমের আওতায় আছেন। আপনি আপনার বাড়ির সামনের সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে আরও বিশদে জানতে পারেন।

এবার তাহলে টাকা কম হলেও সঞ্চয় কিন্তু কম হবে না। আর আপনার বার্ধক্যের শক্ত মজবুত ভিত এখনই তো তৈরি করার সময়।

অভীক সরকার

View Comments

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago