Most-Popular

পতঞ্জলি দান্ত কান্তি মাজন

পতঞ্জলি দান্ত কান্তি মাজন ব্যবহার করা দাঁতের জন্য ভালো কিনা সে বিষয়ে আজ অল্প কথায় কিছু বলতে চাই। একটা কথা শুরুতে বলে রাখা উচিত বলে মনে হয়। পতঞ্জলি প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার জন্য লিখছি না। নিজে ও নিজের চারপাশের কিছু চেনা মানুষ উপকৃত হয়েছে পতঞ্জলি দান্ত কান্তি মাজন ব্যবহার করে। তাই এই প্রোডাক্টটি ব্যবহার যোগ্য মনে হয়। আপনাদের সাথে এর বিষয়ে তাই নিয়ে কিছু বলতে চাই।

পতঞ্জলি দান্ত কান্তি মাজন হল একটি ভেষজ মাজন। যা স্ট্রং, শ্বেতাঙ্গ, স্বাস্থ্যকর দাঁত ও মাড়ির জন্য তৈরি হয়েছে। প্রাকৃতিক উপাদানের দ্বারা এই মাজনটি নির্মিত। ফলে এটির ব্যবহার আপনার মাড়ি ও দাঁতকে সম্পূর্ণ এবং দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করবে। একটি অন্নতমউপাদান নিম এতে থাকায় দাঁতে জমা জীবাণুগুলো থেকে মুক্তি পাওয়া যায় সহজে।

পতঞ্জলি দান্ত কান্তি মাজন প্রাকিতিক উপাদান দ্বারা তৈরি হয়ে থাকে। একে সম্পূর্ণ ভেষজ মাজন বলা যেতে পারে। মূল উপকরণ হল নিম, বাবলা, তেজপাতা, পুদিনা, হলুদ, লবঙ্গ, মরীচ, বজ্রদান্তি, জোয়ান, ইত্যাদি। তাছাড়া এতে থাকে ক্যালসিয়াম কার্বোনেট, পাতিত জল, সর্বিটল, গ্লিসারিন, ত্বরান্বিত সিলিকা, সোডিয়াম, পলিইথিলিন গ্লাইকল, সোডিয়াম শর্করাসুলভ,সোডিয়াম কারবক্সি, মিথাইল সেলুলোজ, দস্তা সাইট্রেট, সোডিয়াম বেনজয়েট, সিলিকন ডাইঅক্সাইড, ট্রাই সোডিয়াম অর্থো ফসফেট,বিটা আয়োডিন,এর মত উপকরণ।

দাঁত মানবদেহের একটি মূল্যবান অংশ। দাঁতের যত্ন নেওয়া অত্যন্ত জরুরী। পতঞ্জালির মাজন ভেষজ উপাদান দ্বারা তৈরি হওয়ার ফলে দাঁতের জন্য এটি খুবই উপকারি মাজন। বাজারে দাঁতের মাজনের অভাব নেই ঠিকই কিন্তু ভালো মাজনের অভাব আছে। পতঞ্জলির মাজনকে ভালো শ্রেণীর মাজন বলা যায়। মুখে হওয়া দুর্গন্ধ থেকে মুক্তি পেতে খুবই ভালো কাজ করে এই মাজন। তাছাড়া দাঁতের যত্ন নেওয়ার পাশাপাশি দাঁতের মাড়ি শক্ত করে দাঁতকে শক্তিশালী রাখে।

পতঞ্জলি দান্ত কান্তি মাজনে নিম থাকার দরুন এটি দাঁতে ইনফেক্সান হতে দেয় না। দাঁতের মাড়িকে শক্ত করার সাথে সাথে দাঁতও শক্ত বানায়। অনেকের দাঁত থেকে রক্ত পরার সমস্যা আছে। তাদের জন্য পতঞ্জলি দান্ত কান্তি মাজন ব্যবহার করা ফলপ্রসূ হবে। এই মাজন নিয়মিত ব্যবহার করলে দাঁত থেকে রক্ত পরা বন্ধ হবে।

পতঞ্জলি দান্ত কান্তি মাজনের একটি বিশেষগুণ হল, যে এই মাজন দিয়ে সকালবেলায় দাঁত মাজার পর সারাদিন মুখের ভেতর অদ্ভুত এক স্বচ্ছতা অনুভব করা যায়।যারা এই মাজন ব্যবহার করেন তারাই বলে থাকেন। পুদিনা,তেজপাতা, থাকায় এই স্বচ্ছতা পাওয়া যায়।দাঁতে যন্ত্রণা থেকে বাঁচায়।

নানা কারনে দাঁতে হলুদ বা কালচে ছোপ পরে যায় অনেকের। যা দেখতে খুবই বিশ্রী দেখায়। পতঞ্জলি দান্ত কান্তি মাজন নিয়মিত ব্যবহার করলে এই দাগ বা ছোপ দাঁত থেকে চলে যায়। দাঁত ঝকঝকে সাদা হয়ে ওঠে।সোডিয়াম থাকায় দাঁত উজ্জ্বল দেখায়। 

দাঁত খুবই সেনসিটিভ। তাই দাঁতের যত্ন নিতে পতঞ্জলি দান্ত কান্তি মাজন ব্যবহার করে দেখতে পারেন একবার। আশাকরি ভালো বই খারাপ ফল পাবেন না। তবে মাজন প্রতিনিয়ত দাঁতকে পরিস্কার ও সুস্থ্য রাখে মাত্র। অতিরিক্ত যত্ন নিতে হলে মাঝে মাঝে দাঁতের চিকিৎসালয়ে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দাঁতের যত্ন নেওয়া সবচেয়ে সঠিক উপায়।

 

Nandini Mukherjee

Recent Posts

Dawn Gambling establishment Login Guide: Comfortable access, Bonuses & Finest Ports 2025

Spinrise Gambling enterprise positively embraces cryptocurrencies, giving punctual, safe transactions alongside private crypto advertisements, enhancing…

33 minutes ago

1xBet жүктеп алып, Android жүйесіне арналған тегін 1xBet мобильді қосымшасына тіркеліңіз.

Бірегей телефонды таңдау арқылы билетке басқа мүмкіндіктерді қосуға болады. Сондай-ақ, ағымдағы белсенділікке байланысты нақты уақытта…

16 hours ago

Global die Vielheit 1 im Angeschlossen-Wette

As part of gewisser Beschaffenheit kann bei keramiken bei unserem verkappten Rollover gesprochen sind. Sera…

3 days ago

Beste Angeschlossen Casinos Teutonia: Traktandum Kasino Seiten 2025

Bevorzugt küren Sie ein legales Verbunden Casino nicht mehr da unseren obigen Ranglisten leer, diese…

4 days ago

Mostbet Mahalliy kazino Rag'batlantirish talablari

Hatto kamroq taniqli dizaynerlardan uzoqda bo'lgan 3Oaks ham mavjud. Siz to'g'ri pozitsiyani yetkazib beruvchi yoki…

6 days ago

Monster Hunter Rise:Sunbreak Dual Blades Weapon Guide

Aus diesem grund lässt zigeunern Spiralschnitt am besten via einem Switch-Skill Dämonenflug kombinieren . Nachfolgende…

1 week ago